পূর্ব রেলে কলকাতা, হাওড়া সহ বিভিন্ন স্টেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ২৩ জেলা থেকে সুযোগ
Eastern Railway Job Recruitment : এবার ভারত সরকারের পূর্ব রেলওয়ে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতা সহ পূর্ব রেলের বিভিন্ন রেল স্টেশনে প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এই সুযোগ নিতে পারেন এবং মাসে মাসে ভালো টাকাও পেতে পারেন। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে সুযোগ নেওয়া যাবে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন সহ পূর্ব রেলের বিভিন্ন বড় স্টেশন গুলিতে এই সুযোগ দেওয়া হচ্ছে। যদি আপনি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং এক্ষেত্রে আবেদন জানাতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। আসুন তাহলে এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। Eastern Railway Job Recruitment

এবার প্রশ্ন হলো কি পদে নিয়োগ করা হবে : এক্ষেত্রে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
নিয়োগের বিভিন্ন স্টেশন গুলি হল : এক্ষেত্রে পূর্ব রিলের বিভিন্ন স্টেশন গুলিতে এই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে যা নিচে উল্লেখ করা হলো –
- হাওড়া,
- পাটনা,
- আসানসোল,
- টাটানগর,
- গুয়াহাটি,
- মালদা টাউন,
- নিউ জলপাইগুড়ি,
- গয়া,
- রাঁচি,
- খড়গপুর,
- বালেশ্বর,
- কলকাতা,
- ধানবাদ,
- রামপুরহাট,
- হাজিপুর,
- সমস্তিপুর এবং
- দীন দয়াল উপাধ্যায় জংশনে
আবেদনকারীদের বয়স সীমার যোগ্যতা :
যে সমস্ত প্রার্থীরা এই অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সে সমস্ত প্রার্থীদের ন্যূনতমা বয়স থাকা দরকার ১৫ বছর এবং সর্বাধিক ২৫ বছর বয়স পর্যন্ত সাধারণত আবেদন করার সুযোগ দেওয়া হবে। যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তারা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কে থাকতে হবে :
যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের যোগ্যতা হিসেবে যা থাকতে হবে তা নিচে উল্লেখ করা ও ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে নিযুক্ত করা হবে ঈদ মোবারক হলো –
- প্রথমত ভারতের বাসিন্দা হতে হবে।
- এরপর প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতার অধিকারী হতে হবে
- প্রার্থীকে আইটিআই পাস যোগ্যতা থাকতে হবে
- এছাড়া যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
মাসিক স্টাইপেন্ড : যে সমস্ত প্রার্থীরা এই অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত হবেন সেই সমস্ত প্রার্থীদের সর্বমোট ১২ মাসের জন্য অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে এবং প্রতি মাসে ৭,৭০০ টাকা হিসেবে দেওয়া হবে।
এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে :
যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে সফলভাবে আবেদন জানাবেন সেই সমস্ত প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং পরবর্তীতে সেই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে নিযুক্ত করা হবে।
এবার প্রশ্ন হলো কিভাবে আবেদন করতে পারবেন :
যে সমস্ত প্রার্থীরা পূর্ব রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী সেই সমস্ত প্রার্থীদের অবশ্যই একটি আবেদন পত্র পূরণ করতে হবে –
- প্রথমে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যার লিঙ্ক দেওয়া হল https://www.apprenticeshipindia.gov.in
- এরপর আবেদন লিংকে ক্লিক করে প্রার্থীদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে
- রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীকে লগইন করে পুরো ফর্মটা ফিলাপ করতে হবে
- আবেদন চলাকালীন পুরো তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করে এবং নির্দেশমতো জরুরি ডকুমেন্ট নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে
- এরপর প্রার্থীদের অন্যান্য তথ্য পূরণ করার পর ফাইনাল সাবমিট করতে হবে
আরও পড়ুন : মাত্র ৪ টাকায় ২ জিবি সহ আনলিমিটেড সুবিধা, দেখুন বিএসএন এর অফার – BSNL Recharge Offer
আবেদন করতে জরুরি ডকুমেন্টসমূহ :
আবেদন করতে প্রার্থীকে বেশ কিছু জরুরি ডকুমেন্টস এর তথ্য দিতে হবে এবং কিছু ডকুমেন্টস এর স্ক্যান কপি আপলোড করতে হবে –
- মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সে প্রমান পত্র
- শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসমূহ
- পাসপোর্ট সাইজের ছবি
- সাদা কাগজে নিজের সিগনেচার
- আধার কিংবা ভোটার কার্ড
- অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদন করার জরুরি তারিখ সমূহ :
যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে চাই সে সমস্ত প্রার্থীরা আগামী ২০/৩/২০২৫ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন।
আবেদন করার পূর্বে প্রার্থীর অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিবেন।
Official Notification | Download |
Official Website | Click Here |

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.