জুলাই মাসে দু’বার বেতন! বড় সুখবর সরকারি কর্মীদের জন্য : WB DA Update July 2025
জুলাই মাসে দু’বার বেতন! বড় সুখবর সরকারি কর্মীদের জন্য : WB DA Update July 2025
WB DA Update July 2025: রাজ্য সরকারি কর্মীদের জন্য জুলাই মাসটি নিয়ে এসেছে এক ডাবল সুখবর। সূত্রের খবর, আগামী জুলাই মাসে সরকারি কর্মীরা পেতে চলেছে ডাবল অর্থ। এর ফলে অনেক কর্মীর অ্যাকাউন্টে এই এক মাসে দু’বার বড় অঙ্কের টাকা জমা পড়তে চলেছে। ঠিক এই কারনে আকাশে বাতাসে সরকারি কর্মী মহলে খুশির বাতাস বইছে শুরু করেছে। আজকের প্রতিবেদনে চলুন এই সংক্রান্ত বিস্তারিত দেখে নেওয়া যাক –
কী বলছে নবান্ন?
বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার ২৫% ডিএ বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শুধু সিদ্ধান্তই নয়, আগামী ২৭ জুনের মধ্যে এই টাকা মেটানোর কথা ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী, প্রতিটি দফতরকে বলা হয়েছে নির্দিষ্ট কর্মীদের তালিকা প্রস্তুত করে তা চিহ্নিত করতে। সেই তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেই প্রশাসনিক মহলের তরফে খবর পাওয়া যাচ্ছে।
ডিএ-র অর্থ কিভাবে দেওয়া হবে?
জানা গিয়েছে, ডিএ-র বকেয়া টাকা ধাপে ধাপে মেটানো হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও সরকারি ডিএ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যে পৃথকভাবে বেতনের পরে দেওয়া হবে। তবে রাজ্য সরকারি কর্মীদের একাংশ ধারনা করছেন, অনেকের বেতন এবং ডিএ একসঙ্গে জুলাই মাসে জমা পড়তে পারে – এর ফলে এক মাসে বেতনের মতোই দ্বিতীয় একটি বড় অঙ্ক ঢুকবে তাঁদের সরকারি অ্যাকাউন্টে।
কাদের জন্য প্রযোজ্য এই অর্থ?
রাজ্যের বিভিন্ন সরকারি দফতরের গ্রুপ A, B এবং C ক্যাটাগরির কর্মীদের জন্য এই ডিএ প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মীরাও এই বকেয়া পাওয়ার আওতায় থাকতে চলেছেন।
ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট কী বলেছে?
এদুন সুপ্রিম কোর্ট সম্প্রতি জানায়, রাজ্য সরকারি কর্মীরা তাঁদের পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়ার অধিকার রাখেন। সেই সূত্রেই ২৫% ডিএ অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই নির্দেশই পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ তৈরি করেছে দ্রুত অর্থ মেটানোর।
কবে মিলবে টাকা?
- ২৭ জুন ২০২৫-এর মধ্যে বকেয়া ডিএ-র অর্থ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃক।
- এদিনকে আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হবে বেতন মেটানোর কাজ।
- নিদিষ্ট তালিকা অনুযায়ী অনেকে জুনের শেষে বা জুলাইয়ের শুরুতেই পুরো টাকাটাই পেয়ে যেতে পারেন।
কত টাকা পাবেন সরকারি কর্মীরা?
সরকারি কর্মীদের মূল বেতনের উপর নির্ভর করেই ডিএ নির্ধারিত হয়ে থাকে। এই ২৫% ডিএ বকেয়ার পরিমাণ কর্মীর মূল বেতন অনুসারে পরিবর্তিত হয়। উদাহরণ স্বরুপ কেউ পেতে পারেন ₹১০,০০০, আবার কারও ক্ষেত্রে ₹৩০,০০০ কিংবা তারও বেশি হতে পারে। নিচে একটি উদাহরণ টেবিল দেওয়া হলো:
মূল বেতন (₹) | ২৫% ডিএ বকেয়া (₹) |
---|---|
₹30,000 | ₹7,500 |
₹40,000 | ₹10,000 |
₹60,000 | ₹15,000 |
কর্মীদের করণীয়
- এর জন্য WBIFMS পোর্টালে গিয়ে নিজ নিজ বেতন এবং ডিএ-র স্টেটাস চেক করুন।
- আপনি চাইলে HRMS লগইন ব্যবহার করে আপডেট যাচাই করতে পারবেন।
- সন্দেহ হলে দপ্তরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের (DDO) সাথে যোগাযোগ করতে পারেন।
রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ সংক্রান্ত দাবি অবশেষে পূরণ হতে চলেছে। ডিএ নিয়ে বহুদিন ধরে যে টানাপোড়েন চলছিল, অবশেষে সুপ্রিম কোর্টের রায়ের পর তা অবসান হতে চলেছে। রাজ্য সরকারও এনিয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছে, এমনকি জানা যায় এর জন্য সরকার ঋনও নিয়েছেন– এবং এই অর্থ ঢুকলে তা সরকারি কর্মীদের আর্থিক স্বস্তি দেবে নিঃসন্দেহে। এক মাসে দু’বার বেতনের মতো অর্থ পাওয়া নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি হতে চলেছে।