সপ্তাহে ৪ দিনের কাজ ও ৩ দিনের ছুটি! নতুন বিলের সম্ভাবনা- 3 Days Holiday in Week
সপ্তাহে ৪ দিনের কাজ ও ৩ দিনের ছুটি! নতুন বিলের সম্ভাবনা-3 Days Holiday in Week
3 Days Holiday in Week :সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর আসতে পারে খুব শীঘ্রই। বহুদিন ধরে আলোচনায় থাকা সপ্তাহে চার দিন কাজ আর তিন দিনের ছুটি নীতিটি এবার বাস্তবে রূপ নিতে চলেছে। কেন্দ্রীয় সরকার এমন এক প্রস্তাবিত বিল নিয়ে ভাবনা-চিন্তা করছে, যা কার্যকর হলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এর ফায়দা পেতে চলেছেন। আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত আপডেট দিতে যাচ্ছি
কেন আনা হচ্ছে এই নতুন বিল?
বর্তমানে কর্মজীবনের ভারসাম্য (Work-Life Balance) নিয়ে দেশজুড়ে প্রচুর আলোচনা হচ্ছিল। দীর্ঘ কর্মঘণ্টা ও টানা পাঁচ থেকে ছয় দিন কাজ করার ফলে অনেক কর্মচারীই তাদের পরিবারকে সময় দিতে পারছেন না। আর সেই কথা মাথায় রেখেই সরকার কর্তৃক সপ্তাহে চার দিনের কর্ম-সংস্কৃতি চালুর পরিকল্পনা করছে।
বর্তমানে সরকারি চাকরিতে কাজের দিন ও সময়
বর্তমানে বেশিরভাগ সরকারি দপ্তরে সপ্তাহে পাঁচ দিন কাজ হয়ে থাকে অনেক অফিসে আবার ছয় দিনও। এক্ষেত্রে দৈনিক গড় কাজের সময় ৮ ঘণ্টা। এর ফলে মোট কাজের সময় দাঁড়ায় প্রায় ৪০ ঘণ্টা সপ্তাহ অনুযায়ী। তবে নতুন নিয়ম কার্যকর হলে কাজের ধরণে বড় রকমের পরিবর্তন আসতে পারে।
নতুন নিয়মে কী হতে পারে?
- সপ্তাহে চার দিন অফিস করতে হবে।
- তিন দিন টানা ছুটি থাকবে।
- প্রতিদিন ১১-১২ ঘণ্টা কাজ করতে হতে পারে।
- সবাই একদিন একসাথে ছুটি নেবেন না। রোস্টার অনুযায়ী ছুটির দিন নির্ধারিত হবে।
নোট :এই নিয়মে কর্মঘণ্টা মোটামুটি সমান থাকলেও ছুটি বেড়ে যাওয়ায় সরকারি কর্মীদের মানসিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
এই নিয়মে কী কী সুবিধা মিলবে?
এই নতুন নিয়ম কার্যকর হলে সরকারি কর্মচারীরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশের অর্থনীতিও কিছুটা উপকৃত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
- কর্মচারীদের মানসিক চাপ অনেকটা কমবে।
- Work-Life Balance অনেক উন্নত হবে।
- পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে।
- যাতায়াতের সময় অনেকটা বাঁচবে।
- জ্বালানি ও পরিবেশ দূষণ কমতে পারে।
কোন কোন দেশে এই নিয়ম চালু রয়েছে?
উন্নত অনেক দেশেই ইতিমধ্যে এই নিয়ম চালু করা হয়েছে। যেমন:
- ইউনাইটেড কিংডম
- জাপান
- আইসল্যান্ড
- নিউজিল্যান্ড
নোট : উপরোক্ত দেশগুলোতে গবেষণায় দেখা গেছে যে, সপ্তাহে চার দিনের কাজের নিয়ম চালু করায় কর্মীদের উৎপাদনশীলতা অনেক বেড়েছে এবং মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। ঠিক সেই ধাঁচেই ভারতও এ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
কেন্দ্রীয় সরকারের অবস্থান কী?
যদিও সরকারের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি। তবে শ্রম মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে Code on Wages Bill 2020-এর অধীনে এমন নিয়ম চালুর কথা আলোচনা করা হয়েছে। এই কোডে বলা হয়েছে, কাজের দিনে দৈনিক ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো যেতে পারে, তবে এক্ষেত্রে মোট সপ্তাহিক কাজের সময় ৪৮ ঘণ্টা অতিক্রম করা যাবে না।
এই সময় ভিত্তিক নিয়মের মাধ্যমে সরকারি কর্মীরা চাইলে সপ্তাহে চার দিন কাজ করে বাকী তিন দিন ছুটি নিতে পারবেন। তবে বিষয়টি পুরোপুরি ঐচ্ছিক হতে পারে।
সরকারি কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন?
অনেক সরকারি কর্মচারী এই নিয়মকে ইতিবাচকভাবে দেখছেন। বিশেষ করে:
- দূরে যাতায়াত করা কর্মচারীরা যাতায়াতের ঝামেলা কমাতে পারবেন।
- এর ফলে পরিবারকে বেশি সময় দেওয়া যাবে।
- এর ফলে মানসিক চাপ কমবে ও কর্ম-উৎপাদনশীলতা বাড়বে।
নোট : তবে কয়েকজনের আশঙ্কা রয়েছে দৈনিক ১২ ঘণ্টা কাজ করা শারীরিকভাবে কঠিন হতে পারে। বিশেষ করে বয়স্ক কর্মচারীদের জন্য।
প্রাইভেট সেক্টরে এই নিয়ম চালু হবে?
তবে সরকারি চাকরির পাশাপাশি অনেক বেসরকারি সংস্থাও এই নিয়মের ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে। ইতিমধ্যে বিশ্বের অনেক বড় বড় কর্পোরেট সংস্থাও পরীক্ষামূলকভাবে সপ্তাহে চার দিনের কাজ চালু করেছে। ভারতে আইটি সেক্টরে কিছু সংস্থা এই পদ্ধতি চালু করতেও শুরু করছে।
চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসবে?
এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার গভীরভাবে চিন্তাভাবনা করছে । যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় তবে হয়তো আগামী বছরের মধ্যেই নতুন আইনটি কার্যকর হতে পারে বলে অনুমান করা হচ্ছে ।
সরকারি চাকরিজীবীদের সপ্তাহে ৪ দিনের কাজ আর ৩ দিনের ছুটির এই নতুন পরিকল্পনা নিঃসন্দেহে আমাদের দেশে সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। যদিও এই বিল এখনো আনুষ্ঠানিকভাবে পাশ হয়নি, তবুও বহু সাধারণ মানুষ ও কর্মজীবীদের মধ্যে আশার আলো ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতে যদি এই নিয়ম কার্যকর হয়, তবে কর্মচারীরা যেমন উপকৃত হবেন তেমনি দেশের উৎপাদনশীলতা, পরিবেশ এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসলে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন সর্বশেষ আপডেটের জন্য।

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.