WB 7th Pay Commission: শুধু ডিএ নয়,রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন নিয়ে জোরদার পরিকল্পনা

West Bengal Government Employees 7th Pay Commission: শুধু ডিএ নয়,রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন নিয়ে জোরদার পরিকল্পনা

Read More

 

WB 7th Pay Commission: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন নতুন মোড় নিতে চলেছে। মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে চলতে থাকা দাবির পাশাপাশি এবার তারা সরব হয়েছেন সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের নিয়েও।সরকারি কর্মীদের মতে, দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার পর এবার সময় এসেছে নতুন বেতন কাঠামো চালুর।আসুন এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক wb 7th Pay Commission

কেন সপ্তম বেতন কমিশনের দাবি উঠছে?

রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ জানিয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে শেষ হয়ে যাচ্ছে। তাই, তারা চান অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করে ২০২৬ সালের জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করতে হবে। সরকারি কর্মীরা আর দেরি চাইছেন না। তাদের আশঙ্কা, পূর্বের মতো এবারও যদি বিলম্ব হয় তবে তারা আবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

মূল দাবিগুলি কী কী?

  • সরকারকে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে।
  •  ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কমিশনের এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।
  •  ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সুপারিশ কার্যকর করতে হবে।
  •  রিপোর্ট প্রকাশে দেরি হলে, অন্তর্বর্তীকালীন সুরাহা (Interim Relief) দিতে হবে।
  •  কমিশনের প্রধান হিসেবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করতে হবে।

কর্মীদের উদ্বেগ ও অভিজ্ঞতা

এদিকে কর্মীদের অভিযোগ, ষষ্ঠ বেতন কমিশন চালু হতে অনেক বিলম্ব হয়েছিল। প্রায় চার বছরের এই দেরির কারণে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এমন পরিস্থিতি যাতে সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রেও না হয়, তার জন্য

৬২ লক্ষ গাড়িতে তেল ভরা নিষিদ্ধ, আপনার গাড়ি কি তালিকায়? - Petrol Diesel Car Banned

এখন থেকেই তারা রাজ্য সরকারের প্রতি দাবি জানাতে শুরু করবেন।

ডিএ বকেয়া নিয়ে আন্দোলনের প্রভাব

যদিও এর আগেও কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বকেয়া ডিএ না পাওয়ার অভিযোগ করেছেন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার ডিএ-র বকেয়া প্রসঙ্গে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কর্মীদের অসন্তোষ ক্রমশ বেড়েই চলেছে। এখন সপ্তম বেতন কমিশনের দাবি উঠতে রাজ্য সরকারের উপর চাপ আরও অনেকটা বেড়ে যাচ্ছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

রাজ্য সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

এদিকে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। এরকম সময়ে সরকারি কর্মীদের দাবি মানা রাজ্য সরকারের জন্য একদিকে হতে পারে রাজনৈতিক ইতিবাচক বিষয়, আবার অন্যদিকে হতে পারে অর্থনৈতিক চাপে পড়ারও কারণ। তবে যদি সরকার সময়মতো কমিশন গঠন করে, তাহলে কর্মীদের মধ্যে সরকারের প্রতি আস্থা ফিরে আসতে

OBC নিয়ে বড়সড় আপডেট! পশ্চিমবঙ্গের OBC পোর্টালে বড় পরিবর্তন - WB OBC Portal Change Update

পারে বলে অনুমান করা হচ্ছে।

কর্মীদের প্রত্যাশা

সরকারি কর্মীরা আশা করছেন, সপ্তম বেতন কমিশন গঠন করে সরকার তাদের আর্থিক ভাবে স্বস্তি দেবে এবং বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে। তারা চাইছেন, রাজ্যের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পুলিশ প্রশাসন— সব ক্ষেত্রেই যেন সরকারি কর্মীরা ন্যায্য প্রাপ্য সহজেই পেয়ে যায়।

সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের দাবি একেবারেই সময়োচিত বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। দ্রুত সিদ্ধান্ত না হলে আন্দোলন আরও বড় হতে পারে বলে সরকারি কর্মীদের পরিকল্পনা। রাজ্য সরকারের সময়মতো ইতিবাচক পদক্ষেপই পারে এই পরিস্থিতি সহজে সামাল দিতে এবং ভবিষ্যতের কঠিন পরিকল্পনা থেকে রেহাই দিতে। এখন দেখার, সরকার কর্মীদের দাবি মানে কি না।

📢 নোট: এই খবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন, আমাদের ওয়েবসাইট রেগুলার ভিজিট করুন।

 

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.
Back to top button
Join Telegram Join WhatsApp