মেয়েদের বিনামূল্যে ট্রেনিং কেন্দ্র সরকারের! আত্মনির্ভর করতে নব্যা যোজনার সুচনা -Central Navya Yojna for free training

কেন্দ্রের নতুন সরকারের যোজনার মাধ্যমে মেয়েদের বিনামূল্যে প্রশিক্ষণ এবং আত্মনির্ভর করার পরিকল্পনা সরকারের, এখানে কোন মূল্য ছাড়াই সরকারি প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের দারুন সুযোগ

Central Navya yojna for free training: এবার দেশের মেয়েদের জন্য কেন্দ্র সরকার কর্তৃক দারুণ এক প্রকল্পের সূচনা করা হলো এ প্রকল্পের মাধ্যমে মেয়েরা পেতে পারেন দারুন সুযোগ ইতিমধ্যে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে বিভিন্ন জেলায় কেন্দ্র সরকার কর্তৃক জানানো হয় এই প্রকল্প কেবলমাত্র কিশোরী মেয়েদের জন্য এবং এই প্রকল্পের মাধ্যমে কিশোরী মেয়েদের প্রথমত অত্যাধুনিক এবং প্রযুক্তিভিত্তিক বিভিন্ন দক্ষতা অর্জনের সহায়তা করা হবে কে আত্মনির্ভর করার উপযোগী করে তোলা হবে এক্ষেত্রে দেশের বিভিন্ন জেলার মহিলা অর্থাৎ কিশোরী মেয়েরা আবেদন জানাতে পারেন।

Central Navya yojna for free training

কেন্দ্র সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত কম বয়সী মেয়েরা এখনো পর্যন্ত নিজেকে আত্মনির্ভর করতে পারে নিয়ে অর্থাৎ বেকার অবস্থায় রয়েছে সে সমস্ত মেয়েদের আত্মনির্ভর করে তোলা বিশেষ করে এই যোজনার মাধ্যমে সেই সমস্ত মেয়েদের প্রথমত বিভিন্ন দক্ষতা মূলক প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে তাদের কর্মজীবনে সুযোগ করে দেওয়া হবে। দেশের যে কোন প্রান্ত থেকে মেয়েরা আবেদন জানাতে পারবেন তবে কিছু অবশ্যই যোগ্যতা পূরণ করতে হবে।

 

কেন্দ্র সরকারের এই স্কিম ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যের বেশ কয়েকটি জেলায় পাইলট প্রোজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। এখনো পর্যন্ত সারাদেশে পুরোপুরিভাবে এই যোজনা লাগু করা হয়নি বলে জানানো হয়েছে। আপনি কিংবা আপনার পরিবারে যদি কেউ এমন থেকে থাকে এবং আর্থসামাজিক উন্নয়নের পথ খুঁজে থাকেন তাহলে তার জন্য এই প্রতিবেদনটি উপযুক্ত হতে চলেছে।

 

এবার প্রশ্ন হল কারা এই যোজনায় আবেদন জানাতে পারবেন : 

যদিও এই যোজনায় আবেদন করতে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং পাশাপাশি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস

রাজ্যে সহজেই পাবেন EWS সার্টিফিকেট! রাজ্য সরকারের জারি করলো নতুন নির্দেশিকা - WB EWS Certificate Notice 2025

থাকতে হবে। এছাড়াও এই যোজনা সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হল প্রার্থীর বয়সসীমা। এখানে ন্যূনতম ১৬ বছর এবং সর্বোচ্চ ১৮ বছর বয়স পর্যন্ত মেয়েদের কেবল সুযোগ দেওয়া হবে।

 

এখানে কি শেখানো হবে :

সরকারের এই যোজনার মাধ্যমে কেবলমাত্র মেয়েদের হাই শিক্ষিত করা হবে না উপরন্ত এখানে বাস্তব জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে শিক্ষা দেওয়া হবে। এই যোজনায় যে সমস্ত বাস্তব দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল গ্রাফিক ডিজাইনিং, ড্রোন অ্যাসেম্বলি, মোবাইল রিপেয়ারিং, সোলার প্যানেল ইনস্টলেশন, সিসিটিভি সেটাপ, স্মার্টফোনের টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট ও অন্যান্য মেয়েদের বিভিন্ন কাজ।

 

কিভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে :

জানা গিয়েছে এই যোজনার জন্য মোট সাত ঘন্টার স্পেশাল ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে। আর এখানে শুধু টেকনিক্যাল ট্রেনিং নয় বরং কর্ম ক্ষেত্রে আচরণ ও আয়ের সঙ্গে ব্যবহারিক হিসাব যোগাযোগ দক্ষতা, বিভিন্ন

WB DA Arrear Update : ২৫% নয়! লাগবে ১০০% ডিএ, হারবে রাজ্য বিরাট পদক্ষেপ কর্মীদের

আইন বিভাগীয় মৌলিক জ্ঞান সমস্ত কিছুই শেখানো হবে। যাতে মেয়েরা পরবর্তীতে আত্মনির্ভর হতে পারে এবং এই প্রকল্পকে কাজে লাগাতে পারে। এই প্রকল্প যৌথভাবে পরিচালনা করছে নারী ও শিশু কল্যাণ মন্ত্র এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্র বিভাগ। এই উদ্যোগটি বিকশিত ভারত ২০৪৭ মিশনের অধীনে নেওয়া হয়েছে

 

এবার বড় প্রশ্ন হল কিভাবে আবেদন করতে পারবেন :

কেন্দ্র সরকার কর্তৃক স্পষ্টভাবে জানানো হয়েছে ইতিমধ্যে বেশ কয়েক রাজ্যের কয়েক জেলায় এখনো পর্যন্ত পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রযোজনা চালু করা হয়েছে। এর জন্য যদিও অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হয় কিন্তু এখনো পর্যন্ত সারাদেশে সবার জন্য এই প্রকল্প উপলব্ধ করা হয়নি। খুব শীঘ্রই এই প্রকল্পের অনলাইন ফটো চালু করা হবে এবং সেখানে অনলাইনে আবেদন করা যাবে।

এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন –

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.
Back to top button
Join Telegram Join WhatsApp