রাজ্যে আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন, শেষ তারিখ ০৬-০৬-২০২৫ – WB Govt UDC Recruitment

WB Govt UDC Recruitment : রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের এক দারুণ সুসংবাদ আসলো। আপনি যদি একজন কর্মপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এবার বিরাট সুযোগ নিয়ে আসা হয়েছে। এই সুযোগ পুরুষ ও মহিলা সকলের জন্য হবে। শুধু তাই নয়, এক্ষেত্রে ২৩ জেলা থেকেও সুযোগ নিতে পারবেন তবে আপনার জন্য উপযুক্ত যোগ্যতা থাকতে হবে। আপনি যদি এই সুযোগ নিতে চান তাহলে আবেদন করার পূর্বে এই খবরটি শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

wb govt udc recruitment

সম্পর্কিত পোস্ট

Business Idea : অল্প পুঁজিতে মাসিক আয় ৯০ হাজার পর্যন্ত! বাজারে আজীবন চাহিদা

এক্ষেত্রে প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হবে। যারা যার এই নিয়োগের অংশগ্রহণ নিতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। এক্ষেত্রে আপনারা আমাদের করার পূর্বে নিচে শেষ পর্যন্ত পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন। আসুন তাহলে এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে :

পদের নাম : এক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

যোগ্যতা সমূহ : যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে, যোগ্য প্রার্থীরা সর্বাধিক ৬৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আবেদন করতে যে যোগ্যতা থাকতে হবে তা জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন। কেননা এই ক্ষেত্রে বিশেষ যোগ্যতার প্রয়োজন।

 

কীভাবে আবেদন জানাতে পারবেন :

আপনি যদি যোগ্যতা সম্পর্কে অফিসিয়াল নোটিশ দেখে থাকেন এবং আপনার উপযুক্ত যোগ্যতা থাকে তাহলে নওচের দেওয়া পদ্ধতি অবলম্বন করে আবেদন করতে পারেন –

  •  প্রথমে আবেদন পত্র ডাউনলোড করতে হবে, তারজন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন।
  • এরপর ওই আবেদন পত্রটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে
  • এরপর আবেদন পত্রটি ঠিকঠাক ভাবে পূরণ করতে হবে
  • এরপর পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে
  • তারপর আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি ও তার উপর সেল্ফ এটাস্টেট করতে হবে
  • এরপর সবগুলো একটি খামের ভিতর ভরে নিদিষ্ট ঠিকানায় নিদিষ্ট সময়ের আগে জমা করতে হবে

 

আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :

  1. আবেদন পত্র
  2. পাসপোর্ট সাইজের ছবি
  3. আধার বা ভোটার কার্ড
  4. জাতিগত সংশায় পত্র
  5. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সমূহ
  6. পূর্ব কাজের অভিজ্ঞতার ডকুমেন্টস
  7. অন্যান্য জরুরি ডকুমেন্টস

প্রাথমিক ৩২ হাজার চাকরি বাতিলে বিরাট আপডেট! ‘সিঁদুরে মেঘ’ দেখছেন মমতা -WB Primary Tet 2014 Scam

আবেদন করার শেষ তারিখ :

অফলাইন আবেদন পত্র জমা করার শেষ তারিখ হল ০৬-০৫-২০২৫।।

 

আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।

আরও পড়ুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে সরকারি ও বেসরকারি স্কলারশিপ, ছাত্র ছাত্রীরা হাতছাড়া করবেন না
অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
আর-ও পড়ুন ক্লিক করুন

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button
error: Content is protected !!