রাজ্যের দিঘায় শুরু সিভিক ভলান্টিয়ার নিয়োগ! দেখে নিন আবেদনের নিয়ম –

অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে রাজ্যে যেন উৎসবের আমেজ। আর এই উৎসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেন — দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। উদ্বোধনের পর থেকেই এই নতুন মন্দির রাজ্যের পর্যটন মানচিত্রে এক অনন্য সংযোজন হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমছে মন্দির চত্বরে।

কিন্তু এই ভিড় সামাল দেওয়াটা প্রশাসনের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজ্য সরকার দ্রুত সিদ্ধান্ত নেয় বেশকিছু সিভিক ভলান্টিয়ার নিয়োগের। ইতিমধ্যেই সেই অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আবেদনের প্রক্রিয়াও শুরু হয়েছে। আপনি যদি এই পদের জন্য যোগ্য হন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না!

সম্পর্কিত পোস্ট

Business Idea : অল্প পুঁজিতে মাসিক আয় ৯০ হাজার পর্যন্ত! বাজারে আজীবন চাহিদা

রাজ্যের দিঘায় শুরু সিভিক ভলান্টিয়ার নিয়োগ

কেন প্রয়োজন হল সিভিক ভলান্টিয়ার?

দিঘা বরাবরই রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর তার উপর যুক্ত হয়েছে জগন্নাথ মন্দির, যা আরও বেশি মানুষকে আকর্ষণ করছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জনবলের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই দিঘা থানা ও মোহনা থানার আওতায় নিয়োগ করা হবে এই ১০০ জন সিভিক ভলান্টিয়ার

আবেদন করার নিয়ম ও সময়সীমা

  • আবেদনকারীরা দিঘা থানা বা দিঘা মোহনা থানায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
  • প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে।
  • আবেদনের শেষ তারিখ: ১৯ মে ২০২৫
  • শেষ তারিখের পর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না — বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

যোগ্যতা ও অন্যান্য শর্ত

এই পদে আবেদন করতে হলে কয়েকটি যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। দেখে নিন নিচের তালিকায়:

  1. অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
  2. নূন্যতম বয়স হতে হবে ২০ বছর
  3. NCC, NSS, সিভিল ডিফেন্স বা কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  4. আবেদনকারীর বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুই থানায় বেশ কিছু আবেদন জমা পড়েছে। প্রতিক্রিয়া খুব ভালো পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান।

কেন এই নিয়োগ আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ?

সাধারণত সিভিক ভলান্টিয়ার পদগুলি অস্থায়ী হলেও এর মাধ্যমে অনেকেই ভবিষ্যতে পুলিশ বা প্রশাসনিক চাকরির সাথে যুক্ত হওয়ার সুযোগ পান। সরকারি কর্মজীবনের প্রতি যাঁদের আগ্রহ আছে, তাঁদের জন্য এটি হতে পারে ক্যারিয়ার শুরু করার এক বাস্তবমুখী সুযোগ। বিশেষ করে যারা স্থানীয়, তাঁদের অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা বেশি।

পর্যটন কেন্দ্র দিঘা ও নতুন জগন্নাথ মন্দির: ভবিষ্যতের সম্ভাবনা

দিঘার এই নতুন মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয়, পর্যটনের দিক থেকেও রাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। রাজ্য সরকার পরিকল্পনা নিচ্ছে যাতে দিঘাকে জগন্নাথ ধামের মতো করে গড়ে তোলা যায়। এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন রাস্তা, হোটেল, পরিষেবা এবং চাকরির সুযোগ। সিভিক ভলান্টিয়ার নিয়োগ সেই বৃহৎ পরিকল্পনারই একটি অংশ।

গুরুত্বপূর্ণ তথ্য এক ঝলকে

  • পদ: সিভিক ভলান্টিয়ার
  • সংখ্যা: ১০০ জন
  • চাকরির ধরণ: অস্থায়ী (প্রয়োজনে নবীকরণযোগ্য)
  • যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ, ন্যূনতম বয়স ২০ বছর
  • অগ্রাধিকার: NCC/NSS/সিভিল ডিফেন্স বা কম্পিউটার দক্ষতা থাকলে
  • আবেদনের স্থান: দিঘা থানা ও দিঘা মোহনা থানা
  • আবেদনের শেষ তারিখ: ১৯ মে ২০২৫

DA Case in Supreme Court 2025 :ফের ডিএ মামলার নয়া মোড়, হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা!

এমন একটি ঐতিহাসিক মন্দির ও পর্যটন প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ খুব একটা ঘন ঘন আসে না। যাঁরা যোগ্য, তাঁদের উচিত এখনই আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেওয়া। মনে রাখবেন, দেরি করলে সুযোগ হাতছাড়া হতে পারে। আর এই অভিজ্ঞতা ভবিষ্যতের চাকরির দুনিয়ায়ও দিতে পারে বাড়তি সুবিধা।

তাই দেরি না করে আজই আবেদন করুন এবং নিজের এলাকায় নিরাপত্তা রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিন।

আরও পড়ুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে সরকারি ও বেসরকারি স্কলারশিপ, ছাত্র ছাত্রীরা হাতছাড়া করবেন না
Official WebsiteCheck Here

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button
error: Content is protected !!