মাত্র ৫০০০ টাকায় AI+ 5G স্মার্টফোন: ফিচার, দাম ও লঞ্চ আপডেট
মাত্র ৫০০০ টাকায় AI+ 5G স্মার্টফোন: ফিচার, দাম ও লঞ্চ আপডেট
AI+ 5G Smartphone : ভারতের টেক দুনিয়ায় এবার এক চমকপ্রদ বিপ্লব ঘটাতে চলেছে নতুন স্মার্টফোন ব্র্যান্ড AI+ এর মাধ্যমে। যেখানে আজকের দিনে বাজারে 5G স্মার্টফোনের দাম অন্তত ১০ হাজার থেকে শুরু হচ্ছে , সেখানে মাত্র ৫০০০ টাকায় 5G স্মার্টফোন এনে সবাইকে অবাক করে দিচ্ছে এই বতুন ব্র্যান্ড। এই অবিশ্বাস্য দামে 5G ফোন বাজারে আনতে চলার খবর সামনে আসতেই টেক প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। আসুন এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নিব
কীভাবে তৈরি হচ্ছে এই নতুন ব্র্যান্ড?
AI+ ব্র্যান্ডটি আসলে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। বেশ কয়েক বছর ধরে Realme ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকার পর এবার এই নতুন স্মার্টফোন ব্র্যান্ডের আত্মপ্রকাশ হচ্ছে NxtQuantum Shift Technologies-এর সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে। যার ফলে, ভারতের প্রযুক্তি দুনিয়ায় এক নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে AI+ ব্র্যান্ড। কিছুদিন আগেই ব্র্যান্ডটির অফিসিয়াল লোগো প্রকাশ্যে এসেছে এবং তারপরে ক্রমশ সামনে আসতে শুরু করেছে ফোনের স্পেসিফিকেশন ও লঞ্চ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
কেন এই ফোন নিয়ে এত আলোড়ন?
বর্তমানে বাজারে 5G স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া বেড়েই চলেছে। কিন্তু অন্যদিকে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় AI+ মাত্র ৫০০০ টাকা থেকে ৮০০০ টাকার মধ্যে তাদের Nova সিরিজের 5G স্মার্টফোন লঞ্চ করতে করছে। এই সামান্য দামে এতদিন পর্যন্ত কোনো কোম্পানি 5G স্মার্টফোন বাজারে আনতে পারেনি। ফলে, AI+ যদি এই প্রতিশ্রুতি রাখতে পারে, তবে এটি ভারতের সর্বনিম্ন দামের 5G স্মার্টফোন হিসেবে ইতিহাস গড়তে পারে।
কবে লঞ্চ হতে পারে এই AI+ স্মার্টফোন?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, আগামী ২৫ জুন ভারতের বাজারে AI+ Nova সিরিজের তিনটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এখনো কোনো ঘোষণা করা হয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রায় নিশ্চিত যে ২৫ জুন এই লঞ্চ অনুষ্ঠিত ভাবে হতে চলেছে।
ফোনের ডিজাইন ও ক্যামেরা সেটআপ
সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ছবিতে দেখা গেছে যে, AI+ Nova 2 5G স্মার্টফোনে থাকছে আকর্ষণীয় সার্কুলার ক্যামেরা মডিউল। এই ক্যামেরা সেটআপে থাকছে ডুয়েল ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশও বটে। বিশেষ ব্যপার হল, ক্যামেরার উপরে লেখা রয়েছে “Matrix AI Camera”। অর্থাৎ, এতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা প্রসেসিং থাকবে যা ছবি এবং ভিডিওর গুণমানকে আরও উন্নত করতে পারে বলে অনুমান ।
RAM, স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম
এই ফোনে থাকছে ৬ জিবি RAM এবং সঙ্গে থাকছে ১২৮ জিবি স্টোরেজও। যা এই দামের মধ্যে এক কথায় বিস্ময়কর ব্যপার। সাধারণত এই বাজেটে আমরা এত বেশি স্টোরেজ বা RAM কখনও দেখতে পাইনি। AI+ Nova 2 5G ফোনে থাকবে ডুয়েল সিম সাপোর্ট সুবিধাও। এছাড়াও এতে থাকছে নিজস্ব অপারেটিং সিস্টেম NxtQuantum OS ও। এই নতুন অপারেটিং সিস্টেম স্মার্টফোনের পারফরম্যান্সকে আরও মসৃণ এবং দ্রুত করবে বলে জানা গিয়েছে ।
মেড ইন ইন্ডিয়া উদ্যোগে তৈরি
এই ফোনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এটি মেড ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে। ভারতের স্মার্টফোন অ্যাসেম্বলি সংস্থা iSMARTu এই ফোন তৈরি করার কাজ হাতে নিয়েছে বলে জানা গিয়েছে। এরফলে, ভারতীয় প্রযুক্তি শিল্পে কর্মসংস্থানও যেমন বাড়বে, তেমনি ভারতের ম্যানুফ্যাকচারিং সক্ষমতাও আরও শক্তিশালী হতে চলেছে।
AI+ Nova 2 5G: সম্ভাব্য ফিচারস এক নজরে দেখেনিন
- মডেল: AI+ Nova 2 5G
- প্রসেসর: সম্ভাব্য মিডিয়াটেক Dimensity সিরিজের চিপসেট
- RAM: ৬ জিবি
- ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
- ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি HD+ ডিসপ্লে
- ক্যামেরা: ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ (Matrix AI Camera)
- ফ্রন্ট ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
- ব্যাটারি: ৪৫০০ এমএএইচ
- অপারেটিং সিস্টেম: NxtQuantum OS
- নেটওয়ার্ক: সম্পূর্ণ 5G সাপোর্টেড
কারা মূলত উপকৃত হবেন?
এই স্মার্টফোনটির মূল লক্ষ্য বাজার প্রধানত নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং সাধারণ গ্রাহকরা। যারা এতদিন 5G কানেক্টিভিটির স্বাদ নিতে পারেননি বিশেষকরে উচ্চ মূল্যের কারণে, তাদের জন্য AI+ Nova 2 5G এক আশার আলো হয়ে এগিয়ে আসছে। শিক্ষা, ব্যবসা, অফিসিয়াল কাজ কিংবা বিনোদন — সব ক্ষেত্রেই এই ফোন দারুন কাজ করবে বলে জানা যায়।
ভারতে বর্তমানে মাত্র ৫০০০ টাকায় 5G স্মার্টফোন — যেটা আগে কল্পনাতেও ছিল না, সেটাকেই বাস্তব করে তুলছে AI+ Nova 2 5G স্মার্ট ফোন । ভারতের প্রযুক্তি শিল্পে এটি এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকতে বলে মনে করা হচ্ছে। আর এর মাধ্যমে ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পকেও এক নতুন গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রা শুরু হবে। এখন শুধু অপেক্ষা এই ফোনের ২৫ জুনের লঞ্চের। দেখার বিষয়, AI+ তাদের প্রতিশ্রুতি কতটা রাখতে পারে।

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.