এয়ারপোর্টে বিপুল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন – Airport Staff Job Recruitment

Airport Staff Job Recruitment : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) পুনরায় নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বর্তমানে যার অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা ২০৬ টি। আবেদন সর্বোচ্চ বয়স সীমা রয়েছে ৩০ বছর। মাসিক বেতন খুব ভালো রয়েছে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। Airport Staff Job Recruitment 

airport staff job recruitment

পদের নাম:

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

  1. • সিনিয়র সহকারী (সরকারি ভাষা) পদ।
  2. • সিনিয়র সহকারী (পরিচালন) পদ।
  3. • সিনিয়র সহকারী (ইলেকট্রনিক্স) পদ।
  4. • সিনিয়র সহকারী (অ্যাকাউন্টস) পদ।
  5. • জুনিয়র সহকারী (অগ্নিনির্বাপণ পরিষেবা) পদ।

শূন্য পদের সংখ্যা:

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ২০৬ টি। এর মধ্যে সিনিয়র সহকারী (সরকারি ভাষা) পদে শূন্য পদের সংখ্যা ০২ টি। সিনিয়র সহকারী (পরিচালন) পদে শূন্য পদের সংখ্যা ০৪ টি। সিনিয়র সহকারী (ইলেকট্রনিক্স) পদে শূন্য পদের সংখ্যা ২১ টি। সিনিয়র সহকারী (হিসাব) পদে শূন্য পদের সংখ্যা ১১ টি। জুনিয়র সহকারী (অগ্নিনির্বাপণ পরিষেবা) পদে শূন্য পদের সংখ্যা ১৬৮ টি।

বয়স সীমা:

সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সরকার নিয়ম অনুযায়ী SC/ST চাকরি প্রার্থীরা ০৫ বছরের বয়সের ছাড় পাবেন। OBC চাকরি প্রার্থীরা ০৩ বছরের বয়সের ছাড় পাবেন এবং Pwbd চাকরি প্রার্থীদের অতিরিক্ত ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পদ অনুযায়ী নির্দিষ্ট বেতন রয়েছে। তবে সমস্ত পদের মাসিক বেতন ন্যূনতম ৩৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,১০,০০০ টাকা মধ্যে প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

EV Battery: ৫ মিনিটেই ফুল চার্জ, ৩০০০ কিমি রেঞ্জ! বাজারে আসছে হুয়াইয়ের ইভি ব্যাটারি

14pt;">সিনিয়র সহকারী (সরকারি ভাষা) পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের হিন্দি/ইংরেজিতে স্নাতকোত্তর অথবা হিন্দি ও ইংরেজিতে স্নাতক এবং অনুবাদ ডিপ্লোমা/সার্টিফিকেট থাকতে হবে।

  • সিনিয়র সহকারী (পরিচালন) পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের LMV লাইসেন্স সহ স্নাতক (ম্যানেজমেন্টে ডিপ্লোমা অগ্রাধিকারযোগ্য) ডিগ্রি সম্পূর্ণ করতে হবে।
  • সিনিয়র সহকারী (ইলেকট্রনিক্স) পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন/রেডিও ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ থাকতে হবে।
  • সিনিয়র সহকারী (অ্যাকাউন্টস) পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের কম্পিউটার সাক্ষরতা পরীক্ষা সহ স্নাতক (বিশেষ করে বি.কম) ডিগ্রি অর্জন করতে হবে।
  • জুনিয়র সহকারী (অগ্নিনির্বাপণ পরিষেবা) পদে আবেদন জন্য চাকরি প্রার্থীদের ১০+৩ ডিপ্লোমা (মেকানিক্যাল/অটো/ফায়ার) অথবা দ্বাদশ শ্রেণি পাস এবং বৈধ এলএমভি লাইসেন্স থাকতে হবে।

রাজ্যে TET বা SSC ছাড়াই ফের শিক্ষকতার সুযোগ! দেখুন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত – WB School Teacher Job Recruitment

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে পরবর্তীকালে লগইন করে আবেদন প্রক্রিয়ায়

Para-teacher Salary Hike 2025: পার্শ্বশিক্ষকদের বেতন ৩৫-৪০ হাজার হওয়ার সম্ভাবনা, নতুন নাম সঙ্গে সহকারী শিক্ষকের সুবিধা

অংশগ্রহণ করতে পারবেন। আবেদন শেষে আবেদন ফি জমা করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

আবেদন মূল্য:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা প্রদান করতে হবে। SC/ST/PwBD/Ex-Servicemen/মহিলা চাকরি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে কোন আবেদন মূল্যের প্রয়োজন নেই।

স্বাস্থ্য দপ্তরে লাইব্রেরিয়ান ও অন্যান্য পদে কর্মী নিয়োগ, এখনই আবেদন করে ফেলুন – WB Govt Health Job Recruitment

নিয়োগ প্রক্রিয়া:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে সর্বপ্রথম কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এই পরিক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ফিজিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

আবেদনের তারিখ:

২৫ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৪ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান তারা প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে পড়ে নিতে হবে। তার পর নোটিফিকেশন নির্দেশ অনুযায়ী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে ‌

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp