চাকরি পেলেই মিলবে ₹১৫,০০০ টাকা! কেন্দ্রের নতুন প্রকল্পে যুব সমাজের জন্য বড় ঘোষণা

চাকরি পেলেই মিলবে ₹১৫,০০০ টাকা! কেন্দ্রের নতুন প্রকল্পে যুব সমাজের জন্য বড় ঘোষণা

এবার ভারতের কোটি কোটি যুবক-যুবতীর জন্য এক বিরাট সুখবর নিয়ে এল কেন্দ্র সরকার। মোদি সরকারের তরফ থেকে এবার এমন এক নতুন প্রকল্প চালু করা হলো, যার মাধ্যমে যে কোনও যুবক বা যুবতী প্রথমবার চাকরিতে যোগ দিলেই সরাসরি পাবেন ₹১৫,০০০ টাকা ভাতা। এই প্রকল্পটির নাম – Employment Linked Incentive Scheme (ELI Scheme)। এই ভাতার উদ্দেশ্য মূলত যুবসমাজকে চাকরির দিকে আগ্রহী করা এবং আর্থিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলা। আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

চাকরি পেলেই মিলবে ₹১৫,০০০ টাকা! কেন্দ্রের নতুন প্রকল্পে যুব সমাজের জন্য বড় ঘোষণা

সম্পর্কিত পোস্ট

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে সরকারি ও বেসরকারি স্কলারশিপ, ছাত্র ছাত্রীরা হাতছাড়া করবেন না

ELI Scheme 2025: কী এই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম?

Employment Linked Incentive Scheme (ELI) হল এক কেন্দ্র সরকারি নয়া উদ্যোগ, যা চাকরি প্রাপ্ত প্রথমবারের EPFO যুক্ত যুবকদের আর্থিক ভাতা প্রদান করে উৎসাহ দিতে তৈরি হয়েছে। সরকার জানিয়েছে, এই প্রকল্পের আওতায় প্রায় ১.৯২ কোটি তরুণ-তরুণী উপকৃত হতে চলেছেন। এটি মূলত অভিজ্ঞতাহীন চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য কী?

  • যুব সমাজকে আত্মনির্ভর করে গড়ে তোলা
  • প্রথম চাকরিতে যোগদানকারী ব্যক্তিদের উৎসাহ প্রদান করা
  • Skill development, digital literacy এবং সঞ্চয় ব্যবস্থা গড়ে তোলা
  • সংস্থাগুলিকে নতুন কর্মী নিয়োগে উৎসাহিত করা

কত টাকা ভাতা মিলবে?

মোট ₹১৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে, তবে এই টাকা দু’টি কিস্তিতে একাউন্টে সরবরাহ করা হবে।

কিস্তিসময়পরিমাণশর্ত
প্রথম কিস্তিচাকরি শুরুর ৬ মাস পর₹৭,৫০০কর্মরত থাকতে হবে
দ্বিতীয় কিস্তি১২ মাস পর, এবং ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শেষ করার পর₹৭,৫০০কোম্পানিতে টানা ১ বছর কাজ করতে হবে

এই টাকা EPFO-এর PF অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে বলে জানা যায়। অর্থাৎ, এটি ভবিষ্যতের সঞ্চয়ের কাজে লাগবে।

কোন কোম্পানিগুলো এই স্কিমে অংশ নিতে পারবে?

সরকারের তরফে এই প্রকল্পে অংশগ্রহণকারী সংস্থার জন্যও কিছু শর্ত নির্ধারিত হয়েছে। নিচে দেখুন

 যোগ্যতা:

  1. অবশ্যই কোম্পানিকে EPFO-তে রেজিস্টার্ড হতে হবে
  2. ৫০ জনের কম কর্মী থাকলে অন্তত ২ জন নতুন কর্মী নিয়োগ করতে হবে
  3. ৫০ জনের বেশি কর্মী থাকলে অন্তত ৫ জন নিয়োগ করতে হবে
  4. নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের নূন্যতম ৬ মাস কর্মরত রাখতে হবে

নোট : এই শর্ত মানলে সরকার প্রতিটি নতুন কর্মীর জন্য ₹৩,০০০ পর্যন্ত অনুদান দেবে সংশ্লিষ্ট কোম্পানিকে।

 কারা এই স্কিমের সুবিধা পাবেন?

যোগ্যতা:

  • যিনি জীবনে প্রথমবার চাকরিতে যোগ দিয়েছেন তার জন্য
  • যিনি প্রথমবার EPFO-তে যুক্ত হয়েছেন
  • যাঁর মাসিক বেতন ₹১ লক্ষ টাকার নিচে
  • যিনি নূন্যতম ৬ মাস এক কোম্পানিতে কাজ করবেন

কী কী ডকুমেন্ট লাগবে?

কেন্দ্র সরকারের তরফে জানিয়েছে, এই প্রকল্পে বিশেষ করে কোনও জটিল আবেদন প্রক্রিয়া নেই। প্রয়োজনীয় নথিপত্র খুবই কম:

  • কোম্পানির Joining Letter
  • EPFO-এর UAN নম্বর
  • আধার কার্ড
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট (আধারের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে)

নোট: আলাদা করে কোনও ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। টাকা DBT-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।

চাকরি প্রার্থীদের জন্য সুবিধা

  1. চাকরি পেয়ে প্রথম বছরেই ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগ
  2. আর্থিক স্বাধীনতা গড়ার পথ
  3. কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ সহায়তা
  4. ফিনান্সিয়াল লিটারেসি প্রশিক্ষণ

কোম্পানির জন্য সুবিধা

  • নিয়োগ করলে প্রত্যেক কর্মীর জন্য ₹৩,০০০ অনুদান
  • নতুন কর্মী নেওয়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতা
  • কম খরচে ট্রেনিং ও রিটার্ন গ্যারান্টি

কেন্দ্রের বার্তা

কেন্দ্রীয় মন্ত্রীসভা এই স্কিমকে পাশ করার সময় জানিয়েছে –

ভারতের যুবসমাজই ভবিষ্যতের চালিকাশক্তি। আমরা চাই, প্রত্যেক তরুণ-তরুণী নিজের পায়ে দাঁড়াক। ELI স্কিম সেই উদ্দেশ্য পূরণেরই একটি পদক্ষেপ।

কিভাবে জানবেন আপনি এই স্কিমের জন্য যোগ্য?

যদি আপনি –

  • জীবনে প্রথমবার চাকরি পান
  • EPFO তে প্রথমবার যুক্ত হন
  • মাসে ₹১ লক্ষের নিচে বেতন পান
  • এবং আপনার কোম্পানি EPFO রেজিস্টার্ড হয়
    তাহলে আপনি ELI স্কিমের জন্য উপযুক্ত।

সতর্কতামূলক টিপস

  1. চাকরি পাওয়ার পর UAN নম্বর সংরক্ষণ করুন
  2. ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত আছে কিনা দেখে নিন
  3. ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে অংশগ্রহণে গুরুত্ব দিন
  4. ৬ মাসের কম কাজ করে চাকরি ছাড়লে টাকা পাবেন না

ভারতের নতুন সমাজের জন্য ELI Scheme নিঃসন্দেহে এক নতুন আশার আলো হতে চলেছে। শিক্ষা শেষ করে প্রথমবার যারা চাকরিতে প্রবেশ করছেন, তাদের জন্য এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার প্রথম ধাপ।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ সদ্য চাকরি পেয়েছেন, তাহলে এই স্কিমের সুযোগ নেওয়া অবশ্যই উচিত হবে। কোনও বাড়তি ঝামেলা নেই, আবেদন করার দরকারও নেই — শুধু UAN নম্বর আর আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই যথেষ্ট।

আরও পড়ুন

WB TET Wrong Questions Update : কোর্টে চূড়ান্ত শুনানি, নির্ধারিত হবে হাজারো পরীক্ষার্থীর ভবিষ্যৎ

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button
error: Content is protected !!