মাধ্যমিক পাশে পাবেন মাসিক ৫০০০ টাকা! সঙ্গে ফ্রী প্রশিক্ষণ, আবেদন করুন – Central Govt Internship Recruitment
Central Govt Internship Recruitment : এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুণ সুসংবাদ। এবার কেন্দ্র সরকারের দ্বারা ফ্রী চাকরির ট্রেনিং সহ মাসিক ভাতাও দিচ্ছে কেন্দ্র সরকার। বেকার যুবক যুবতীদের জন্য বিনামূলে প্রশিক্ষণ সহ মাসিক ভালো টাকা পাওয়ার দারুন সুযোগ রয়েছে। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। কেননা এই সুযোগ নিয়ে আসা হয়েছে কেবল আপনাদেরই জন্য। আসুন তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

কী নিজের নাম রেজিষ্ট্রেশন করতে পারবেন :
- এক্ষেত্রে নিজের নাম নথিভুক্ত করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। pminternship.mca.gov.in
- এরপর পিএম ইনটার্নশিপ অপশনে ক্লিক করে নিজের নাম নথিভুক্তিকরন শুরু করতে হবে
- এরপর জরুরি তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে
- এরপর নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস সমূহের স্ক্যান কপি আপলোড করতে হবে
- এরপর প্রার্থী দেওয়া তথ্য থেকে একটি রিজুউম প্রস্তুত হবে
- এরপর বিভিন্ন কোম্পানি, সেক্টর ও লোকেশন বা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা সমূহ :
এক্ষেত্রে আবেদন করতে যে সমস্ত যোগ্যতা থাকতে হবে তা নিন্মরুপ আলোচনা করা হল –
- এক্ষেত্রে যদিও বিভিন্ন যোগ্যতা বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে তবে নূন্যতম দশম বা মাধ্যমিক পাশ করলে আবেদন করার সুযোগ দেওয়া হবে
- এক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা বা ডিগ্রি সহ অন্যান্য যোগ্যতা সুযোগ দেওয়া হবে
- প্রার্থীরা যদি আইটিআই বিভিন্ন ট্রেডে থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে
- বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর বা তার বেশি
এছাড়াও যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
বিষয় | বিস্তারিত তথ্য |
---|---|
স্কিমের নাম | পিএম ইনটার্নশিপ প্রোগ্রাম (PM Internship Program) |
প্রশিক্ষণের ধরণ | বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ ও মাসিক ভাতা |
অফিসিয়াল ওয়েবসাইট | pminternship.mca.gov.in |
আবেদনের প্রক্রিয়া | অনলাইন আবেদন |
রেজিস্ট্রেশন পদ্ধতি | অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন |
এই স্কিমে সুবিধা কী থাকবে :
এক্ষেত্রে সুযোগ পেলে বহু সুবিধা রয়েছে
- প্রথমত প্রার্থীরা প্রতিমাসে পাবেন ৫০০০ টাকা। শুধু তা-ই নয় এক্ষেত্রে এককালীন ৬ হাজার টাকা পাওয়া যাবে।
- এক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ করা হবে ১২ মাসের জন্য এবং তাদের যোগ্যতা অনুযায়ী ট্রেনিং দেওয়া হবে এবং সংক্ষিপ্ত বিভাগে কাজের উপযোগী করে তোলা হবে। এরপর তাদের হাতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সার্টিৈিকেট তুলে দেওয়া হবে যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা হিসেবে তা দেখাতে পারবেন।
এটি একটি চাকরির প্রশিক্ষণ বা ইনটার্নশিপ মাত্র কোনো সরকারি চাকরি না। এক্ষেত্রে চাকরির ট্রেনিং দেওয়া হবে এবং পরবর্তীতে ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন মাসিক ভাতাও দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।