মাধ্যমিক পাশে পাবেন মাসিক ৫০০০ টাকা! সঙ্গে ফ্রী প্রশিক্ষণ, আবেদন করুন – Central Govt Internship Recruitment

Central Govt Internship Recruitment : এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুণ সুসংবাদ। এবার কেন্দ্র সরকারের দ্বারা ফ্রী চাকরির ট্রেনিং সহ মাসিক ভাতাও দিচ্ছে কেন্দ্র সরকার। বেকার যুবক যুবতীদের জন্য বিনামূলে প্রশিক্ষণ সহ মাসিক ভালো টাকা পাওয়ার দারুন সুযোগ রয়েছে। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। কেননা এই সুযোগ নিয়ে আসা হয়েছে কেবল আপনাদেরই জন্য। আসুন তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

central govt internship recruitment

কী নিজের নাম রেজিষ্ট্রেশন করতে পারবেন : 

  • এক্ষেত্রে নিজের নাম নথিভুক্ত করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। pminternship.mca.gov.in
  • এরপর পিএম ইনটার্নশিপ অপশনে ক্লিক করে নিজের নাম নথিভুক্তিকরন শুরু করতে হবে
  • এরপর জরুরি তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে
  • এরপর নির্দেশ মতো জরুরি ডকুমেন্টস সমূহের স্ক্যান কপি আপলোড করতে হবে
  • এরপর প্রার্থী দেওয়া তথ্য থেকে একটি রিজুউম প্রস্তুত হবে
  • এরপর বিভিন্ন কোম্পানি, সেক্টর ও লোকেশন বা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজের সুযোগ দেওয়া হবে।

 

আবেদনের যোগ্যতা সমূহ : 

এক্ষেত্রে আবেদন করতে যে সমস্ত যোগ্যতা থাকতে হবে তা নিন্মরুপ আলোচনা করা হল –

এছাড়াও যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

রাজ্যে গ্রুপ সি পদে কর্মী নিচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Govt University Job Recruitment

বিষয়বিস্তারিত তথ্য
স্কিমের নামপিএম ইনটার্নশিপ প্রোগ্রাম (PM Internship Program)
প্রশিক্ষণের ধরণবিনামূল্যে চাকরির প্রশিক্ষণ ও মাসিক ভাতা
অফিসিয়াল ওয়েবসাইটpminternship.mca.gov.in
আবেদনের প্রক্রিয়াঅনলাইন আবেদন
রেজিস্ট্রেশন পদ্ধতিঅফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

এই স্কিমে সুবিধা কী থাকবে : 

এক্ষেত্রে সুযোগ পেলে বহু সুবিধা রয়েছে

  1. প্রথমত প্রার্থীরা প্রতিমাসে পাবেন ৫০০০ টাকা। শুধু তা-ই নয় এক্ষেত্রে এককালীন ৬ হাজার টাকা পাওয়া যাবে।
  2. এক্ষেত্রে প্রার্থীদের

    রাজ্যে সহজেই পাবেন EWS সার্টিফিকেট! রাজ্য সরকারের জারি করলো নতুন নির্দেশিকা - WB EWS Certificate Notice 2025

    নিয়োগ করা হবে ১২ মাসের জন্য এবং তাদের যোগ্যতা অনুযায়ী ট্রেনিং দেওয়া হবে এবং সংক্ষিপ্ত বিভাগে কাজের উপযোগী করে তোলা হবে। এরপর তাদের হাতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সার্টিৈিকেট তুলে দেওয়া হবে যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা হিসেবে তা দেখাতে পারবেন।

 

এটি একটি চাকরির প্রশিক্ষণ বা ইনটার্নশিপ মাত্র কোনো সরকারি চাকরি না। এক্ষেত্রে চাকরির ট্রেনিং দেওয়া হবে এবং পরবর্তীতে ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন মাসিক ভাতাও দেওয়া হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

উচ্চ মাধ্যমিক(HS) পরীক্ষার রেজাল্ট ২০২৫ : কবে ও কীভাবে চেক করবেন? দেখুন বিস্তারিত – WB Higher Secondary Exam Result 2025

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp