কেন্দ্রে প্রাইমারি শিক্ষক সহ স্টাফ পদে 55,473 জন নিয়োগ! এখনই আবেদন করে ফেলুন – Central Govt Teachers Recruitment
Central Govt Teachers Recruitment : চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যের বিএড এবং ডিএলএড চাকরি প্রার্থীদের জন্য নতুন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি স্কুল গুলির জন্য 55,473টি পদে শিক্ষক এবং অশিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার সহ অন্যান্য তথ্য যথা – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি নিম্নে আলোচনা করা হলো। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

পদের নাম সমূহ :
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) তরফ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।
- • PGT শিক্ষক পদ।
- • TGT শিক্ষক পদ।
- • PRT শিক্ষক পদ।
- • গ্রন্থাগারিক পদ।
- • নন-টিচিং স্টাফ পদ।
শূন্য পদের সংখ্যা:
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) তরফে সহশিক্ষকসহ একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা 55,473টি। পদ অনুযায়ী এই শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আপনারা অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।
শিক্ষাগত যোগ্যতা সমূহ :
- কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদ গুলিতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
- PGT (স্নাতকোত্তর শিক্ষক) পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ B.Ed সম্পন্ন করতে হবে।
- TGT (প্রশিক্ষিত স্নাতক শিক্ষক) পদে আবেদনকারীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি সহ B.Ed সম্পন্ন করতে হবে।
- PRT (প্রাথমিক শিক্ষক) পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের D.El.Ed/B.El.Ed সহ স্নাতক এবং CTET যোগ্যতা অর্জন করতে হবে।
- গ্রন্থাগারিক পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- নন-টিচিং স্টাফ পদের প্রয়োজনীয়তা অনুযায়ী পরিবর্তিত হয়। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।
অবশেষে রেলে ৯৯৭০ পদে লোকো পাইলট নিয়োগ, এখনই বিস্তারিত পড়ুন – Railway ALP Job Recruitment
আবেদন পদ্ধতি:
কেন্দ্রীয় বিদ্যালয় তরফে শিক্ষকসহ একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন কারীকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে।
- আবেদনকারীকে সর্বপ্রথম প্রতিবেদনের নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে হবে।
- অফিশিয়াল নোটিফিকেশনে উল্লেখিত পদ্ধতিতে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
- আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in প্রবেশ করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
- আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে।
- আবেদনপত্র পূরণ হয়ে গেলে সবশেষে আবেদন ফি পূরণ করলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
নিয়োগ প্রক্রিয়া:
কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক সহ একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছায়ের জন্য সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তির্ন হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সবশেষে চূড়ান্ত তালিকা অনুযায়ী যারা এগিয়ে থাকবেন তাদের নিয়োগ পত্র প্রদান করা হবে। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে আপনারা প্রতিবেদনের নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.