নবান্নের বড় ঘোষণা: সরকারি কর্মীদের জন্য বিরাট সুসংবাদ , জেনেনিন বিস্তারিত – Good News For WB Government Employees

Good News For WB Government Employees: রাজ্যের সরকারি কর্মীদের জন্য নবান্নের তরফে এল বড় খবর। মে মাসের তীব্র গরমে রাজ্যজুড়ে যখন মানুষ হাঁসফাঁস করছেন, তখন নবান্ন সিদ্ধান্ত নিল কয়েক হাজার সরকারি কর্মীর কাজের সময় কমানোর।এবার তাদের জন্য এমন এক সিদ্ধান্ত নিলের যার ফলে সরকারি মহলে রাজ্য সরকারের জন্য এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়ে। আসুন এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। Good News For WB Government Employees

অসহ্য গরমে জ্বলছে রাজ্য

আমরা দেখছি যে মে মাস পড়তেই রাজ্যের তাপমাত্রা একাধিক জেলায় ৪০ ডিগ্রির ওপরে পৌঁছে গেছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় রোদের প্রখরতা এতটাই বেড়েছে যে দুপুরে রাস্তায় বের হওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে রাজ্যের নবান্নের এই সিদ্ধান্ত অনেক সরকারি কর্মীর কাছে নিঃসন্দেহে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

ডিউটির সময় কমিয়ে ৬ ঘণ্টা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে সরকারি কর্মীদের একাংশ। এই সুবিধা তারাই পাবেন যেসব সরকারি কর্মীরা ফিল্ড ওয়ার্ক করেন, অর্থাৎ যাঁদের কাজ অফিসের বাইরে — তাঁদের জন্যই মূলত এই সিদ্ধান্ত। সকাল থেকে বিকেল পর্যন্ত রাস্তায় যাঁদের ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাঁদের শরীরের উপর প্রচণ্ড গরমের চাপ পড়ছে।

এই কারণেই প্রতিদিন ২ ঘণ্টা করে ডিউটি কমানো হয়েছে। ফলে তাঁরা এখন থেকে দিনে ৬ ঘণ্টা করে কাজ করবেন।

সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন ট্রাফিক পুলিশ

জানা যাচ্ছে,  এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন ট্রাফিক পুলিশ-রা। দিনরাত শহরের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে যাঁরা যান নিয়ন্ত্রণ করেন, তাঁদের জন্য গ্রীষ্মকালে ডিউটি অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এবছর তাপপ্রবাহের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় তাঁদের জন্য এই স্বস্তিদায়ক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

অন্যান্য ফিল্ড বিভাগও পাবেন উপকার

শুধু ট্রাফিক পুলিশ নয়, এই সিদ্ধান্তের আওতায় আসতে পারেন পুরসভা কর্মী, সাফাই কর্মী, ইলেকট্রিসিটি বিভাগের ফিল্ড স্টাফ, স্বাস্থ্য দপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরাও। যদিও সরকার এখনও নির্দিষ্ট করে বিভাগভিত্তিক তালিকা প্রকাশ করেনি, তবে সূত্রের খবর অনুযায়ী, পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে আরও বিভাগে এই সুবিধা চালু হতে পারে।

স্বাস্থ্য ও সুরক্ষার দিকে নজর সরকারের

রাজ্য সরকারের মতে, গরমে দীর্ঘক্ষণ রাস্তায় কাজ করলে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, সানবার্ন সহ নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জনগণের প্রতিক্রিয়া

সরকারি কর্মীদের একাংশ ইতিমধ্যেই এই সিদ্ধান্তে খুশি। অনেকে জানিয়েছেন, এই গরমে কাজ করাটা সত্যিই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। নবান্নের এই পদক্ষেপ তাঁদের প্রতি সরকারের সদিচ্ছা প্রকাশ করে। এটা অবশ্যই একটা দারুণ সিদ্ধান্ত।

তবে এটা বলাই বাহুল্য যে, ফিল্ড কর্মীদের জন্য নবান্নের এই ৬ ঘণ্টার ডিউটির সিদ্ধান্ত নিঃসন্দেহে সময়োপযোগী। তবে অন্যান্য বিভাগে এই সুবিধা বাড়বে কি না, কিংবা কতদিন এই নিয়ম বহাল থাকবে, তা আগামী দিনেই পরিষ্কার হবে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী আপডেট পেতে।


Disclaimer: এই প্রতিবেদনটি bongosathi.com এর জন্য রচিত। এতে ব্যবহৃত তথ্য সরকারি সূত্র ও সংবাদমাধ্যমের উপর ভিত্তি করে প্রস্তুত। এই সংক্রান্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট বা সরকারি নির্দেশিকা যাচাই করুন।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button