৭ দিন ফ্রি পরিষেবা দিচ্ছে জিও, পেয়ে যাবেন ১০০ এবং ২০০ জিবি অতিরিক্ত ডেটা – Jio 7 days free offer

৭ দিন ফ্রি পরিষেবা দিচ্ছে জিও, পেয়ে যাবেন ১০০ এবং ২০০ জিবি অতিরিক্ত ডেটা

Jio 7 days free offer: বর্তমানে যারা বাড়ির জন্য উচ্চগতির ইন্টারনেট পরিষেবা খুঁজছেন, তাদের জন্য Reliance Jio নিয়ে এসেছে দারুণ এক অফার । এই নতুন প্ল্যানগুলোতে শুধু ইন্টারনেটই নয়, থাকছে অতিরিক্ত ডেটা এবং একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনও। এছাড়াও প্রতিটি প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন ৭ দিনের অতিরিক্ত পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এই সুবিধাগুলির কারণে জিওর এই ব্রডব্যান্ড প্যাকেজ এখন গ্রাহকদের কাছে অন্যতম আকর্ষণীয় হয়ে উঠেছে।

Jio 7 days free offer

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

জিওর হোম ব্রডব্যান্ড প্ল্যানের সম্পূর্ণ বিস্তারিত

Jio সম্প্রতি তাদের হোম ব্রডব্যান্ড পরিষেবার জন্য তিনটি অভিনব প্ল্যান চালু করেছে। প্রতিটি প্ল্যানের সঙ্গে থাকছে নির্দিষ্ট সময়ের ভ্যালিডিটি, নির্ধারিত ডেটা এবং একাধিক OTT অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পরিষেবাও। এই অফার গুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে বাড়িতে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এবং যারা OTT প্ল্যাটফর্মের জন্য আলাদা সাবস্ক্রিপশন নিতে চায় না, তাদের জন্য এটি হতে পারে সেরা বিকল্প।

জিও ২২২২ টাকার প্ল্যান

এই প্ল্যানটি মূলত যারা মধ্যম মানের ইন্টারনেট স্পিড চান তাদের জন্য। এখানে গ্রাহকরা পাবেন ৩০ এমবিপিএস ইন্টারনেট স্পিড। এর ভ্যালিডিটি থাকবে তিন মাস, তবে বিশেষ সুবিধা হিসেবে জিও আরও সাত দিনের অতিরিক্ত পরিষেবা দিচ্ছে বিনামূল্যে দিচ্ছে। মোট ডেটা মিলবে ১০০০ জিবি, এর পাশাপাশি অতিরিক্ত ১০০ জিবি ডেটা বিনামূল্যে পাবেন। এই প্ল্যানে Netflix পাওয়া যাচ্ছে না, তবে JioCinema, SonyLIV, ZEE5 সহ আরও বেশ কয়েকটি OTT অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এছাড়াও ৮০০টির বেশি টিভি চ্যানেলের ফ্রি অ্যাক্সেসও পাওয়া যাবে।

জিও ৩৩৩৩ টাকার প্ল্যান

এই প্ল্যানটি মূলত হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য। এখানে ইন্টারনেট স্পিড হচ্ছে ১০০ এমবিপিএস এর মতো। তিন মাসের মূল ভ্যালিডিটির সঙ্গে অতিরিক্ত সাত দিন ফ্রি পরিষেবা এখানেও থাকছে। এখানেও ডেটা প্যাকেজ হচ্ছে ১০০০ জিবি, সঙ্গে অতিরিক্ত ১৫০ জিবি ফ্রি পাবেন। OTT সাবস্ক্রিপশনের দিক থেকে এখানে ১১টি অ্যাপের একসঙ্গে ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে। এই প্ল্যানে ফ্রি ভয়েস কলিং সুবিধা এবং ৮০০টির বেশি টিভি চ্যানেলও অন্তর্ভুক্তও থাকবে। যারা বাড়িতে গেম খেলা, ভিডিও স্ট্রিমিং এবং একাধিক ডিভাইসে একসঙ্গে ইন্টারনেট চালানো উপভোগ করতে চান, তাদের জন্য এই প্ল্যান হতে পারে সেরা পছন্দ।

জিও ৮৮৮৮ টাকার প্রিমিয়াম প্ল্যান

জিও-র সবচেয়ে প্রিমিয়াম ব্রডব্যান্ড প্ল্যান হল এই ৮৮৮৮ টাকার প্যাকেজ। এখানে উচ্চ গতি ১০০ এমবিপিএস স্পিড নিশ্চিত করা হয়েছে বা তার বেশিও হতে পারে। মূলত তিন মাসের ভ্যালিডিটির সঙ্গে অতিরিক্ত সাত দিন ফ্রি পরিষেবা দেওয়া হচ্ছে এক্ষেত্রেও। এখানেও ডেটা প্যাকেজ ১০০০ জিবি এবং অতিরিক্ত ২০০ জিবি বিনামূল্যে ডাটা থাকছে। এই প্ল্যানে বড় সুবিধা হল Netflix এবং Amazon Prime Lite ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে। এছাড়াও এখানে মোট ১৫টি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেসও দেওয়া হবে। এর পাশাপাশি ফ্রি ভয়েস কলিং এবং ৮০০টির বেশি টিভি চ্যানেলের সুবিধাও এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত।

কেন এই জিও ব্রডব্যান্ড প্ল্যানগুলি বেছে নেবেন

জিওর এই ব্রডব্যান্ড অফার গুলি শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা নয়, বরং সম্পূর্ণ বিনোদনের অভিজ্ঞতা পাচ্ছেন এখানে। প্রতিটি প্ল্যানে রয়েছে উচ্চ স্পিড সম্পন্ন ইন্টারনেট, উল্লেখযোগ্য পরিমাণ ডেটা পরিষেবা এবং একাধিক জনপ্রিয় ও উচ্চ স্তরের OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন। যারা Netflix এবং Amazon Prime ফ্রি চান, তাদের জন্য প্রিমিয়াম প্ল্যান নিঃসন্দেহে সেরা হতে পারে।

সাত দিনের ফ্রি পরিষেবা

জিওর এই সমস্ত নতুন প্ল্যান গুলিতে সবচেয়ে বড় আকর্ষণ হল অতিরিক্ত সাত দিনের ফ্রি পরিষেবা। অর্থাৎ, আপনি যদি একবারে তিন মাসের প্যাকেজ কিনেন, তাহলে আপনি মোট ৯৭ দিন ব্রডব্যান্ড পরিষেবা বিনামূল্যে পাবেন। এই অফারটি বর্তমানে দেশের ব্রডব্যান্ড পরিষেবার বাজারে অন্যতম সেরা হতে চলেছে।

অতিরিক্ত ডেটা অফার

জিও প্রতিটি প্ল্যানে নির্ধারিত ডেটার সঙ্গে অতিরিক্ত ডেটাও ফ্রি দিচ্ছে। ১০০ জিবি থেকে ২০০ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে দারুণ সুবিধা দিতে চলেছে। বিশেষ করে যারা OTT স্ট্রিমিং এবং হাই ডেটা ইউজ করে থাকেন, তাদের জন্য এই অতিরিক্ত ডেটা কার্যকর হবে।

ফ্রি OTT সাবস্ক্রিপশন

বর্তমানে OTT কনটেন্টের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আলাদা করে Netflix, Amazon Prime বা SonyLIV-এর সাবস্ক্রিপশন কিনতে অনেক সময় বাড়তি খরচ হয় প্রচুর। জিওর এই প্ল্যানগুলিতে ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা থাকায় একসঙ্গে সমস্ত বিনোদনের দরজা খুলে যাচ্ছে আপনার জন্য।

বর্তমানে যারা বাড়ির জন্য ফাস্ট স্পিড ইন্টারনেট সংযোগ এবং বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন খুঁজছেন, তাদের জন্য Reliance Jio-র এই নতুন ব্রডব্যান্ড অফার গুলি নিঃসন্দেহে দারুণ বিশাল সুখবর হতে চলেছে। প্রতিটি প্ল্যানে রয়েছে সাত দিনের অতিরিক্ত ফ্রি পরিষেবা, উল্লেখযোগ্য পরিমাণ ডেটা এবং বিভিন্ন OTT প্ল্যাটফর্মের ফ্রি এক্সেস সুবিধাও। যারা Netflix, Amazon Prime Lite এবং অন্যান্য জনপ্রিয় অ্যাপ ফ্রিতে ব্যবহার করতে চান, তাদের জন্য ৮৮৮৮ টাকার প্রিমিয়াম প্ল্যান নিঃসন্দেহে আদর্শ হবে। দ্রুতগতির ইন্টারনেট এবং সমৃদ্ধ বিনোদনের সমন্বয়ে গড়ে ওঠা এই অফার আপনার ডিজিটাল লাইফস্টাইলকে আরও সহজ করে তুলবে। তাই দেরি না করে এখনই আপনার জন্য উপযুক্ত প্ল্যানটি বেছে নিতে পারেন এবং জিওর দুর্দান্ত পরিষেবা উপভোগ করুন।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button