Jio দিচ্ছে ৮৪ দিন আনলিমিটেট ফ্রী পরিষেবা, এই প্ল্যানের সুযোগ নিয়ে ফেলুন –

এবার ফের রিলায়েন্স জিও এমন এক রিচার্জ প্ল্যান নিয়ে এলো, যা দেখে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বাজারের প্রতিযোগিতা যতই হোক না কেন, জিও-র অফারগুলো যেন প্রতি মাসে একেকটা ধামাকা হয়ে যাচ্ছে! এবার জিও নিয়ে এসেছে এমন একটি অফার, যেখানে একবার রিচার্জ করলেই পুরো ৮৪ দিন — অর্থাৎ প্রায় তিন মাস, বিনা চিন্তায় ডেটা, কলিং, ওটিটি প্ল্যাটফর্ম — সবই একেবারে হাতের মুঠোয় ফ্রী পরিষেবা পাচ্ছেন।

চলুন তাহলে আজকের প্রতিবেদনে খুলে বলা যাক, ৮৪ দিনের এই জিও রিচার্জ অফারে আপনি কী কী পাচ্ছেন, কেন এটা আলাদা, আর আপনার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত হবে।

সম্পর্কিত পোস্ট

দক্ষিণে নেই স্বস্তি! উত্তরের জেলায় জেলায় সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি - WB Monsoon Update 2025

jio 84 days unlimited plan

 একটা রিচার্জ, তিন মাসের সুবিধা

ধরুন আপনি এখন এমন একটি রিচার্জ খুঁজছেন যেটা করে তিন মাস ফোনের পেছনে মাথা ঘামাতে না হয়, নো চিন্তায় থাকতে পারেন। ঠিক তেমন সময়েই হাজির এই জিও-র নতুন অফার। এবার ৮৪ দিনের জন্য এসেছে দুটি রিচার্জ বিকল্প — একটাতে পাবেন Amazon Prime সহ OTT সাবস্ক্রিপশন সুবিধা, আর অন্যটাতে পাবেন Swiggy Premium সাবস্ক্রিপশন।

Plan 1: ₹1029 – OTT পছন্দ করেন? তাহলে এটাই আপনার জন্য

এই প্ল্যানে রিচার্জ করলে আপনি প্রতিদিন পাবেন:

  1. ২ জিবি করে হাই স্পিড ইন্টারনেট
  2. আনলিমিটেড কলিং – যেকোনো নেটওয়ার্কে
  3. ১০০টি করে এসএমএস প্রতিদিন
  4. Amazon Prime Video সাবস্ক্রিপশন
  5. Jio TV ও Jio Cloud এর ফ্রি অ্যাক্সেস
  6. যদি ৫জি ফোন থাকে, তাহলে আনলিমিটেড 5G ডেটা একেবারে ফ্রি!

নোট :অর্থাৎ আপনি যদি সিনেমা, ওয়েব সিরিজ আর OTT কনটেন্টে আসক্ত হন, তাহলে এটা নিঃসন্দেহে আপনার জন্য সেরা পছন্দ।

Plan 2: ₹1028 – Swiggy পছন্দ করেন? তাহলে এটাও দুর্দান্ত

এই প্ল্যানের সুবিধাগুলো প্রায় আগের মতোই:

  1. প্রতিদিন ২ জিবি ডেটা
  2. আনলিমিটেড কলিং
  3. ১০০টি এসএমএস
  4. কিন্তু এই প্ল্যানে পাবেন Swiggy Premium সাবস্ক্রিপশন

যারা রেগুলার Swiggy ব্যবহার করেন, ফুড ডেলিভারির ওপর নির্ভর করেন, তাঁদের জন্য এটা ভীষণ লাভজনক।

Airtel আছে তো, কিন্তু…

এখন হয়তো বলবেন, Airtel তো ₹৯২৯ টাকায় সমান পরিষেবা দেয়। হ্যাঁ, দেয়, ঠিকই বলেছেন। কিন্তু ওদের প্ল্যানে নেই ফ্রি Amazon Prime, নেই আনলিমিটেড 5G। ওরা দেয় Airtel Xstream এর মাধ্যমে ২২টা OTT সাবস্ক্রিপশন। সেটা ভালো, কিন্তু প্রতিদিন ৫জি ডেটা ফ্রি না থাকলে কি আর জমে?

সিদ্ধান্ত আপনার: কোনটা নেবেন?

  • সিনেমা দেখেন, সিরিজ দেখেন, তাহলে ১০২৯ টাকার প্ল্যান নিন
  • Swiggy প্রেমী? তাহলে ১০২৮ টাকারটা নিঃসন্দেহে কাজে আসবে
  • তিন মাস রিচার্জের চিন্তা থেকে মুক্তি চান? দুটোর মধ্যেই যেকোনো একটা নিলেই হলো
  • আর যদি আপনার ৫জি ফোন থাকে, তাহলে চোখ বুজে নিন – আনলিমিটেড ইন্টারনেট একেবারে ফ্রি!

আপনার সাধারণ প্রশ্নের উত্তর – FAQ

প্রঃ ৫জি ফোনে সত্যিই কি আনলিমিটেড ইন্টারনেট পাব?
উঃ হ্যাঁ, একদম। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ৫জি ফোনে আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন এই প্ল্যান নিলে।

প্রঃ Swiggy Premium সাবস্ক্রিপশন কতদিনের জন্য হবে?
উঃ পুরো ৮৪ দিনের জন্য ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

প্রঃ Amazon Prime কীভাবে অ্যাক্টিভেট করবো?
উঃ MyJio অ্যাপ থেকে সরাসরি একটিভেশন অপশন পাবেন। সেখান থেকেই চালু করতে পারবেন।

এখন রিচার্জ করবেন কীভাবে?

  1. MyJio অ্যাপ খুলুন
  2. “Recharge” অপশনে ক্লিক করুন
  3. ₹1029 বা ₹1028 টাকার প্ল্যান সিলেক্ট করে ফেলুন
  4. যেকোনো পেমেন্ট অপশন দিয়ে পেমেন্ট করে ফেলুন

ব্যাস! তিন মাস আপনি নিশ্চিন্ত।

এই সময় যারা OTT ও ইন্টারনেট বেশি ব্যবহার করে থাকেন, যাঁরা একবার রিচার্জ করে তিন মাস নিশ্চিন্ত কাটাতে চান, তাঁদের জন্য এই অফার নিঃসন্দেহে সেরা হতে চলেছে। প্রতি মাসে কমপক্ষে ₹৩৫০-৪০০ রুপির OTT সাবস্ক্রিপশন তো পাচ্ছেনই, তার ওপর প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং, আর 5G থাকলে ইন্টারনেটও ফ্রি!

সত্যি বলতে, একটা স্মার্ট ফোন আর এই প্ল্যান থাকলে আজকের দিনে আপনার আর কিছুই দরকার পরে না। এখন শুধু ঠিক করে ফেলুন, আপনার পছন্দ কোনটা?

আরও পড়ুন

১৬৫ কিমি রেঞ্জ! জিন্দাল মোবিলিট্রিক R40: মধ্যবিত্তের বাজেটে দুর্দান্ত ই-স্কুটার বাজারে আসছে - Jindal Electric Scooter

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button
error: Content is protected !!