মাত্র 799 টাকায় Jio নিয়ে এল দূর্দান্ত ফোন! এখনই নিয়ে ফেলুন – Jio Bharat Phone 2025
Jio Bharat Phone 2025: ইন্ডিয়ান মোবাইল এর কর্ণধার মুকেশ আম্বানির JioBharat ফোনে একঝাঁক সেফটি ফিচার্স যোগ করার ঘোষণা করেছে। এর মাধ্যমে আপনারা JioBharat ফোনটি মাত্র 799 টাকায় পেয়ে যাবেন। বর্তমানে মার্কেটে উন্নত বৈশিষ্ট্যের ফোনগুলির মতই মাত্র 799 টাকার জিও ভারত ফোনে রিয়েল-টাইম লোকেশন আপডেট, কল ম্যানেজমেন্ট কন্ট্রোল, ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের মতো সুবিধা দেবে। যা নিম্নবিত্ত ভারতীয়দের জন্য বিশেষ সহায়ক হবে। কারণ নামমাত্র মূল্যে স্মার্ট মোবাইল ফোনের মতই সমস্ত সুযোগ সুবিধা আপনারা জিও ভারত ফোনের মাধ্যমেই পেতে চলেছেন।
এই মোবাইল ফোন বয়স্ক এবং খুদেদের জন্য বিশেষ সহায়ক হবে। কারণ এই মোবাইল ফোনের মাধ্যমে আপনারা চাইলেই দূরে বসে সমস্ত মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রিত করতে পারবেন। যারা বয়স্ক বা খুদে সদস্যের জন্য এমন সহজ-সরল ডিজিটাল ডিভাইস খুঁজজেন, যা সাধারণ স্মার্টফোনের মতো আসক্তি তৈরি করে না তাদের জন্য JioBharat ফোন বিশেষ সহায়ক হবে।
সম্পর্কিত পোস্ট
রাজ্য সরকার দিচ্ছে 12,000 টাকা বৃত্তি! রাজ্যে নবম পাশ থেকে পাবেন সুযোগ - WB Govt New Scholarship
JioBharat ফোনে কি কি ফিচার রয়েছে?
JioBharat ফোন যারা নিতে চান তারা ফোনটি নেবার আগে জেনে নিন কোন কোন ফিচারস অ্যাভেলেবেল রয়েছে। কারণ মোবাইলটি যেহেতু সামান্য মূল্যে প্রদান করা হচ্ছে তাই মোবাইলটি বিশ্বাস যোগ্যতা নিয়ে সকলের মনে প্রশ্ন থাকতেই পারে। তাই মোবাইলটি ক্রয় করার আগে নিম্নলিখিত মোবাইল সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
১. লোকেশন মনিটরিং
জিও ফোনের মনিটরিং লোকেশন মাধ্যমে প্রিয়জনদের লোকেশন সম্পর্কে আপডেট পাওয়া যাবে। তাই আপনার প্রিয়জনেরা বাড়ির বাইরে কোথায় কোথায় গিয়েছেন তা সম্পর্কে আপনারা অবহিত হতে পারবেন। আপনার পরিজনের সামনে কোন বিপদ নেমে আসলে আপনার পরিজনেরা কোথায় কোথায় গিয়েছে তা সহজেই লোকেশন মনিটরিং এর মাধ্যমে বুঝতে পারবেন।
২. ইউজেস ম্যানেজার
ইউএস ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনারা চাইলেই আপনার প্রিয়জনদের মোবাইল সেট করে রাখতে পারবেন, এর ফলে নির্দিষ্ট কয়েকটি নাম্বার থেকে এই মোবাইলগুলিতে ফোন আসতে এবং যেতে পারবে। তাই ইউজ ম্যানেজমেন্ট এর মাধ্যমে অচেনা নাম্বার ব্লক থেকে শুরু করে অন্যান্য সেটিংগুলো নিয়ন্ত্রণ করা যাবে।
৩. ফোন ও সার্ভিস হেল্থ
জিও ভারত মোবাইল ফোনের দ্বিতীয় ফিচারটি হল কোন সার্ভিস এবং হেলথ প্রোগ্রাম। এই সার্ভিসটি ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক এবং ব্যাটারি আপডেট সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ চার্জ কতটা আছে, চার্জে বসানো কিনা, বা সিগন্যাল কতটা শক্তিশালী, তা দূর থেকে দেখা যাবে। তাই আপনার দূরে আপনার পরিজনেরা মোবাইল ফোনের সঠিক চার্জ বসিয়েছেন কিনা অথবা নেটওয়ার্ক সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা তা অনায়াসে দূর থেকে আপডেট পেয়ে যাবেন।
৪. অলওয়েজ অ্যাভেলেবেল
জিও ভারত মোবাইল ফোনের তথ্য যে ফিচারটি রয়েছে তা হলো always available, অর্থাৎ জিও ফোনটিতে আপনারা একবার চার্জ করলে পরবর্তী সাত দিনের মধ্যে আপনাদের দ্বিতীয়বার চার্জে বসানোর প্রয়োজন হবে না। মোবাইল ফোনটি আপনারা দুর্গম অঞ্চল থেকে শুরু করে সকল স্থানে চার্জিং সমস্যা ছাড়াই অনায়াসে বহন করতে পারবেন।
৫. এছাড়াও JioBharat V4 4G ফিচার ফোনগুলির মধ্যে অন্যতম যা নতুন সেফটি-ফার্স্ট বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এই JioBharat ফোনে 1.7 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, 128 জিবি এক্সপ্যান্ডেল স্টোরেজ, Unisoc প্রসেসর, 1,000mAh ব্যাটারি, 0.3 মেগাপিক্সেল ক্যামেরা, ওয়্যারলেস এফএম (FM) রেডিও, ন্যানো সিম, জিওসাওয়ান, জিওফটোস, জিওটিভি, জিওচ্যাট, জিওপে অ্যাপ আছে। এই ফিচার গুলো মাধ্যমে অনায়াসে আধুনিক স্মার্টফোনের মতই সুযোগ-সুবিধা গুলি উপভোগ করতে পারবেন।
JioBharat ফোন কোথায় পাবেন?
সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পরিবারের মানুষগুলির কথা মাথায় রেখে, জিও ভারত ফোন গুলির মূল্য সাধ্যের মধ্যে রাখা হয়েছে। যাতে আগ্রহীরা জিওভারত সেফটি-ফার্স্ট ফোনটি অনায়াসে কিনতে পারেন কারণ এর দাম মাত্র 799 টাকা থেকে শুরু হচ্ছে। যা সাধারণ মানুষের সাধ্যের নাগালে রয়েছে। আগ্রহীরা অনায়াসে এটি জিও স্টোর, জিওমার্ট, অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট এবং অন্যান্য রিটেল স্টোর থেকে নিতে পারবেন।