Jio Lunch AC 2025: মাত্র ৫৪৯৯ টাকায় দুর্দান্ত ফিচারে জিও  এসি! মধ্যবিত্ত পরিবারের জন্য সেরা অফার

Jio Lunch AC 2025: মাত্র ৫৪৯৯ টাকায় দুর্দান্ত ফিচারে জিও  এসি! মধ্যবিত্ত পরিবারের জন্য সেরা অফার

 

Jio Lunch AC 2025: বর্তমান সময়ের প্রচণ্ড গরমে এসি প্রায় প্রতিটি পরিবারের একান্ত প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের বাজেটের কারণে এসি কেনা অনেক সময় অসম্ভব হয়ে উঠে। তবে এবার এই সমস্যার সমাধান নিয়ে হাজির হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি Reliance Jio। সংস্থা খুব শীঘ্রই বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন পোর্টেবল এসি মাত্র ৫৪৯৯ টাকা দামে। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক –

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

Jio Lunch AC 2025

মাত্র ৫৪৯৯ টাকায় এসি? বিশ্বাস হচ্ছে না?

আপনার ভাবনার একেবারে ভুল নয়! বাজারে এমন রিপোর্ট উঠে এসেছে যেখানে বলা হচ্ছে, Jio খুব শীঘ্রই তাদের নতুন পোর্টেবল AC লঞ্চ করতে চলেছে। এতে থাকবে অসাধারণ সব ফিচার ও আধুনিক প্রযুক্তিও। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এই এসি হতে পারে একটি দারুণ বিকল্প। কম দামে এমন ফিচার সমৃদ্ধ এসি বাজারে আগে কখনও দেখা যায়নি তাই সাধারণ মানুষ অধীর আগ্রহে চেয়ে বসে আছে।

১ টন ক্ষমতার ৫-স্টার পোর্টেবল এসি

জিও-র আসন্ন এই এসিটি হবে ১ টনের এবং সঙ্গে ৫ স্টার রেটিং যুক্ত হবে। অর্থাৎ, এটি অত্যান্ত কম বিদ্যুৎ খরচ করে দীর্ঘক্ষণ ঠান্ডা পরিবেশ প্রদান করতে পারবে। ৫-স্টার রেটিং মানেই সর্বোচ্চ এনার্জি এফিশিয়েন্সি হবে। যার ফলে মাসের শেষে বিদ্যুৎ বিল নিয়েও চিন্তার তেমন কিছু থাকবে না।

ইনভার্টার রোটারি কমপ্রেসর: বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ ভূমিকা

এই এসি-তে ব্যবহার করা হয়েছে ইনভার্টার রোটারি কমপ্রেসরও। এই ইনভার্টার প্রযুক্তি সাধারণত দামি এসি-তেই পাওয়া যায়। এটি কম বিদ্যুৎ খরচ করে দ্রুত রুম ঠান্ডা করে দেয়। ইনভার্টার কমপ্রেসর এসি চলার সময় তার ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে রাখে, ফলে কম বিদ্যুতে বেশি কার্যকারিতা পাওয়া যায়।

আধুনিক ফিচারে ঠাসা জিও রিলায়েন্স এসি

এই পোর্টেবল এসি-তে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার, যা সাধারণত অনেক দামি এসি-তে থেকে থাকে। যেমন:

  1. ৩৬০ ডিগ্রি এয়ার ফ্লো
  2. চারটি কুলিং মোড
  3. টার্বো মোড
  4. ডি-হিউমিডিফায়ার ফাংশন
  5. এয়ার পিউরিফিকেশন মোড
  6. স্লিপ মোড
  7. ওয়াই-ফাই ও ব্লুটুথ কানেক্টিভিটি
  8. অটো টেম্পারেচার সেন্সিং
  9. এনার্জি সেভার মোড
  10. চাইল্ড লক ফিচার
  11. ত্রি-ডিসপ্লে সিস্টেম

অত্যাধুনিক ডিজাইন ও সহজ ব্যবহারযোগ্যতা

Jio-এর এই পোর্টেবল এসি-র ডিজাইন অত্যন্ত আধুনিক এবং হালকা হতে চলেছে । যেহেতু এটি পোর্টেবল, তাই আপনি সহজেই ঘরের এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতেও পারবেন। বাড়ির যেকোনো রুমে অল্প সময়ে সেট করে রুম ঠান্ডা করতে পারবেন মাত্র কয়েক মিনিটে।

গ্যারান্টি ও সার্ভিস সাপোর্ট

জিও রিলায়েন্স এসি কেনার সঙ্গে সঙ্গে ক্রেতারা পাবেন ১ বছরের ওয়ারেন্টি এবং পাশাপাশি কমপ্রেসরের উপর থাকবে ১০ বছরের ওয়ারেন্টি। এর ফলে দীর্ঘমেয়াদে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়াও জিও’র সার্ভিস নেটওয়ার্ক থাকায় দ্রুত সার্ভিসের সুবিধাও পাওয়া যাবে।

বাজারে লঞ্চের সম্ভাব্য সময়

রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স Jio তার এই অত্যাধুনিক পোর্টেবল এসি লঞ্চ করতে পারে এই বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে। অর্থাৎ, চলতি বছরের মধ্যেই গ্রাহকরা এই অসাধারণ এসি কিনতে পারবেন।

দামের পরিসর

আনুমানিক এই এসি-র দাম ৪৪৯৯ টাকা থেকে ১০০০০ টাকার মধ্যে হতে পারে বলে এক রিপোর্টে জানা গেছে। যদিও বিভিন্ন অফার, ডিসকাউন্ট ও প্রমোশনের উপর নির্ভর করে দাম কিছুটা কম-বেশিও হতে পারে। তবে প্রাথমিক ভাবে ৫৪৯৯ টাকা মূল্যের অফার নিয়েই বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

মধ্যবিত্তদের জন্য বড় সুখবর

রিলায়েন্স Jio-র এই উদ্যোগ মধ্যবিত্তদের জন্য এক দারুণ সুখবর। যেখানে সাধারণত একটি ভালো ব্র্যান্ডের ১ টন এসি কিনতে ৩০,০০০ টাকার বেশি খরচ হয়ে থাকে,  সেখানে মাত্র ৫৪৯৯ টাকায় এমন উন্নত ফিচারের এসি পাওয়াটা সত্যিই অসাধারণ ব্যপার। বিশেষ করে যারা রেন্টেড ফ্ল্যাট বা ছোট ফ্ল্যাটে থাকেন, তাদের জন্য পোর্টেবল এসি অত্যন্ত উপযোগী হতে পারে।

কেন জিও এই দামে পোর্টেবল এসি আনছে?

Jio বরাবরই সাধারণ মানুষের জন্য কম দামে আধুনিক প্রযুক্তির নানা জিনিসপত্র নিয়ে এসেছে। স্মার্টফোন থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা — সব জায়গাতেই তারা নানা বিপ্লব এনেছে। এবার তাদের লক্ষ্য এসি মার্কেট। বিশেষ করে গরমের মরশুমে প্রচুর চাহিদা থাকে এসি-র। এই সময়েই তারা বাজারে এই দুর্দান্ত অফার নিয়ে আসতে চলেছে যা ফলে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Jio-এর নতুন এই পোর্টেবল এসি বাজারে এলে বহু মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণ হবে বলে অনেকে মনে করছে। কম দামে, কম বিদ্যুৎ খরচে এবং আধুনিক ফিচার সমৃদ্ধ এই এসি বাজারে এক নতুন বিপ্লব আনতে চলেছে। আর এখন শুধু অপেক্ষা লঞ্চের।

বিঃ দ্রঃ এই প্রতিবেদনটি বিভিন্ন সংবাদ উৎস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। কেনার আগে বিস্তারিত তথ্য যাচাই করার জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল সোর্স অনুসন্ধান করুন। আমরা সত্যতা যাচাই করিনি।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button