সুখবর! রেলে TC সহ 32 ধরনের পদে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে আবেদন করুন – Railway Job Recruitment

Railway Job Recruitment : যারা দীর্ঘদিন যাবত ভারতীয় রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর, অবশেষে উত্তর-পূর্ব রেলওয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে জোন টিকিট কালেক্টর, স্টেশন মাস্টার সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৮০০-র বেশি। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। Railway Job Recruitment 

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

railway Job recruitment

পদের নাম:

এবার রেলের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল টিকিট কালেক্টর, স্টেশন মাস্টার সহ আরও বিভিন্ন পদ। নিম্নে শূন্য পদের নাম এবং মোট শূন্য পদের সংখ্যা বিস্তারিত আলোচনা করা হলো।

মোট শূন্য পদের সংখ্যা:

এখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১৮৫৬ টি। তার মধ্যে পদ অনুযায়ী শূন্য পদে সংখ্যা ভিন্ন রয়েছে, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

  1. • জুনিয়র ইঞ্জিনিয়ার ৬১ টি।
  2. • এসএসই পদে ৪৪ টি।
  3. • প্রধান পদে ১২ টি।
  4. • ওএস/জি পদে ৫০ টি।
  5. • ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-I ৩৩ টি।
  6. • ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-III পদে ৭৯‌ টি।
  7. • ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-III পদে ১২৭ টি।
  8. • ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী-IV পদে ২৩৭ টি।
  9. • টেকনিশিয়ান পদে ২২১ টি।
  10. • সহকারী পদে ৫১৫ টি।
  11. • সিনিয়র টেকনিশিয়ান পদে ৭৮ টি।
  12. • সিএমএস পদে ১০ টি।
  13. • প্রধান টিকিট পরিদর্শক পদে ৪ টি।
  14. • প্রধান টিকিট ভ্রমণ পরিদর্শক পদে ৩৭ টি।
  15. • সিনিয়র বাণিজ্যিক এবং টিকিট সংগ্রাহক ৮ টি।
  16. • বাণিজ্যিক এবং টিকিট সংগ্রহকারী পদে ৫১ টি।
  17. • রানিং রুম বেয়ারার পদে ০১ টি।
  18. • অফিস সহকারী/বাণিজ্যিক পদে ১ টি।
  19. • বাণিজ্যিক কুরিয়ার পদে ২ টি।
  20. • ওয়েটিং রুম বেয়ারার পদে ৬ টি।
  21. • প্রধান বাণিজ্যিক ও বিপণন পরিদর্শক ৪ টি।
  22. • বাণিজ্যিক ও বিপণন পরিদর্শক পদে ৭ টি।
  23. • সিএলএ পদে ১ টি।
  24. • প্রধান নিয়ন্ত্রক পদে ৭ টি।
  25. • বিভাগ নিয়ন্ত্রক ৮ টি।
  26. • স্টেশন সুপারিনটেনডেন্ট পদে ৩ টি‌।
  27. • স্টেশন মাস্টার পদে ১৬ টি।
  28. • দারোয়ান পদে ১৬৪ টি।
  29. • স্টেনোগ্রাফার পদে ২৯ টি।
  30. • গৃহস্থালি সহকারী পদে ১ টি।
  31. • প্রধান নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ৪ টি।
  32. • নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ৫ টি।
  33. • স্বাস্থ্য ও ম্যালেরিয়া পরিদর্শক পদে ৮ টি।

বয়স সীমা:

সংশ্লিষ্ট বিভাগে রেলের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৬৪ বছর। এছাড়াও আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাশের পাশাপাশি পদ অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

রাজ্যে জাদুঘরে অফিস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, মাধ্যমিক পাশে আবেদন করুন – WB Job Recruitment

Recruitment BoardRailway Recruitment Board -NE
POST NAMETicket Collector and Others
Age LimitMaximum 64
Qualification10th Paased
Application ModeOnline
Last Date Of Application28 February 2025 (date Over)

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

  • আবেদনের অফিসিয়াল লিঙ্ক প্রতিবেদন নিচে দেওয়া রয়েছে।
  • সেখানে ক্লিক করে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
  • আবেদন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আবেদন ফি জমা করতে হবে।

রাজ্যে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, সরাসরি ইন্টারভিউ দিয়ে BDO অফিসে সুযোগ – WB Job Recruitment

নিয়োগ প্রক্রিয়া:

বর্তমানে রেলের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে প্রথম লিখিত পরীক্ষার নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

আবেদনের তারিখ: আবেদন গ্রহণ শেষ হয়ে গেছে। নতুন নতুন খবর পেতে এখানে ক্লিক করুন। 

অফিসিয়াল নোটিশ ডাউনলোড 
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন 

প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা এই পোর্টালের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন খবর নিয়ে আসি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে জয়েন হয়ে থাকুন। 

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button