এই না করলে বন্ধ হবে রেশন! ১৬ জুলাইয়ের পর থেকে কড়া নির্দেশ রাজ্য সরকারের – Ration Card E-KYC Deadline

এই না করলে বন্ধ হবে রেশন! ১৬ জুলাইয়ের পর থেকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

Read More

Ration Card E-KYC Deadline: রাজ্যবাসীর জন্য বড় সতর্কবার্তা! রেশন পরিষেবায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রাজ্য সরকার। সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের সঙ্গে এই কাজ (E-KYC) সম্পন্ন না করলে ১৬ জুলাই থেকে আর রেশন পাওয়া যাবে না।

এদিকে এই নির্দেশে রাজ্য জুড়ে রেশন কার্ডধারীদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র উদ্বেগ ছড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে – আপনি কি ই-কেওয়াইসি করে ফেলেছেন? না করলে, আপনার রেশন দেওয়া বন্ধ হয়ে যেতে পারে।

Ration Card E-KYC Deadline

কেন এই কড়া নিয়ম?

এদিকে সরকার জানিয়েছে, রেশন কার্ডের ডেটাবেসে এখনও বহু মৃত ব্যক্তির নাম রয়েছে রিপোর্ট রয়েছে। অনেকে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছেন, অনেকেই বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে। অথচ তাদের নাম এখনও তালিকায় থেকে গিয়েছে বলে সুত্রের মারফত খবর। ফলে বহু অযোগ্য ব্যক্তি এখনও রেশন সুবিধা ভোগ করে চলেছেন।
এমনকি, রেশন দোকানের ই-পস (ePOS) মেশিনে অনেকের নাম এখনও পেন্ডিং হিসেবে পড়ে রয়েছে। অর্থাৎ, বায়োমেট্রিক যাচাইকরণ এখন অবধি সম্পন্ন হয়নি। এই সব অনিয়ম দূর করতেই ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।

কীভাবে করবেন E-KYC?

  • নিকটবর্তী রেশন দোকানে গিয়ে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে।
  • ঠিকানা পরিবর্তন হয়ে থাকলে, যেখানে বর্তমানে রেশন নিচ্ছেন, সেখান থেকেই E-KYC করে নিবেন।
  • পরিবারের সমস্ত সদস্যের জন্য E-KYC বাধ্যতামূলক করা হয়েছে। শুধুমাত্র পরিবারের প্রধানের জন্য নয়।

কোথায় করা যাচ্ছে E-KYC?

  1. নিকটবর্তী ন্যায্য মূল্যের রেশন দোকান (FPS)
  2. সংশ্লিষ্ট খাদ্য দফতরের অফিসে গিয়ে
  3. মাঝে মাঝে মোবাইল ক্যাম্পও বসানো হচ্ছে বিভিন্ন এলাকায় সেখান থেকেও

কী

৬২ লক্ষ গাড়িতে তেল ভরা নিষিদ্ধ, আপনার গাড়ি কি তালিকায়? - Petrol Diesel Car Banned

হবে যদি E-KYC না করেন?

  • ১৫ জুলাইয়ের মধ্যে E-KYC সম্পন্ন না করলে ১৬ জুলাই থেকে রেশন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
  • এদিকে নতুন রেশন কার্ড ইস্যু করা হবে না।
  • খাদ্য দফতরের সকল কল্যাণমূলক প্রকল্প থেকেও বাদ পড়তে পারেন।

রাজ্যের প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে?

সরকারের পরিসংখ্যান অনুযায়ী:

  • শুধু কাকিনাড়া জেলাতেই ১৮.৩০ লক্ষ রেশন কার্ডধারীর মধ্যে প্রায় ৯৮ হাজার জন এখনও E-KYC করা হয়নি।
  • বেশিরভাগ জেলা E-KYC প্রায় শেষ করে ফেলেছে বলে রিপোর্ট।
  • সরকার জানিয়েছেন, খুব দ্রুত বাকি প্রক্রিয়াগুলিও সম্পন্ন করা হবে বা হলে সমস্যা হবে।

কী বলছে খাদ্য দফতর?

এদিকে খাদ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা চাই, প্রকৃত সুবিধাভোগীরা যেন রেশন দ্রব্য পাই। যারা অযোগ্য বা ফেক রেশন কার্ড ব্যবহার করছেন, তাদের বাদ দিতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি হবে। তবে সময়সীমা আর বাড়ানো

OBC নিয়ে বড়সড় আপডেট! পশ্চিমবঙ্গের OBC পোর্টালে বড় পরিবর্তন - WB OBC Portal Change Update

হবে না। সকলকেই নির্ধারিত সময়ের মধ্যে E-KYC সম্পন্ন করতে হবে বলে জানানো হয়।”

সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া

এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ E-KYC নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। এদিকে কেউ কেউ বলছেন, “এই নিয়ম অত্যন্ত ভালো। এতে দুর্নীতি অনেকটা কমবে।” আবার কেউ বলছেন, “হঠাৎ করে এই নিয়মের কথা বলা ঠিক হয়নি।তবে আরও আগে জানানো উচিত ছিল।”

আপনি বা আপনার পরিবারের কেও যদি এখনও E-KYC না করে থাকেন, তবে অবিলম্বে নিকটবর্তী রেশন দোকানে বা খাদ্য দফতরের অফিসে গিয়ে এই কাজটি সম্পন্ন করে ফেলুন। কারণ ১৬ জুলাইয়ের পর আর সময় পাওয়া যাবে না বলে জানানো হয়।

রেশন পরিষেবায় স্বচ্ছতা আনতে সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে ইতিবাচক বলে মনে করা হচ্ছে। তবে যারা এখনও পিছিয়ে আছেন, তাদের জন্য এটি এখনই গুরুত্ব দিয়ে শেষ করা উচিত।

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp