SPM Port Kolkata Recruitment : মাধ্যমিক পাশে শ্যাম প্রসাদ মুখার্জি পোর্টে প্রচুর গ্রুপ সি কর্মী নিয়োগ, শেষ তারিখ 16-05-2025

SPM Port Kolkata Recruitment : মাধ্যমিক পাশে শ্যাম প্রসাদ মুখার্জি পোর্টে প্রচুর গ্রুপ সি কর্মী নিয়োগ, শেষ তারিখ 16-05-2025, 23 জেলা থেকে আবেদন করুন

SPM Port Kolkata Recruitment : আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং কলকাতার আশেপাশে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার কলকাতা শ্যাম প্রসাদ মুখার্জি পোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে গ্রুপ সি লেভেলের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। মহিলা ও পুরুষ সকলে আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক যোগ্যতা সহ বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে আবেদন জানাতে পারবেন। আসুন তাহলে এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

spm port Kolkata recruitment

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

পদের নাম সমূহ : এক্ষেত্রে বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে যেমন-

  1. মেডিয়া এক্সিকিউটিভ
  2. স্টেশন মাস্টার
  3. কমার্শিয়াল ডিইটি ক্লার্ক
  4. কেবিন অ্যাসিস্টেন্ট ও পয়েন্টম্যান
  5. পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর

 

যোগ্যতা সমূহ : এক্ষেত্রে সেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হবে তাই আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী আলাদা আলাদা থাকতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক পাশ থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করার সুযোগ দেওয়া হবে। বিভিন্ন পদ সম্পর্কে আলাদা আলাদা যোগ্যতা জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

পদ অনুযায়ী বয়সসীমাও আলাদা আলাদা থাকতে হবে। বিভিন্ন পদের জন্য বয়সসীমা আলাদা আলাদা কিন্তু এক্ষেত্রে বিশেষ পদের জন্য সর্বাধিক ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে কিছু পদের জন্য বয়সসীমা আরও কম থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

মাসিক বেতন:  এক্ষেত্রে বিভিন্ন পদে মাসিক বেতন আলাদা আলাদা দেওয়া হবে। নূন্যতম মাসিক বেতন শুরু হবে ৩৫ হাজার থেকে এবং সর্বাধিক ৪৬ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

কীভাবে আবেদন করবেন :

যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তারা এক্ষেত্রে অফলাইন আবেদন পত্র জমা করতে পারেন। অফলাইন আবেদন পত্র পেতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে। অফিসিয়াল নোটিশের সঙ্গে আবেদন পত্র দেওয়া রয়েছে তা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর জরুরি সমস্ত তথ্য পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের জেরক্স কপি দিয়ে নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে। মনে রাখতে হবে এক্ষেত্রে আবেদন পত্র ও ডকুমেন্টস গুলি একটি খামের ভিতর ভরতে হবে।

 

জরুরি ডকুমেন্টস সমূহ : আবেদন পত্রের সঙ্গে বেশ কিছু জরুরি নথিপত্রের জেরক্স কপি জমা করতে হবে। যেমন –

  • বয়সের প্রমাণ পত্র
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস
  • জাতিগত সংশায় পত্র যদি থাকে
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আধার বা ভোটার কার্ড
  • অন্যান্য জরুরি ডকুমেন্টস সমূহ

 

আবেদন করার তারিখ সমূহ : এক্ষেত্রে আবেদন পত্র জমা করতে পারবেন ১৬-০৫-২০২৫ তারিখ পর্যন্ত।

Official Notification Download

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button