SVMCM Scholarship 2025: উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে বছরে ₹১৬,৫০০ বৃত্তি, ১৫ জুলাই পর্যন্ত আবেদন করুন

West Bengal Scholarship 2025: রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে বছরে ₹১০,২০০ বৃত্তি, ১৫ জুলাই পর্যন্ত আবেদন করুন

SVMCM Scholarship 2025:রাজ্য সরকার রাজ্যের সকল প্রকার মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন নানা প্রকল্প নিয়ে আসেন।দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্পের দিক থেকে আইডল হয়ে উঠেছে। তাইতো সকল প্রকার মানুষের জন্য নানা উপকারী প্রকল্পের খোজ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের পড়ুয়াদের জন্য সরকারি স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে এককালীন ভালো বৃত্তি দেওয়া হচ্ছে। আসুন তাহলে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

SVMCM Scholarship 2025

সম্পর্কিত পোস্ট

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে সরকারি ও বেসরকারি স্কলারশিপ, ছাত্র ছাত্রীরা হাতছাড়া করবেন না

রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকার আবারও বড় ঘোষণা করল SVMCM স্কলারশিপ প্রকল্প নিয়ে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতকস্তরে অধ্যয়নরত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা এখন এই মেধাবৃত্তির আওতায় বছরে সর্বোচ্চ ₹১০,২০০ পর্যন্ত আর্থিক সহায়তা পেতে চলেছে। রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও আর্থিক নিগম (WBMDFC) পরিচালিত এই প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত করা হয়েছে। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল

কী এই SVMCM ঐক্যশ্রী স্কলারশিপ?

“Swami Vivekananda Merit-cum-Means” Scholarship, সংক্ষেপে SVMCM, একটি রাজ্যস্তরের স্কলারশিপ বৃত্তি প্রকল্প যা মেধা ও আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের শিক্ষাজীবনে সহায়তা করে। এটি ঐক্যশ্রী (Aikyashree) স্কলারশিপ প্রোগ্রামের অংশ হিসেবে কাজ করে থাকে।

এই প্রকল্পে কেবল মুসলিম, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

যোগ্যতা সংক্ষেপে: কারা আবেদন করতে পারবেন?

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অন্তত ৫০% নম্বর পেয়ে শেষ শ্রেণি পাশ করা আবশ্যিক।
  • পাঠ্যস্তর:
    • উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী (Post-Matric)
    • ITI, পলিটেকনিক, গ্র্যাজুয়েশন, পোষ্ট-গ্র্যাজুয়েশন, M.Phil, B.Ed প্রভৃতি স্তরে পাঠরত পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন।
  • পরিবারের বার্ষিক আয়: সর্বোচ্চ ₹২ লক্ষ বা তার কম।
  • আবাস: প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কত টাকা বৃত্তি মিলবে? (২০২৫ সালের জন্য)

  • Post-Matric স্কলারশিপ: বছরে ₹১০,২০০ থেকে ₹১৬,৫০০ পর্যন্ত বৃত্তির পরিমাণ নির্ধারিত রয়েছে।
  • Pre-Matric স্কলারশিপ (১ম থেকে ১০ম শ্রেণি): বছরে ₹১,১০০ থেকে ₹১১,০০০ পর্যন্ত পাবেন।

👉 এই অর্থ ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি পাঠানো হয়ে থাকে।

আবেদনের শেষ তারিখ

২০২৫ সালের SVMCM ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সর্বশেষ সময়সীমা ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত করা হয়েছে

যে সমস্ত ছাত্রছাত্রীরা পূর্বে আবেদন করতে পারেননি বা যাদের আবেদন ‘ভুল’ বা ‘ত্রুটিপূর্ণ’ হয়েছে, তাদের জন্যও এটি একটি বড় সুযোগ হতে চলেছে।

আবেদন করার পদ্ধতি

  1. প্রথমে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে: wbmdfcscholarship.gov.in
  2. “New Registration” অপশনে গিয়ে আপনার নাম, শিক্ষাগত তথ্য ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে রেজিস্টার করে ফেলুন।
  3. OTP যাচাইয়ের পর Login করে আবেদন ফর্ম পূরণ করুন।
  4. জরুরি নথি স্ক্যান করে আপলোড করুন (মার্কশিট, আয় সার্টিফিকেট, ব্যাংক পাসবুক ইত্যাদি)।
  5. সাবমিট করার আগে সম্পূর্ণ ফর্ম একবার ভালো করে দেখে নিন এবং ফাইনাল সাবমিট করুন।

দরকারি ডকুমেন্টস সমূহ

  • সাম্প্রতিক পরীক্ষার মার্কশিট
  • ইনকাম সার্টিফিকেট (SDO/BDO/MLA দ্বারা জারি)
  • ব্যাংক অ্যাকাউন্টের কপি (নামসহ পাসবুক)
  • আধার কার্ড ও ভোটার আইডি যদি থাকে
  • ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফর্ম লাগবে

বিঃদ্রঃ আগের বছর যাঁরা আবেদন করেছিলেন…

যারা পূর্ববর্তী বছরের SVMCM বা Aikyashree স্কলারশিপ পেয়েছিলেন এবং পুনরায় এই বছর আবেদন করছেন, তাদের নতুন করে কিছু কাগজপত্রের প্রয়োজন হতে না। তবে Institution Verification পুনরায় নিতে হবে এবং আপলোড করতে হবে।

আপডেট পেতে কি করবেন?

  • আমাদের WhatsApp চ্যানেল জয়েন করুন বৃত্তি সংক্রান্ত সব নতুন তথ্য পাওয়ার জন্য।
  • আপনার বন্ধু বা পরিচিত যারা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত, তাঁদের এই স্কলারশিপের খবর শেয়ার করে জানান।

🔗 অফিশিয়াল লিংক:
👉 Aikyashree Scholarship পোর্টাল

আরও পড়ুন

WB TET Wrong Questions Update : কোর্টে চূড়ান্ত শুনানি, নির্ধারিত হবে হাজারো পরীক্ষার্থীর ভবিষ্যৎ

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button
error: Content is protected !!