TATA Nano Electric Car 2025 : নতুন লুকে আসছে টাটা নেনো, রেঞ্জ ২৫০ কিমি, দাম শুনলে চমকে উঠবেন

বাজারে আসছে টাটা নেনোর নতুন ইলেকট্রিক গাড়ি, আধুনিক ফিচারস ও দামে ভরপুর আনন্দের খবর নিয়ে আসছে,

TATA Nano Electric Car 2025:  বর্তমানে ভারত যেভাবে ইলেকট্রিক যানবাহনের দিকে ছুঁকে যাচ্ছে সেখানে একের পর এক কোম্পানি তাদের নতুন নতুন ইলেকট্রিক গাড়ির উদ্বোধন কড়েই চলেছে। ভারতের অন্যতম জনপ্রিয় সংস্থা এবং নির্ভরযোগ্য সংস্থা টাটার কর্তৃক এবার ফের ইলেকট্রিক জগতে নতুন দিগন্ত দেখা দিল। ভারতের অন্যতম নির্ভরযোগ্য এবং ছোট গাড়ি হলো টাটার ন্যানো। এবার টাটা নেনো এর ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে টাটা মোটরস।

TATA Nano Electric Car 2025

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

ভারতের অন্যতম এবং জনপ্রিয় সংস্থা হল টাটা। বিশেষ করে গাড়ির জগতে টাটা মানে একটি নির্ভরযোগ্য সংস্থা। যার গাড়ির কোয়ালিটি অন্যান্য কোম্পানি থেকে অনেকটাই মজবুত হয়ে থাকে। সেটটির দিক থেকে টাটা মানেই চোখ বন্ধ করে নেওয়ার মতো কোম্পানি। কিছুদিন আগে টাটার অন্যতম জনপ্রিয় এবং ছোট টাটা ন্যানো ছিল ভারতীয়দের মধ্যে অন্যতম পছন্দের একটি পারিবারিক গাড়ি। এবার ফের ভারতের মাটিতে নতুন করে লঞ্চ হতে চলেছে এই টাটার গাড়ি।

 

ইতিমধ্যে জানা গিয়েছে টাটার অন্যতম টপ সেলিং টাটা ন্যানো এবার নতুন লুকিয়ে ভারতীয় মার্কেটে আসতে চলেছে। তবে টাটা ন্যানোর এই নতুন কামব্যাক আগের থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। যুগের সঙ্গে পাত্তা দিয়ে নতুন ফিচারসহ বিভিন্ন ধরনের আরামদায়ক ও প্রয়োজনীয় নানারকম সুবিধার কথা মাথা রেখে নতুন করে এই কাটানোর গাড়ি লঞ্চ করতে চলেছে। এতে অত্যাধুনিক ফিচারস থাকবে সঙ্গে থাকবে সেফটিও।

 

টাটা মোটরসের দাবি এই নতুন টাকা নেন ওর মধ্যে পূর্বের তুলনায় অনেক কিছু পরিবর্তন আনা হচ্ছে। যেখানে একটি পেট্রোল চালিত গাড়ি মাত্র ২৪ থেকে ২৬ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে সেখানে টাটা নেনো এক চার্জে ৫৫০ কিলোমিটার চালানোর ক্ষমতা রাখে। শুধু তাই নয় এর ইঞ্জিন এত পাওয়ারফুল হবে যে মাত্র ৫ সেকেন্ডে ৬০ কিলোমিটার গতি ধরার সক্ষম হবে। এর সর্বাধিক স্পিড হবে ১০৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

 

এতে ব্যবহার করা হবে অত্যাধুনিক সমস্ত ফিচার যা একজন গাড়িচালক কে প্রিমিয়াম ফিল দিবে। এতে থাকছে সাত ইঞ্চির টাচ স্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ক্লাস্টার, ব্লুটুথ সিস্টেম, ইউ এস বি পোর্ট, পাওয়ার উইন্ডো যা একটি বাটাম এর মাধ্যমে কন্ট্রোল করার ক্ষমতা রাখে, সেন্ট্রাল লকিং সহ অন্যান্য প্রিমিয়াম ফিচারস।

টাটার তরফে জানানো হয়েছে এতে ব্যবহার করা হয়েছে স্টীল বডি, রিয়ার সেন্সর ক্যামেরা এবং সিটবেল্ট রিমাইন্ডার।

 

শাটার তরফে আরো জানানো হয়েছে টাটার এই গাড়ি আপাতত ২৫০ রেঞ্জ ভিত্তিক এই নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে তারা। ভবিষ্যতে এর রেঞ্জ আরো বাড়াতে পারে তারা এমনটাই জানা গিয়েছে।

 

টাটা মোটরস তরফ থেকে আরো জানানো হয়েছে, সব থেকে বড় কথা হলো টাটা নেনোর এক্স শোরুম প্রাইস। যেখানে বাজারে প্রায় চার লক্ষ কিংবা পাঁচ লক্ষের নিচে কোন গাড়ির এক্স শো রুম প্রাইস নেই, সেখানে টাটা ন্যানো তিন লক্ষের কমে তাদের এই গাড়ির এক্স শোরুম প্রাইস রাখতে চলেছে। এছাড়াও টপ মডেল নিতে গেলে আপনার কিছু অতিরিক্ত খরচ করতে হবে। তবে এখনো পর্যন্ত টাটার তরফ থেকে দাম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।

 

আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি যেখানে টাটা তরফে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে আগামীতে যখন টাটার এই গাড়ি লঞ্চ করা হবে তখন এই গাড়ির মূল্যের অন্যান্য বিস্তারিত দেওয়া হবে। যারা দীর্ঘদিন ধরে টাটা নেনো নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তারা আর কিছুদিন ধৈর্য ধরুন। খুব শীঘ্রই টাটা কর্তৃক এই নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে সংশ্লিষ্ট সংস্থা।

 

আপনি যদি প্রতিনিয়ত এমন খবর পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন আমাদের whatsapp কিংবা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button