১ অগস্ট ২০২৫ থেকে ইউপিআই-এর ৫টি বড় নিয়মে পরিবর্তন – UPI Payment August New Rule

১ অগস্ট ২০২৫ থেকে ইউপিআই-এর ৫টি বড় নিয়মে পরিবর্তন - UPI Payment August New Rule

UPI Payment August New Rule:  আমরা যারা দৈনন্দিন জীবনে ইউপিআই (UPI) ব্যবহার করি, তাদের জন্য বড় খবর সামনে এসেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একসঙ্গে বেশ কিছু নতুন নির্দেশিকা নিয়ে এনেছে যা ১ অগস্ট, ২০২৫ থেকে কার্যকর হতে চলেছে। ইউপিআই ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও ভারসাম্যপূর্ণ করার লক্ষ্যেই এই নিয়মগুলোর বাস্তবায়ন।

আগামী দিনগুলোতে আমরা যে পাঁচটি বড় পরিবর্তনের মুখোমুখি হতে চলেছি আমরা সবাই , সেগুলো কী, কেন এই পরিবর্তন আনা হচ্ছে, এবং আমাদের ব্যবহার বা অভ্যাসে কী কী প্রভাব পড়বে—সেটা আজকের প্রতিবেদনে সহজভাবে তুলে ধরা হলো।

সম্পর্কিত পোস্ট

দক্ষিণে নেই স্বস্তি! উত্তরের জেলায় জেলায় সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি - WB Monsoon Update 2025
UPI Payment August New Rule
UPI Payment August New Rule

১. দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে

বর্তামনে এখন অনেকেই দিনের মধ্যে বারবার ইউপিআই অ্যাপে গিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেন। তবে ১ অগস্ট থেকে এই কাজটা আপনি দিনে সর্বোচ্চ ৫০ বার করতে পারবেন। যদি আপনি দুটি ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, যেমন Google Pay এবং PhonePe—তাহলে মোট ১০০ বার ব্যালেন্স দেখার সুযোগ থাকবে আপনার হাতে।

আর এর পেছনে কারণ খুবই সাধারণ। অনেকেই অপ্রয়োজনীয়ভাবে বারবার ব্যালেন্স চেক করেন, যার ফলে ইউপিআই সার্ভারে অকারণে চাপ পড়ে থাকে। এটা কমানোর জন্যই এই সীমাবদ্ধতা।

২. দিনে সর্বোচ্চ ২৫ বার মোবাইল-ব্যাঙ্ক লিঙ্ক চেক

নতুন ইউপিআই ব্যবহারকারীরা যখন প্রথমবার অ্যাকাউন্ট সেটআপ করেন, তখন ব্যাঙ্ক এবং মোবাইল নম্বর সঠিকভাবে যুক্ত আছে কি না, তা বারবার চেক করে থাকেন। এখন থেকে দিনে ২৫ বারের বেশি এই লিঙ্ক চেক করার সুযোগ থাকছে না।

এই নিয়ম মূলত নতুন ইউজারদের জন্য, যারা একাধিকবার চেষ্টা করে ব্যাঙ্ক লিঙ্ক করতে গিয়ে সার্ভারে চাপ তৈরি করে ফেলেন।

৩. পিক আওয়ারে অটো-পে বন্ধ থাকবে

যারা ইউপিআই অটো-পে ব্যবহার করেন, যেমন Netflix, OTT, EMI কিস্তি ইত্যাদির মাসিক কাটা—তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে।

নতুন নিয়ম অনুযায়ী, এই ধরনের অটো পে লেনদেন পিক আওয়ারে (যেমন সকাল ১০টা থেকে দুপুর ২টা) আর হবে না। এই সময় ব্যাঙ্কিং সার্ভারে অনেক বেশি চাপ থাকে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই শুধুমাত্র নন-পিক আওয়ারে এই লেনদেন সম্পন্ন হবে।

এর ফলে লেনদেন ব্যর্থ হওয়া বা বিলম্বিত হওয়ার সম্ভাবনাও কমবে বলে মনে করা হচ্ছে।

৪. পেন্ডিং লেনদেন স্টেটাস ৩ বার চেক করা যাবে

অনেক সময় আমরা টাকা পাঠানোর পর সেটা পেন্ডিং দেখায়, তখন টেনশন শুরু হয়—হলো না কেন? তাই বারবার গিয়ে আমরা সেটা চেক করে থাকে। এবার সেটা নিয়েও এসেছে নিয়ন্ত্রণ।

নতুন নিয়ম বলছে, আপনি কোনো পেন্ডিং লেনদেনের স্টেটাস সর্বোচ্চ ৩ বার চেক করতে পারবেন এবং প্রতিবার চেক করার মাঝে ৯০ সেকেন্ড সময়ের ব্যবধান রাখতে হবে।

এই নিয়মের কারণও পরিষ্কার—একই লেনদেন বারবার চেক করলেই সার্ভারের ওপর বাড়তি চাপ পড়ে, যা অনেক সময় সিস্টেম স্লো করে দেয় বা সার্ভার ডাউন করে দেয়।

৫. ইউপিআই অ্যাপ ও ব্যাঙ্কের ওপর নজরদারি বাড়বে

সব ইউপিআই অ্যাপ যেমন Google Pay, PhonePe, Paytm এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে NPCI নির্দেশ দিয়েছে যেন তারা তাদের সার্ভার API ব্যবস্থার উপর বিশেষ নজর রাখে।

যদি কোনো অ্যাপ বা ব্যাঙ্ক এই নির্দেশিকা না মানে, তাহলে NPCI তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বলে জানা যায় । জরিমানা থেকে শুরু করে অ্যাপ ব্যান পর্যন্ত হতে পারে।

এছাড়াও, ৩১ অগস্ট, ২০২৫-এর মধ্যে সব ইউপিআই সার্ভিস প্রোভাইডারদের NPCI-তে অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কেন এই পরিবর্তন?

এই পাঁচটি নিয়ম নতুন করে আনার মূল কারণ হলো দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও স্থিতিশীল, দ্রুত ও সুরক্ষিত করে তোলা। ইউপিআই এখন দেশের কোটি কোটি মানুষ ব্যবহার করে থাকেন। এর ফলে সার্ভারে একসঙ্গে অনেক চাপ পড়ে, অনেক সময় ব্যর্থ লেনদেন, বিলম্ব বা সিকিউরিটি সমস্যা তৈরি হয়।

RBI এবং NPCI বুঝতে পেরেছে, যদি এই ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টেকসই করতে হয়, তবে কিছু আচরণগত পরিবর্তন আনা জরুরি। এই পাঁচটি পদক্ষেপ সেই দিকেই বড় এক কদম।

সাধারণ মানুষের কী করণীয়?

আপনি যদি একজন সাধারণ ইউপিআই ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই পরিবর্তনগুলো আপনাকে খুব বেশি সমস্যায় ফেলবে না। শুধু কিছু অভ্যাসে বদল আনতে হবে—

  1. অপ্রয়োজনীয়ভাবে ব্যালেন্স চেক করা কমান
  2. অটো-পে সময় নিয়ে বুঝে ব্যবহার করুন
  3. পেন্ডিং ট্রানজ্যাকশনে বারবার স্টেটাস না চেক করে কিছুটা অপেক্ষা করুন
  4. ইউপিআই অ্যাপের নোটিফিকেশন বা আপডেট ফলো করুন

বর্তমানে ডিজিটাল লেনদেনের যুগে ইউপিআই আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। তার সঠিক ব্যবহারের জন্য কিছু নিয়ন্ত্রণ জরুরি। ১ অগস্ট, ২০২৫ থেকে শুরু হওয়া এই নতুন নিয়মগুলো তাই খুবই তাৎপর্যপূর্ণ। যদি আমরা সবাই এই নিয়ম মেনে চলি, তাহলে ইউপিআই ব্যবস্থাও আরও শক্তিশালী হবে, আর আমাদের লেনদেনও হবে আরও মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত।

আরও পড়ুন

১৬৫ কিমি রেঞ্জ! জিন্দাল মোবিলিট্রিক R40: মধ্যবিত্তের বাজেটে দুর্দান্ত ই-স্কুটার বাজারে আসছে - Jindal Electric Scooter

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button
error: Content is protected !!