Latest News

রাজ্যে HS রেজাল্ট নিয়ে বিরাট ঘোষণা! নিরিক্ষকদের জন্য জারি নিয়মাবলী, বাড়বে নম্বরও

Published by
BS Team

HS Exam Result :আপনি বা আপনার পরিবারে কেউ কি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। ইতিমধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত এবং এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের খাতা দেখার সংক্রান্ত বেশ কিছু নিয়মাবলীই ঘোষণা করেন। আর এই ঘোষণায় উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের এর জন্য দারুন সুখবর নিয়ে আসতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক এমন কিছু নিয়মাবলী ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফলাফলে আরো কিছু প্রভাব পড়তে চলেছে। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার মাধ্যম

আমরা সকলে জানি উচ্চমাধ্যমিক পাস করার পরে একজন ছাত্র বা ছাত্রী তার স্কুল জীবন শেষ করে পরবর্তী শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ কলেজ জীবনে প্রবেশ করে। তাই অবশ্যই উচ্চ মাধ্যমিকের ফলাফল ওই শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে। শিক্ষার্থীর ফলাফল ভালো হলে সে ভালো কলেজে কিংবা তার পছন্দমত নানা স্ট্রিমে এডমিশন নিয়ে তার ভবিষ্যৎ করতে পারে। এবার উচ্চ মাধ্যমিকের ফলাফলে আরো কিছু পজিটিভ ফলাফল আনতে নতুন পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আরো কিছু নাম্বার বাড়তে চলেছে এই নিয়ম চালু করায়। 

উচ্চ মাধ্যমিক খাতায় দেখায় উদার হস্ত

সাধারণত উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা উভয়ে চিন্তিত থাকে। কেননা হচ্ছে আমাদেরকে ফলাফলের উপর নির্ভর করে তার ভবিষ্যৎ জীবন। তাই এই লক্ষ্য কে সামনে রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক যে নিয়ম চালু করা হয়েছে তাতে বলা হয়েছে, এ বছরে পুরনো নিয়ম অনুযায়ী খাতা দেখা হবে না। অর্থাৎ পুরনো নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের খাতার খুবই কঠিনভাবে দেখা হতো যেখানে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের উপরের প্রভাব পরে যার ফলে ভালো ভালো বিশ্ববিদ্যালয় এডমিশন নিতে অসুবিধা হয়। 

 

যেহেতু আগামী বছর থেকে সেমিস্টারে সিস্টেমের মধ্যে উচ্চমাধ্যমিক আসতে চলেছে তাই এ বছরে খাতা দেখার ক্ষেত্রে  যথেষ্ট খোলা হাতে পরীক্ষার্থীদের খাতা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চ মাধ্যমিক সংসদ কর্তৃক যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তা নিম্নরূপ আলোচনা করা হলো

  • প্রতিবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয় সহ বিভিন্ন বিষয়ে সিলেবাস বহির্ভূত কিছু প্রশ্ন করা হয়েছে যার মাধ্যমে চিন্তায় ভুগছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। ঠিক এ কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক জানানো হয়েছে যারা ওই সমস্ত প্রশ্নের উত্তর দিবেন,  তাদের যেন পূর্ণ নম্বর দেওয়া হয়।

 

  • এছাড়াও চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু গ্রামার প্রশ্নের একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিরীক্ষকরা সঠিক মনে করলে তার পূর্ণমান দিতে হবে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে উত্তরপত্র দেওয়া হয়েছে তা মেনেও উত্তর ঠিক থাকলে পূর্ন নম্বর দেওয়া হবে।

 

  • যে সমস্ত পরীক্ষার কোন প্রশ্নের উত্তর সঠিক করেছেন সেই ক্ষেত্রে কোন অতিরিক্ত নম্বর না কেটে পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

  • এর পাশাপাশি কেজিং এর নম্বর তোলা এবং লুজ সিট এর গরমিল সংক্রান্ত বিষয়ে নিরীক্ষকদের বেশি নজরদারি দিয়ে উত্তরপত্র দেখতে বলা হয়েছে।

 

  • স্ক্রুটিনি এবং রিভিউ এর ক্ষেত্রে সাবধানতা বজায় রেখে কাজ করার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক।

 

এই নির্দেশগুলির একটাই কথা ফুটে উঠে সেটা হল এ বছরের খাতা নিরক্ষকদের উদার হস্তে দেখতে হবে । এর পিছনে কারণ হলো এবছরের ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্নকরণ করা। 

১২ লক্ষ ওবিসি বাতিল নিয়ে বিরাট পদক্ষেপ! রাজ্য সরকার নিল বিরাট সিদ্ধান্ত, দেখুন বিস্তারিত – West Bengal OBC Case Update

BS Team

Recent Posts