মাধ্যমিক রেজাল্ট প্রকাশে বিলম্ব! একাদশে ভর্তি নিয়ে অনিশ্চয়তা – WB Madhyamik Result 2025

রেজাল্ট প্রকাশে বিলম্বের আশঙ্কা, একাদশ শ্রেণির ভর্তি নিয়েও অনিশ্চয়তা

WB Madhyamik Result 2025: এবার রাজ্যল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।এদিকে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার ঘটনায় রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থা কঠিক চাপে রয়েছে। একদিকে যেমন দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট তার সঙ্গে শিক্ষকদের চাকরি বাতিলে বিদ্যালয়গুলি নাস্তানাবুদ। অন্যদিকে মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রে দেখা দিয়েছে বিলম্বের আশঙ্কা। এই পরিস্থিতি রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারকে এক প্রকার মানসিক দুশ্চিন্তায় রেখেছে শিক্ষা দপ্তর।

শিক্ষক ঘাটতি ও মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন।এদিকে স্কুল সার্ভিস কমিশন (SSC) দুর্নীতি মামলার জেরে হাই কোর্টের নির্দেশে রাজ্যের ২৬ হাজারেরও বেশি শিক্ষক সহ শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নে অংশ নিয়ে থাকেন। এবার খাতা দেখা নিয়েও উঠছে নানান ধরনের প্রশ্ন। অভিভাবক মহল থেকে শুরু করে শিক্ষাবিদদের মধ্যে একাংশ দাবি করছেন যে,    এক্ষেত্রে অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষকরা যদি খাতা দেখেন, তবে রেজাল্টের সঠিকতা ও স্বচ্ছতা নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

wb Madhyamik Result 2025

এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষক তালিকা সরাসরি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি থেকে পাঠানো হয়, যার ফলে পর্ষদ নিশ্চিতভাবে জানে না যে চাকরি বাতিল হওয়া কেউ খাতা মূল্যায়ন করেছেন কি না? তবে এদিকে বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

মাধ্যমিক রেজাল্ট প্রকাশে বিলম্বের সম্ভাবনা:

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাধারণত মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। তবে চলতি বছরের মাধ্যমিক রেজাল্ট প্রকাশের ঘটনায় সেই সময়সূচি পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল রয়েছে । একদিকে শিক্ষক ঘাটতির অন্যদিকে প্রশাসনিক জটিলতা পাশাপাশি আইনি জটিলতার কারণে খাতা মূল্যায়ন ও স্ক্রুটিনি প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

এই বিলম্বের ফলে শুধুমাত্র ফল প্রকাশেই নয়, একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়াও প্রভাবিত হবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরাই। যেহেতু মাধ্যমিক রেজাল্টের উপর ভিত্তি করেই উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের সাবজেক্ট বাছাই ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। ফলে বিলম্বিত রেজাল্ট প্রকাশ মানেই শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর বিরূপ প্রভাব পড়া।

 

খাতা বাতিল ও ফল রোধ – অতিরিক্ত চাপের কারণ:

ইতিমধ্যে পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৪৬ জন পরীক্ষার্থীর ফলাফল বাতিল করা হয়েছে এবং ২ জনের ফল প্রকাশ করা হয়নি। এর ফলে আরও একটি বিতর্কের জন্ম নিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে শুধুমাত্র পরীক্ষার্থী নয়! শিক্ষক নিয়োগেই যদি অনিয়ম হয়ে থাকে, তাহলে খাতা মূল্যায়ন, পরীক্ষার সুষ্ঠতা এবং ফলাফলের স্বচ্ছতা নিয়েও গভীরভাবে ভাবার সময় এসেছে।

 Read More :এপ্রিলে রাজ্য সরকারি কর্মী গোল্ডেন গিফট! আকাশে বাতাসে খুশির সংবাদ – WB Govt Employees Update 2025

পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

বর্তমানে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকগন। কিছু পড়ুয়া ইতিমধ্যেই কোচিং বা একাদশ শ্রেণির প্রস্তুতিও শুরু করেছে। এদিকে দ্রুত ফল প্রকাশ না হলে, তাদের বিষয় বেছে নেওয়া এবং ভবিষ্যতের পরিকল্পনা পিছিয়ে যাচ্ছে। অনেক পড়ুয়া আবার স্ক্রুটিনি বা রিভিউয়ের কথা ভাবছে, কিন্তু সেই প্রক্রিয়াও যথাসময়ে শুরু হবে কি না এ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

প্রশাসনের দিক কী করনীয় :

এহেন পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা রক্ষা করতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকারের উচিত অবিলম্বে একটি পরিষ্কার ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। কোন শিক্ষক খাতা দেখেছেন সেই যাচাই প্রক্রিয়া তার সম্পর্কে যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা দরকার। একইসাথে রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ জানানো এবং ভর্তি প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় সে দিকেও কড়া নজর দেওয়া উচিত প্রশাসনকে।

TSC-তে ৪২,০০০ হাজার কর্মী নিয়োগ অতিসত্বর, লাখ লাখ তরুণের মুখে হাসি

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.

Related Articles

Back to top button