ফের রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সিদ্ধান্ত! কবে এবং কেন ছুটি দেখেনিন বিস্তারিত – WB School Holiday

ফের রাজ্যের বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সিদ্ধান্ত! কবে এবং কেন ছুটি দেখেনিন বিস্তারিত - WB School Holiday

WB School Holiday:  রাজ্যে গরম র ছুটির পর, পরপর কয়েকবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটির পাশাপাশি অতিরিক্ত বিভিন্ন অনুষ্ঠানিক ছুটি দিয়েছে রাজ্য সরকার। এবার ফের সরকারি ছুটির ঘোষণা করেছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে। ঐদিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে স্কুল শিক্ষা বিভাগ। আসুন এই প্রতিবেদনে সংশ্লিষ্ট খবর সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক

কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী ২১ জুলাই ২০২৫ (সোমবার) তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আর এই সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণার পিছনে মূল কারণ হল ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস, যা প্রতি বছর ২১ জুলাই পালন করা হয়। ফলে শহরের যানবাহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এবং অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই রাজ্যের একাধিক স্কুল কর্তৃপক্ষ ওইদিন ছুটি ঘোষণা করেছে।

সম্পর্কিত পোস্ট

ব্যবসা নিজের, টাকা সরকারের! ২ লক্ষ টাকা লোন এক ক্লিকে - Central MSME Loan Scheme

২১ জুলাই শহিদ দিবস: কী এই দিন?

১৯৯৩ সালের ২১ জুলাই কলকাতায় তৎকালীন যুব কংগ্রেসের সভায় পুলিশের গুলিতে ১৩ জন কর্মী নিহত হয়ে থাকেন। সেই ঘটনার স্মরণে প্রতিবছর ২১ জুলাই তৃণমূল কংগ্রেস শহিদ দিবস হিসেবে পালন করেই চলেছে। তৃণমূল ক্ষমতায় আসার পর এই দিনটি কলকাতার রাজনৈতিক ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতি বছর লক্ষ লক্ষ কর্মী সমর্থক রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতার ধর্মতলা ও পার্শ্ববর্তী এলাকায় এসে জমায়েত করে থাকেন। ফলে শহরে বিশাল ভিড় ও ট্র্যাফিক জ্যাম দেখা দেয়। এসব কারণে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয় এবং ঐদিন শহরের স্বাভাবিক কার্যকলাপ প্রভাবিত হয়। ঠিক এই পরিস্থিতির জন্যই রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান অগ্রিম সিদ্ধান্ত নিয়ে স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছে।

কোন কোন স্কুলে ছুটি থাকবে?

  1. কলকাতার বহু সরকারি এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে অভিভাবকদের জানিয়ে দিয়েছে যে ২১ জুলাই (সোমবার) তাদের স্কুল বন্ধ থাকবে।
  2. বিশেষ করে ধর্মতলা, এসপ্ল্যানেড, সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট, বৌবাজার, মৌলালি ইত্যাদি এলাকায় অবস্থিত স্কুলগুলিতে এই ছুটি কার্যকর করা হচ্ছে।
  3. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় থাকা বেশ কিছু সরকারি স্কুলেও ২১ জুলাই ক্লাস হবে না বলে জানা যায়।
  4. কিছু স্কুল ১৯ জুলাই শনিবার পড়াশোনা অনলাইনে করিয়ে ২১ জুলাই ছুটি দিচ্ছে।

সরকারি ছুটি নয়, তবে ‘সতর্কতা ছুটি’ ঘোষণা

এখানে উল্লেখযোগ্য বিষয় হল, ২১ জুলাই কোনও সরকারি ছুটি কিন্তু নয়। অর্থাৎ রাজ্য সরকারের তরফে অফিস বা স্কুলে ছুটির আদেশ জারি করা হয়নি। তবে স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি বিচার করে নিজেদের মত করে ছুটি দিচ্ছে, যাকে অনেকেই ‘সতর্কতা ছুটি’ বলে মনে করছেন।

যেহেতু ওইদিন শহরের যানবাহন ব্যবস্থা বিঘ্নিত হতে পারে, তাতে স্কুলে যাওয়া আসা সমস্যাও তৈরি করতে পারে। অভিভাবকরাও অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন।

শহরে যান চলাচল নিয়ে পুলিশের নির্দেশিকা

কলকাতা পুলিশ ইতিমধ্যেই একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। শহরে লাখ লাখ তৃণমূল কর্মী একত্রিত হওয়ার কথা মাথায় রেখে ট্র্যাফিক রুটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ২১ জুলাই সকাল ৬টা থেকে রাত পর্যন্ত একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে:

  • রেড রোড, ধর্মতলা, বি.বি.ডি. বাগ, এসপ্ল্যানেড – পুরোপুরি নিয়ন্ত্রিত
  • হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি – আংশিক পরিবর্তন
  • স্কুল বাস ও ব্যক্তিগত গাড়ির চলাচলেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এমন পরিস্থিতিতে স্কুলে ছাত্রছাত্রীদের আসা-যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে, এমনটাই মনে করছেন অনেকে।

স্কুল কর্তৃপক্ষ কী বলছে?

অনেক বেসরকারি স্কুল যেমন—La Martiniere, St. Xavier’s Collegiate, South Point, Modern High School—ইতিমধ্যেই তাদের নিজস্ব নোটিশ বোর্ড ও WhatsApp গ্রুপের মাধ্যমে জানিয়ে দিয়েছে ২১ জুলাই ক্লাস হবে না অর্থাৎ বন্ধ থাকবে।

কলকাতার এক স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন,

“সেই দিনটি নিয়ে ট্র্যাফিক পরিস্থিতি অনিশ্চিত। অভিভাবকদের নিরাপত্তা এবং ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা হবে বলেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অভিভাবকরা কী বলছেন?

এর মধ্যে অনেক অভিভাবকই স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কলকাতার বেহালার এক বাসিন্দা, অনিন্দিতা সেন বলেন,

“আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে। ওর স্কুল ধর্মতলা অঞ্চলে। সেইদিন রাস্তায় এত ভিড় ও বিশৃঙ্খলা থাকে যে যেতে ভয় লাগে। স্কুল বন্ধ হলে অন্তত চিন্তা থাকে না।”

বিকল্প ব্যবস্থা – অনলাইন ক্লাস?

এদিকে বেশ কিছু স্কুল তাদের নিয়মিত ক্লাস অনলাইনেই নিতে চায় ওইদিন। অনলাইন ক্লাসের সুবিধা হলে ছাত্রছাত্রীদের পড়াশোনা চলতে পারে এবং নিরাপত্তারও ঝুঁকি কমে। কিন্তু সরকারি স্কুলে এমন সুবিধা নেই।

একজন স্কুল শিক্ষক জানান,

“আমরা Zoom-এ ওইদিন ক্লাস চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিশেষ করে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এটা খুব দরকার।”

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

  • ২১ জুলাই মেট্রো পরিষেবা চালু থাকবে, তবে ভিড় হতে পারে বলে অনুমান।
  •  এদিকে বহু সরকারি অফিস খোলা থাকবে, তবে কর্মী উপস্থিতি কম থাকবে বলে মনে করা হচ্ছে।
  • জানা যায়, ধর্মতলার সভায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেবেন দুপুর ১টার পরে।
  • শহরের বিভিন্ন প্রবেশপথে কড়া নিরাপত্তা ও চেকিং চালানো হবে বলে জানা যায় ।

২১ জুলাই শহিদ দিবস ঘিরে কলকাতায় প্রতি বছরই রাজনীতি, জনসমাগম ও নিরাপত্তা—সবই একসঙ্গে জড়িত থাকে। এদিকে এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। স্কুল-কলেজের ছুটি, ট্র্যাফিক পরিবর্তন ও নিরাপত্তা ব্যবস্থা – সবকিছুই এই দিনের তাৎপর্যকে বোঝায়।

অভিভাবক, ছাত্রছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা থাকলে এই ছুটি এবং তার ফলাফল অনেকটাই ইতিবাচক হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তৃণমূলের শহিদ দিবস যেমন রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ, তেমনই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন

HDFC ECSS Scholarship : প্রথম থেকে উচ্চ শ্রেণি পর্যন্ত সর্বাধিক ৭৫,০০০ টাকা, এখনই আবেদন করুন

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button
error: Content is protected !!