WB School Summer Vacation Update :ফের গরমে ছুটি? রাজ্যের স্কুলে পঠনপাঠনে ফের ছেদ! কী বলছে নবান্ন? জানুন সবিস্তারে

WB School Summer Vacation Update :ফের গরমে ছুটি? রাজ্যের স্কুলে পঠনপাঠনে ফের ছেদ! কী বলছে নবান্ন? জানুন সবিস্তারে

WB School Summer Vacation Update : বাংলার আবহাওয়া যেন দিনে দিনে আরও ভয়ঙ্কর রূপ ধারন করতে চলেছে। স্কুল খুলতেই গরমের চরম দাপট শুরু হয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেই সঙ্গে রাজ্যে চলছে দমবন্ধ করা উষ্ণ বাতাস ও রোদ্রদাহ। এমন অবস্থায় স্কুল খুললেও পড়ুয়াদের উপস্থিতি কার্যত অর্ধেকেরও কম। অন্যদিকে অভিভাবকরা উদ্বিগ্ন, শিক্ষকরাও চিন্তিত। আর সেই কারণেই ফের একবার স্কুল বন্ধ করার বিষয়ে বিবেচনা করছে নবান্ন।

WB School Summer Vacation Update

বাংলার বর্তমান তাপমাত্রার চিত্র

আমরা সকলেই জানি, গত কয়েক সপ্তাহের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল ঠিকই, কিন্তু স্কুল খুলতেই গরম আবার নিজের রূপ দেখাতে শুরু করেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কয়েকদিনের মধ্যে কলকাতায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

দেখেনিন জেলার ভিত্তিতে গড় তাপমাত্রা (৪ জুন ২০২৫)

জেলাগড় তাপমাত্রা (°C)আবহাওয়ার অবস্থা
কলকাতা40.2রোদ্রদাহ
পূর্ব মেদিনীপুর41.5দাবদাহ
বাঁকুড়া42.1তপ্ত বাতাস
পুরুলিয়া41.8শুকনো গরম
হাওড়া39.9অস্বস্তিকর গরম

স্কুল খুললেও ছাত্র-ছাত্রী নেই! অভিভাবকদের দুশ্চিন্তা

আমরা সকলে জানি, মে মাসের ৩১ তারিখ পর্যন্ত রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি চলছিল। ২ জুন থেকে আবার পঠনপাঠন শুরু হলেও গরমের তীব্রতায় অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না। একাধিক স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি ৩০-৪০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

কী বলছে নবান্ন?

জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার ফের একবার গরমের ছুটি বাড়ানো বা আংশিক ক্লাস চালু রাখার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে সংশ্লিষ্ট দপ্তরের তরফে বিকল্প ব্যবস্থা হিসেবে Morning School চালুর নির্দেশ দেওয়া হয়েছে কয়েকটি জেলায়।

কোন জেলায় কী নির্দেশ?

জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে কয়েকটি জেলায় স্কুলের সময় পরিবর্তন করে সকাল সকাল ক্লাস নেওয়ার নির্দেশপ জারি করা হয়েছে।

Morning School কার্যক্রম (৪ জুন – ২০ জুন)

জেলানতুন ক্লাস টাইমিংকার্যকারিতা সময়সীমা
পুরুলিয়াসকাল ৬:৩০ – সকাল ৯:০০৪ জুন – ২০ জুন
পূর্ব মেদিনীপুরসকাল ৬:৩০ – সকাল ৯:০০৪ জুন – ২০ জুন
বাঁকুড়াসকাল ৬:৩০ – সকাল ৯:০০৪ জুন – ২০ জুন
পশ্চিম বর্ধমানবিবেচনাধীনআপডেট অপেক্ষায়
কলকাতাচূড়ান্ত সিদ্ধান্ত বাকিনবান্ন পর্যবেক্ষণে আছে

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, ১০ বছরের কম বয়সী শিশুরা সহজেই হিট-রিলেটেড অসুখে আক্রান্ত হতে পারে। তাদের পক্ষে ঘর্মাক্ত অবস্থায় কয়েক ঘণ্টা ক্লাস করা মারাত্মক হতে পারে।

 শিশুদের জন্য গরমে করণীয়

পরামর্শব্যাখ্যা
জল পানের পরিমাণ বাড়ানোদিনে অন্তত ৩-৪ বার পানি খাওয়ানো উচিত
হালকা, ঢিলে পোশাক পরানোযাতে গরমে শরীর ঘামে এবং বাতাস চলাচল করতে পারে
মাথা ঢাকা রাখতে বলাছাতা, টুপি অথবা গামছা দিয়ে রোদ থেকে রক্ষা
দুপুরে বাইরে বের না হওয়াদুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শিশুদের বাইরে যেতে নিষেধ

 কী হতে পারে আগামী সিদ্ধান্ত?

জানা গিয়েছে, নবান্ন দপ্তর আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে পারে। সেই অনুযায়ী শিক্ষামন্ত্রকের তরফে কলকাতা ও অন্যান্য জেলায় School Holiday সংক্রান্ত নির্দেশ যে কোনো সময় আসতে পারে বলে অনুমান করা হচ্ছে ।

সারাংশে বলা যায়, এই গরমে শিশুদের স্বাস্থ্যই এখন অগ্রাধিকার। তাই আগামী দিনগুলোতে ছুটি বাড়ানো বা morning school ব্যবস্থাকেই রাজ্য সরকার বেছে নিতে পারে। এই সংক্রান্ত আরও আপডেট আসলে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.
Back to top button
Join Telegram Join WhatsApp