SSC-র মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি চলতি মাসেই! কারা ও কীভাবে সুযোগ পাবেন? – WB SSC Upcoming Recruitment Process
SSC-র মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি চলতি মাসেই! কারা ও কীভাবে সুযোগ পাবেন? - WB SSC Upcoming Recruitment Process
শুধু একটি রায়ের মাধ্যমে যেন গোটা ভবিষ্যৎটাই বদলে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ের ফলে চাকরি হারানোর পথে ছিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীগন। বাতিল করা হয়েছিল ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC) পুরো প্যানেল যদিও বর্তমানে কিছুটা স্বস্তি মিলেছে।অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পরে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করল রাজ্য SSC বোর্ড। জানা যাচ্ছে, চলতি মাসেই প্রকাশ পেতে পারে নতুন বিজ্ঞপ্তি।
সম্পর্কিত পোস্ট
যুবশ্রী প্রকল্প অতীত! কেন্দ্র সরকার দিচ্ছে মাসিক 5,000, মাধ্যমিক পাশে - PM Internship Scheme 2025নিয়োগে আসছে বদল – SSC ভাবছে স্বচ্ছতা নিয়ে
রাজ্য শিক্ষাদপ্তর সূত্রে খবর, আগের দুর্নীতিমূলক প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়েই এবার SSC বদল আনতে চলেছে পরীক্ষার বিভিন্ন নিয়মে। ওএমআর শিটে পরীক্ষা আগের মতোই হবে, কিন্তু এবার পরীক্ষার্থীদের দেওয়া হতে পারে কার্বন কপিও, যাতে পরবর্তীতে তারা ঘরে বসে নিজের উত্তরপত্র মিলিয়ে নিতে পারেন। এছাড়াও ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে, যাতে তথ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা কমে যাবে বলে মনে করা হচ্ছে।
ইন্টারভিউ নিয়মেও পরিবর্তন আসতে পারে
SSC-র তরফে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ইন্টারভিউ রাউন্ডেও নতুন নিয়ম লাগু করা হতে পারে। এছাড়াও সংশ্লিষ্ট প্যানেলের মেয়াদ এক বছরের বদলে বাড়ানো হতে পারে আরও ৬ মাস, যাতে সঠিক প্রার্থীরা যোগ্য সময়সীমার মধ্যে পেতে পারেন।
চাকরি হারানোদের কান্না আর ক্ষোভ
প্রায় ২৬ হাজার প্রার্থী যাঁরা আগে “যোগ্য” হিসেবে নিয়োগ পেয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ চাকরি হারিয়ে পথে বসেছেন। এদিকে শীর্ষ আদালতের নির্দেশে শিক্ষকরা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন, তবে অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে তেমন কোনো ছাড় নেই যা সুপ্রিম কোর্ট কর্তৃক স্পষ্ট করে দেয়। তবে রাজ্য সরকার তাদের জন্য ইতিমধ্যে ভাতা প্রদান করার কথা বলেছেন।
তাই চাকরিহারারা ক্ষোভে ফেটে পড়েছেন। অন্যদিকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তাদের মধ্য থেকে অনেকেই । তাদের মধ্য থেকে জানানো হয়, আবার নতুন করে পরীক্ষা দিতে চাইনা তারা। তাঁদের দাবি, “আমরা একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আবার কীসের পরীক্ষা?” অন্যদিকে শীর্ষ আদালতের নির্দেশে প্রশাসন ব্যাকফুটে, জানিয়ে দেওয়া হয়েছে—এখন নতুন নিয়োগ ছাড়া আর কোনো পথ নেই তাদের হাতে।
SSC-এর সামনে বড় চ্যালেঞ্জ
SSC-এর কাছে বর্তমানে এটি এক বড় চ্যালেঞ্জ। একদিকে পুরনো চাকরিহারাদের ক্ষোভ, অন্যদিকে নতুন নিয়োগের দায়—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া চালানোই এখন তাদের মূল লক্ষ্য বলে জানা যায়।
তবে? এইবার কারা সুযোগ পাবেন, কে বাইরে থাকবেন—জানাবে সময়
SSC-এর নতুন পরীক্ষায় যারা অংশ নেবেন, তাঁদের ভবিষ্যৎ তো নির্ধারিত হবেই, কিন্তু যাঁরা ইতিমধ্যে চাকরি পেয়েও হারালেন, তাঁদের লড়াই এখনও শেষ হয়নি। তাদের একাংশের দাবি সময় বলবে, শীর্ষ আদালতের এই এক কলমের আঁচড় ভবিষ্যতের জন্য ঠিক কতটা সঠিক ছিল।
তবে অবশেষে SSC-র মাধ্যমে নতুন করে শুরু হতে চলেছে শিক্ষক ও অশিক্ষক নিয়োগের প্রক্রিয়া। তবে পুরনোদের ক্ষোভ, নতুনদের প্রস্তুতি—এই দুইয়ের সংঘাতেই তৈরি হচ্ছে এক নতুন অধ্যায়। বর্তমানে SSC-এর উপর রয়েছে রাজ্যের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার দায়। দেখার বিষয়, কতটা স্বচ্ছ ও দ্রুত হতে পারে এই নতুন নিয়োগ। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন –