তরুণের সপ্ন প্রকল্প! রাজ্যের দশম পাশ হলে পাবেন ১০ হাজার টাকা – WB Taruner Swapna Prakalpo

তরুণের সপ্ন প্রকল্প! রাজ্যের দশম পাশ হলে পাবেন ১০ হাজার টাকা - WB Taruner Swapna Prakalpo

WB Taruner Swapna Prakalpo : রাজ্যের মাধ্যমিক পাস পড়ুয়াদের জন্য দারুন সুসংবাদ। কেননা আপনি যদি রাজ্যের অধীনে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার জন্য রাজ্য সরকার কর্তৃক ১০,০০০ টাকার তরুনের সপ্ন প্রকল্পের সুবিধা দিতে যাচ্ছেন। এক্ষেত্রে শুধুমাত্র আপনাকে দশম শ্রেণী পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের সরকারি যে কোন প্রতিষ্ঠান থেকে এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আজকের এই প্রতিবেদনে আমরা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যাতে অতি সহজেই এই প্রকল্প আপনি পেয়ে যেতে পারেন।

WB Taruner Swapna Prakalpo

সাধারণত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বাসিন্দাদের জন্য প্রতিনিয়ত নানা ধরনের জনমুখী প্রকল্প নিয়ে আসেন। এবার তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হিসেবে বর্তমানে চিহ্নিত হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প। এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাশ পড়ুয়া এককালীন ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে। রাজ্য সরকার কর্তৃক এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে এবং বর্তমানে কয়েক বছর ধরে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন রাজ্যের ছাত্রছাত্রীরা।

 

আমরা কম বেশি সকলে জানি রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য জনমুখী প্রকল্প নিয়ে আসেন তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সবুজ সাথী, বেকার ভাতা এছাড়াও বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন যার মাধ্যমে সকল প্রকার মানুষ উপকৃত হচ্ছেন। এবার আরো এক প্রকল্পের কথা বলতে যাচ্ছি যার নাম উপরে উল্লেখ করা হয়েছে তার সম্বন্ধে। এই প্রকল্পের সুবিধা আপনি অতি সহজে নিতে পারবেন এবং আপনাকে আলাদা করে কোন সাইবার ক্যাফে কি

মেয়েদের বিনামূল্যে ট্রেনিং কেন্দ্র সরকারের! আত্মনির্ভর করতে নব্যা যোজনার সুচনা -Central Navya Yojna for free training

আবেদনও করতে হবে না।

তরুণের সপ্ন প্রকল্প 

এই প্রকল্পের নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প। এ ধরনের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের পড়ুয়াদের অর্থাৎ বিশেষ করে যারা মাধ্যমিক পাস করে ভর্তি হবেন সেই সমস্ত পড়ুয়াদের এককালীন ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা তারা নিতে পারবেন যারা দশম শ্রেণি পাস করে একাদশে ভর্তি হয়েছেন। সরাসরি স্কুল কর্তৃক এই প্রকল্পের আবেদন করা হবে এবং আপনার একাউন্টে 10 হাজার টাকা দেওয়া হবে।

 

এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি :

এ প্রকল্পে মূল উদ্দেশ্য হলো মাধ্যমিক পাস করা অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের মোবাইল অর্থাৎ ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা আর খুব সাহায্য দেওয়া। বিশেষ করে করোনার পর থেকে অনলাইন নিয়ে

রাজ্যে সহজেই পাবেন EWS সার্টিফিকেট! রাজ্য সরকারের জারি করলো নতুন নির্দেশিকা - WB EWS Certificate Notice 2025

বিভিন্ন ক্লাস করার প্রবণতা বেড়ে যায় ঠিক তার পরেই রাজ্য সরকার কর্তৃক এই সিদ্ধান্ত নেওয়া হয় যাতে পড়ুয়ারা ঘরে বসেও অনলাইনে পড়াশোনা করতে পারে। তাইতো রাজ্য সরকার কর্তৃক এই ১০০০০ টাকা দেওয়া হয়।

 

আবেদন ও যোগ্যতা : 

এই প্রকল্পে আবেদন করতে আলাদা কোনো যোগ্যতা থাকতে হবে না যেহেতু প্রার্থীরা শুধুমাত্র দশম শ্রেণীর পাশ করে একাদশে ভর্তি হয়েছেন তারাই পাবেন তাই এই যোগ্যতা থাকলেই সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি অবশ্যই প্রার্থীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। রাজ্যের যে কোন সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে আবেদন করতে হবে না স্কুল কর্তৃক এই আবেদন প্রক্রিয়ার সম্পাদন করা হবে। জরুরি সমস্ত ডকুমেন্টস নিয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Website Link

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.
Back to top button
Join Telegram Join WhatsApp