উক্ত নিয়োগ প্রক্রিয়ায় একাধিক জোনে কর্মী নিয়োগ করা হবে। তবে কলকাতা, মালদা ও শিলিগুড়ি এই তিনটি জোনের ক্ষেত্রে পদ অনুযায়ী শূন্যপদের বিন্যাস দেওয়া হলো- •কলকাতা - ১৩৮২ •মালদা - ১৯৮ •শিলিগুড়ি - ৪০
একাধিক পদের ক্ষেত্রে একাধিক সিলেকশন প্রোসেস রয়েছে। তবে মোটামুটি সব পদের ক্ষেত্রেই সর্বপ্রথমে CBT বেস্ট কম্পিউটার টেস্ট নেয়া হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তাদের পরবর্তী ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এছাড়াও কিছু কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট রয়েছে।