27 জুনের মধ্যেই মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র 25 শতাংশ অর্থ, গত 16 মে নবান্নকে এমন নির্দেশই দিয়েছিল দেশের শীর্ষ আদালত

কিন্তু আদৌ কি 27 জুনের মধ্যে বকেয়া DA-র 25 শতাংশ টাকা ফেরত পাবে রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা?

সরকারি কর্মীরা আশা করছেন যে, ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে নবান্ন বকেয়া DA নিয়ে ঘোষণা করতে পারে

রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হলে 41,770 কোটি টাকা খরচ হবে

তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সেই অর্থের অন্তত 25 শতাংশ অর্থাৎ 10 হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে।

25 শতাংশ মহার্ঘ ভাতা বাদে বাকি অংশ নিয়ে শুনানি হবে, আগামী আগস্ট মাসে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অতিসত্বর রাজ্য সরকারি কর্মীদের 25 শতাংশ বকেয়া DA মেটাতে হবে রাজ্যকে

বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় ভরসা রেখে 25 শতাংশ বকেয়া DA প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী