বিদুৎ দপ্তরে ১০০০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, শেষ তারিখ ১০ সেপ্টেম্বর -Power Grid Corporation Job Recruitment

চাকরিপ্রার্থীদের জন্য আবারো আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে। যেখানে কয়েক হাজার পদে কর্মী নিয়োগ করা হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় একাধিক শূন্য পদ রয়েছে যেমন ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার সায়েন্স, অ্যাসিস্ট্যান্ট পদ। এই পদ গুলোতে রাজ্যের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই আর দেরি না করে চাকরির সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। নিম্নে আবেদন পদ্ধতি, যোগ্যতা, আবেদনকারীর বয়স, বেতন, আবেদন মূল্য, আবেদন কবে শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য জানানো হলো।

Power Grid Corporation Job Recruitment 2024

Department Power Corporation Of India
Name of The Post Apprentice
No. Of Posts1000 (approx)
Age Limit  20 Years to Above
Salary13,500 -17,500 monthly

শূন্য পদের নাম :
রাজ্যে গ্রেড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে তরফে যে কর্মী নিয়োগ করা হবে এখানে শূন্য পদের নাম অ্যাপ্রেন্টিস।

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

মোট পদের সংখ্যা :
অ্যাপ্রেন্টিস পদে যে কর্মী নিয়োগ করা হবে এখানে সর্বমোট শূন্য পদ রয়েছে ১০০০ টি। তবে পরবর্তীকালে এই শূন্য পদের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

• মাসিক বেতন :
উক্ত পদে প্রার্থী বাছাইয়ের পর আবেদনকারীর মাসিক বেতন ন্যূনতম ১৩,৫০০ টাকা থেকে ১৭,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমা :
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর। কুড়ি বছর ঊর্ধ্বে সকল চাকরি প্রার্থীরাই উক্ত পদে আবেদন যোগ্য।

যোগ্যতা :
অ্যাপ্রেন্টিস পদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ITI, ডিপ্লোমা, বিটেক, বিএসসি, স্নাতক, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর প্রভৃতির ডিগ্রি সম্পন্ন করতে হবে।

আবেদন পদ্ধতি :
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম গ্রেড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে সর্বপ্রথমে আবেদনকারী কে একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে পরবর্তীকালে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করে নিতে হবে। লগইন করার পর আবেদনকারীর সামনে আবেদন পত্রটি খুলে যাবে। এবার আবেদন পত্রে উল্লেখিত তথ্যগুলি সঠিকভাবে প্রদান করতে হবে। আবেদন পত্রটি পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের শেষ তারিখ :
গ্রেড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা চলবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী প্রার্থীরা দ্রুত অনলাইনে মাধ্যমে আপনাদের আবেদন পত্রটি সম্পন্ন করুন।
এছাড়া ওই চাকরি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে এর অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন। আপনাদের সুবিধার্থে এর অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক নিচে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

 

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button