অবশেষে রাজ্যে গরমের ছুটি ঘোষণা শিক্ষামন্ত্রীর! সরকারি ও বেসরকারি স্কুল নিয়ে বিরাট সিদ্ধান্ত – WB Summer Vacation Announced 2025

অবশেষে রাজ্যে গরমের ছুটি ঘোষণা শিক্ষামন্ত্রীর! সরকারি ও বেসরকারি স্কুল নিয়ে বিরাট সিদ্ধান্ত - WB Summer Vacation Announced 2025

WB Summer Vacation Announced 2025: বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে গরমের তীব্রতা নতুন রূপে দেখা দিয়েছে। দিনের পর দিন সূর্যের দাপটে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন গরমের প্রকোপ আরও ভয়াবহ হয়ে উঠছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী, বয়স্ক এবং সবচেয়ে বেশি কষ্টে পড়ছে শিশুরা। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীদের মধ্যে মাথা ঘোরা, পানিশূন্যতা, বমি বমি ভাব, অসুস্থতা বাড়তে শুরু করেছে চরম হারে।

এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার সময়োপযোগী এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

সম্পর্কিত পোস্ট

লক্ষীর ভান্ডার ১,০০০ নয়, পাবেন ১,৮০০? সোস্যাল মিডিয়ায় তোলপাড় শুরু এই নিয়ে - WB Lashmir Bhandar Update

WB Summer Vacation Announced 2025

ক্রমবর্ধমান গরমের দাপটে বিপন্ন জনজীবন

যদিও এবারের গ্রীষ্মে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের তীব্রতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিকে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ একাধিক জেলায় প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির কাছাকাছি বিরাজ করছে। আবহাওয়া দফতরের মতে, আবহওয়ার এই অবস্থা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

আমরা সকলেই জানি, তাপপ্রবাহের কারণে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই নয়, সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে কোমলমতি শিশুরা। গরমের সময় দীর্ঘ যাতায়াত, ক্লাসরুমে দীর্ঘক্ষণ বসে থাকা, অপ্রতুল পানীয় জলের ব্যবস্থা – সব মিলিয়ে ঝুঁকির মাত্রা অনেকটাই বেড়েই চলেছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব

বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে দাড়িয়েছে। অনুমান করা হচ্ছে, গরমের মাঝে ছোট ছোট শিশুরা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় শরীরে পানির ঘাটতি, ক্লান্তি এবং হিট স্ট্রোকের মতো গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারে। অনেক স্কুলে পর্যাপ্ত ঠাণ্ডা পরিবেশ, শীতল পানীয় জল, বা এয়ার কুলারের ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে।

তাই এমন অবস্থায় সরকার যদি সময়মতো পদক্ষেপ না নিত, তাহলে অসুস্থতার পরিমান দ্রুত বাড়তে পারত।

সরকারি ও বেসরকারি স্কুলে সতর্কতা

সরকারি সিদ্ধান্তের পাশাপাশি রাজ্যের তরফে বেসরকারি স্কুলগুলোকেও অনুরোধ করা হয়েছে, যাতে তারাও শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদিও কিছু বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যেই গরমের ছুটি এগিয়ে এনেছে, অন্যদিকে কেউ কেউ ক্লাসের সময়সীমা কমিয়ে দিয়েছে আবার কেউ কেউ অনলাইন ক্লাসও চালু করেছে।

সরকার মনে করছে, শুধু সরকারি নয়, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উচিত পড়ুয়াদের স্বার্থে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করা।

রাজ্য সরকারের পদক্ষেপ

পড়ুয়াদের স্বাস্থ্যঝুঁকি এড়াতেই রাজ্য সরকার জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সমস্ত সরকারি ও সরকারপোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পাঠদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে। পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের সব জেলাতেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়ে দেওয়া হয়।

এদিন শিক্ষা মন্ত্রক থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,“এই গ্রীষ্মকালীন তাপপ্রবাহের প্রেক্ষাপটে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ছুটির সময়সূচি

এদিনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই স্থগিতাদেশ কার্যকর থাকবে ১৩ জুন ও ১৪ জুন তারিখে। যেহেতু ১৫ জুন রবিবার, তাই বিদ্যালয়গুলি আবার খুলবে আগামী ১৬ জুন থেকে।

এদিন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান,”শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করি সকলে এই সিদ্ধান্তের গুরুত্ব বুঝবেন।”

চরম গরমে রাজ্যের জনজীবনে যখন বিপর্যয় নেমে এসেছে, তখন ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতা সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিজ্ঞ মহের মন্তব্য। বৃষ্টি নামলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। কিন্তু তার আগে পর্যন্ত শিক্ষার্থীদের সুস্থতার দিকটি অগ্রাধিকার দেওয়া অত্যন্ত প্রয়োজন ছিল।

রাজ্য সরকারের এই সিদ্ধান্ত একদিকে যেমন শিক্ষার্থীদের ঝুঁকি কমাবে, অন্যদিকে অভিভাবকদেরও অনেকটাই চিন্তামুক্ত রাখবে বলে অভিজ্ঞ মহের ধারণা।।

আরও পড়ুন

রাজ্যে বিশ্ববিদ্যালয়ে অফিসার পদে নিয়োগ শুরু! বেতন লক্ষাধিক টাকা, ২৩ জেলা সুযোগ - WB University Officer Recruitment

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.
Back to top button