১৪ মে ডিএ মামলার আপডেট দেখেনিন, আজকে সুপ্রিম কোর্টে কী হল? দেখুন বিস্তারিত – WB Govt Employees DA Case Update Today

 WB Govt Employees DA Case Update Today: রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ (মহার্ঘ ভাতা) মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। বুধবার, ১৪ মে ২০২৫ তারিখে, এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা এজলাসে পৌঁছতে পারেনি। এর ফলে, এই নিয়ে পরপর ১৮ বার শুনানি পিছোল। রাজ্য সরকারি কর্মীদের হতাশা দিনে দিনে বেড়েই চলেছে। আসুন আজকের মামলার আপডেট সম্পর্কে বিস্তারিত জেনেনি।

WB Govt Employees DA Case Update Today

সম্পর্কিত পোস্ট

চাকরি কিংবা পড়াশোনা, 20,000 মাসিক ইনকাম করুন পার্ট টাইম হিসেবে - Part Time Business Idea

আবার পিছল শুনানি, হতাশ সরকারি কর্মীরা

আজ বুধবার দুপুর ২টোর দিকে মামলাটি বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল এই মামলার শোনানি। কিন্তু তালিকায় মামলাটি ছিল ৪০ নম্বরে। স্বাভাবিকভাবেই, অন্যান্য মামলার জন্য সময় চলে যাওয়ায় ডিএ মামলা শুনানি পর্যন্ত পৌঁছতেই পারেনি বিচারপতি। এদিন আদালত জানিয়েছে, পরবর্তী শুনানি হতে পারে শুক্রবার, ১৬ কিংবা ১৭ মে ২০২৫ তবে এই তারিখ এখনো স্পষ্ট না।

ডিএ মামলার ইতিহাস কী :

আমরা সকলে জানি, ২০২২ সালের ২০ মে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে ৩১% ডিএ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু রাজ্য সরকার সেই রায় মানতে অস্বীকৃতি জানায় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। তারপর থেকেই মামলা বিচারাধীনে রয়েছে। রাজ্যের হয়ে সওয়াল করছেন অভিষেক মনু সিঙ্ঘভি, আর সরকারি কর্মীদের পক্ষে রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম ।

ডিএ ইস্যুতে রাজ্যের ভূমিকা

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন, কিন্তু তা কেন্দ্রীয় হারের সমতুল্য নয় তাই সরকারি কর্মীদের একাংশ তা মেনে নিতে পারেনি। কর্মচারীরা চাইছেন কেন্দ্রীয় হারে ডিএ ও বকেয়া পাওনা মেটাতে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। কিন্তু প্রশ্ন থেকেই গেলো। কবে হবে ডিএ মামলার শোনানি?

কেন এতবার পিছিয়ে যাচ্ছে শুনানি?

প্রাথমিক ভাবে যেটা জানা যাচ্ছে,  এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পেছনে রয়েছে বিচারপতির ব্যস্ততা, বেঞ্চ বদল এবং সরকারি আইনজীবীদের সময় চাওয়া ইত্যাদি নানা কারণে পিছিয়ে যায় শোনানি । ইতিমধ্যেই এই নিয়ে মামলার শুনানি ১৮ বার পিছিয়েছে, যা কর্মীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বাড়িয়ে তুলছে বলে মনে করা হচ্ছে।

পরবর্তী শুনানির সম্ভাব্য তারিখ

আগামী শুক্রবার, সম্ভাব্য ১৬ বা ১৭ মে ২০২৫ তারিখে আবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। কর্মচারীদের নজর এখন ওই দিকে। আদৌ সেইদিন শুনানি হবে কিনা, তাও সময় বলবে। তার অপেক্ষায় ফের দিনগোনা শুরু করলো সরকারি কর্মীদের একাংশ


Disclaimer: এই প্রতিবেদনটি বঙ্গসাথী (bongosathi.com) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এখানে প্রকাশিত তথ্য বিভিন্ন সংবাদমাধ্যম ও সরকারি সূত্র অনুযায়ী তৈরি, এবং শুধুমাত্র তথ্যভিত্তিক প্রতিবেদনের উদ্দেশ্যে উপস্থাপিত। কোনও রকম আইনি বা নীতিগত পরামর্শ হিসেবে গণ্য করবেন না।

 

আরও পড়ুন

মমতা দিচ্ছে ফ্রীতে বছরে 60,000 টাকা! এই প্রকল্পে আবেদন কীভাবে দেখুন? WB Govt New Scheme

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button