মহিলারা পাবেন 5,000-7,000 টাকা! কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করুন – Bima Sakhi Scheme 2025

কেন্দ্র সরকারের এই প্রকল্পে মহিলারা পাবেন মাসে ৫০০০ থেকে ৭০০০ হাজার টাকা। কিভাবে এই টাকা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে? আসুন এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক

Bima Sakhi Scheme 2025: কেন্দ্রীয় সরকার এবং এলআইসি সংস্থার (LIC) যৌথ উদ্যোগে এক নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে, যার মাধ্যমে মহিলারা ঘরে বসে মাসিক ৫০০০ থেকে ৭০০০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। নতুন এই প্রকল্পটির নাম হল বীমা সখী যোজনা। যার মাধ্যমে মহিলারা ঘরে বসেই নিজস্ব এলাকায় বিমা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন। এই কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে অর্থ প্রদান করা হবে। ‌যার মাধ্যমে ঘরোয়া মহিলারা আর্থিক দিক থেকে লাভবান হওয়ার পাশাপাশি কিছুটা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন। এই প্রকল্পে শুধুমাত্র মহিলারা আবেদন জানাতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। নিম্নে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো।

Bima Sakhi Scheme 2025

সম্পর্কিত পোস্ট

রাজ্য সরকার দিচ্ছে 12,000 টাকা বৃত্তি! রাজ্যে নবম পাশ থেকে পাবেন সুযোগ - WB Govt New Scholarship

বিমা সখী যোজনা কী?

মহিলাদের জন্য চালু করা বীমা সখি যোজনাটি, ভারত সরকার এবং এলআইসি যৌথ উদ্যোগে আয়োজিত করা একটি মহিলা নির্ভর প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে LIC সংস্থা তাদের এজেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছে। যারা LIC এর বিভিন্ন ইনস্যুরেন্স স্কিম গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে থাকবেন। মহিলারা যেহেতু বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে ভালোভাবে অন্তর সম্পর্ক গড়ে তুলতে পারে, তাই এই প্রকল্পের দায়িত্ব মহিলাদের উপর দেওয়া হয়েছে।

নির্বাচিত মহিলারা কিভাবে কাজগুলো সম্পাদন করবেন তার জন্য তাদের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এই ট্রেনিংয়ে শেখানো হবে LIC এর পলিসি কীভাবে কাজ করে, কীভাবে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে হবে, পলিসি বিক্রির কৌশল প্রভৃতি। ট্রেনিং শেষে মহিলাদের নির্দিষ্ট অঞ্চলে কাজের জন্য বীমা সখী হিসেবে নিয়োগ পত্র দেওয়া হবে। পরবর্তীকালে নিজ এলাকায় বীমা সখী হিসেবে কাজ করার পরিবর্তে নির্দিষ্ট পারিশ্রমিক প্রদান করা হবে।

বিমা সখী যোজনার উদ্দেশ্য:

ভারত সরকার এবং এলআইসির যৌথ উদ্যোগে পরিচালিত বিমা সখী যোজনার মূল উদ্দেশ্য হল গ্রাম বাংলা এবং প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের অর্থনৈতিক দিক থেকল স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা আর্থিক দিক থেকে লাভবান হওয়ার পাশাপাশি কিছুটা স্বনির্ভর হওয়ার সুযোগ থাকে। এই প্রকল্পটি যেহেতু মহিলাদের জন্য করা হয়েছে তাই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল মহিলাদের মহিলাদের সার্বিক বিকাশ ঘটানো।

বিমা সখী যোজনা সুবিধা:

বিমা সখি যোজনায় আবেদনকারীরা নিম্নলিখিত সুযোগ-সুবিধা পাবেন।
• বীমা সখি যোজনায় নিয়োজিত মহিলারা ঘরে বসেই কাজ করার সুযোগ পাবেন।
• বীমা সখী যোজনায় কম বিনিয়োগে কাজ শুরু করতে পারবেন।
• বিমা সখী যোজনায় নিয়োজিত মহিলারা প্রতি মাসে আয় নূন্যতম ৫০০০ থেকে সর্বোচ্চ ৭০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।
• আর্থিক দিক থেকে লাভবান এর পাশাপাশি রিমা সুখী যোজনার মাধ্যমে মহিলাদের পরিবার ও সমাজে সম্মান বৃদ্ধি করতে বিশেষ সহায়ক।

আবেদন যোগ্যতা:

বিমা সখী যোজনায় সকলে আবেদন জানাতে পারবেন না, এখানে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতা চাওয়া হয়েছে।
১. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে এবং একজন মহিলা হতে হবে।
২. আবেদনকারী প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে দশম শ্রেণি পাশ।
৩. আবেদনকারী বয়স হতে হবে ১৮ বছর থেকে ৭০ বছরের মধ্যে।
৪. আবেদনকারী কে অবশ্যই মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
৫. এছাড়াও অবশ্যই যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং পরিচিত মহলে কাজ করার আগ্রহ থাকতে হবে।
৬. বর্তমান ডিজিটাল যুগে, ডিজিটাল কাজ সম্পাদনের জন্য ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারে সাধারণ জ্ঞান থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

বিমা সখী যোজনায় যে সমস্ত মহিলারা আবেদন ইচ্ছু, তাদের নিম্নলিখিত নথিপত্র গুলি থাকলে আবেদন জানাতে পারবেন।
১. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড।
২. বসবাসের প্রমাণপত্র (রেশন কার্ড / ভোটার আইডি / বিদ্যুৎ বিল) প্রভৃতি।
৩. ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও পাসবুক, প্যান কার্ড।
৪. দশম শ্রেণি পাশের মার্কশিট এবং সার্টিফিকেট।
৫. আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৬. আবেদনকারীর একটি সচল মোবাইল নম্বর এবং বৈধ ইমেইল আইডি।

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। এর জন্য আবেদনকারীকে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Bima Sakhi Yojana” নামক অপশনে ক্লিক করতে হবে। এরপর অনলাইন আবেদন ফর্মে বীমা সখী যোজনায় আবেদনের ফ্রম টি খুলবে। আবেদনের ফরম উল্লেখিত আবেদনকারীর নাম, ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে। আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে। সবশেষে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হলে ফাইনাল সাবমিট অপশন ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন। ‌ আবেদন করার কিছুদিন পর বীমা সখী হিসেবে যারা নির্বাচিত হবেন তাদের ট্রেনিং এর জন্য ডাকা হবে। ট্রেনিং সম্পূর্ণ হলে বীমা সখি হিসেবে নিয়োগপত্র প্রদান করা হবে।

আরও পড়ুন

অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু! টেট পাশ ও ডিএলএড থাকলে সুযোগ নিয়ে ফেলুন - Primary Teachers Recruitment

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button