মেয়েদের জন্য নতুন প্রকল্প মমতার! পাবে একাধিক ফ্রী সুবিধা। সুযোগ হাতছাড়া নয় – WB Govt Sabala Scheme

WB Govt Sabala Scheme: রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী কল্যাণমূলক একাধিক প্রকল্পের সূচনা করেছেন। এমন এক প্রকল্প হল সবলা প্রকল্প (Sabala Prakalpo)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কিশোরী বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্য জীবনে আত্মনির্ভরতার আলো জ্বালাতে রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই এখানে মহিলাদের পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি , বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা প্রদান করা হয়।‌

যে সকল কিশোরীরা প্রকল্পের নথিভুক্ত হতে চান তারা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকের প্রতিবেদনে রাজ্য সরকারের সবলা প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- সবলা প্রকল্প কি, এখানে কি কি সুবিধা প্রদান করা হয়, কারা কারা আবেদনযোগ্য, কিভাবে আবেদন করবেন প্রভৃতি আলোচনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

রাজ্য সরকার দিচ্ছে 12,000 টাকা বৃত্তি! রাজ্যে নবম পাশ থেকে পাবেন সুযোগ - WB Govt New Scholarship

WB Govt Sabala Scheme

সবলা প্রকল্প:

সবলা প্রকল্পটি রাজ্য সরকার ২০১১ সালের জুলাই মাসে শুভ সূচনা করেছেন। এই প্রকল্পটি মূলত নিদিষ্ট বয়সী অবিবাহিত কিশোরীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কিশোরীদের সার্বিক বিকাশ ঘটানো। প্রাথমিকভাবে এই প্রকল্পটি রাজ্যের সাতটি জেলায় চালু করা হলেও বর্তমানে এই প্রকল্পটির বেশ বিস্তার ঘটেছে। আঙ্গনওয়াড়ি কেন্দ্রর মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হয়ে থাকেন।

সবলা প্রকল্পের যোগ্যতা:

নারীদের সার্বিক বিকাশের উদ্দেশ্যে সবলা প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।‌ এই প্রকল্পে আবেদনের জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। যেমন – আবেদনকারীর ন্যূনতম বয়স ১১ বছর থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত কিশোরি হতে হবে। এছাড়া অবশ্যই উক্ত কিশোরীকে সরকারি বিদ্যালয় পঠন পাঠন করতে হবে। আবেদনকারী কলকাতা, কোচবিহার, নদিয়া, জলপাইগুড়ি, পুরুলিয়া, মালদা, আলিপুরদুয়ার প্রভৃতি সাতটি জেলার যেকোনো একটি বাসিন্দা হতে হবে।

সবলা প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে:

সবলা প্রকল্পের মাধ্যমে মেয়েদের শুধু পুষ্টিকর খাবার নয়, এর পাশাপাশি বিনামূল্যে কর্মমুখী প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে মহিলারা পুষ্টিকর খাবারের পাশাপাশি আত্মনির্ভর হয়ে উঠতে পারবে।
১. এই প্রকল্পের মাধ্যমে কিশোরীদের প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে সুষম আহার প্রদান করা হয় যাতে তাদের শারীরিক বিকাশ এবং স্বাস্থ্যের উন্নয়ন ঘটে।
২. সবলা প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ যথা- সেলাই কাজ, বিউটি পার্লার, হস্তশিল্প প্রভৃতি কাজের প্রশিক্ষণ প্রদান করা হয়।
৩. অবিবাহিত মহিলাদের একটি কিশোরী কার্ড প্রদান করা হয়। এই কার্ডের মাধ্যমে তারা নিয়মিত চেকআপ ছাড়াও স্বাস্থ্যপরিসেবা পেয়ে থাকে।

আবেদন পদ্ধতি

এই প্রকল্পে আবেদনের জন্য কিশোরীরা সরাসরি আঙ্গনওয়াড়ি কেন্দ্র অথবা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। আঙ্গন ওয়ারী কেন্দ্রে আবেদনের ফ্রম না পাওয়া গেলে সরাসরি ব্লক অফিসে যোগাযোগ করুন। সেখান থেকে আবেদনের ফরমটি সংগ্রহ করে, নির্ভুল ভাবে ফর্মটি পূরণ করতে হবে। ফর্মে উল্লেখিত নথিপত্রগুলি যথা- বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, স্কুলের আইডেন্টিটি কার্ড, পরিবারের বার্ষিক আয়ের নথিপত্র প্রভৃতি প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ করার কিছু দিনের মধ্যে আপনাদের নাম নথিভুক্ত হবে।

এই প্রকল্পটি পরিচালনা করছে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন দফতর (Department of Women and Child Development) এবং এর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে ICDS (Integrated Child Development Services), POSHAN Abhiyaan, স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রর অধিকারীরা। তাই বলা যায় সবলা প্রকল্পটি নারী কল্যাণমূলক রাজ্য সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে কিশোরী বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরা জীবনে আত্মনির্ভর হতে পারেন। তাই আগ্রহীরা আবেদনের জন্য নিকটবর্তী POSHAN Abhiyaan, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে সবলা প্রকল্প সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

আরও পড়ুন

অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু! টেট পাশ ও ডিএলএড থাকলে সুযোগ নিয়ে ফেলুন - Primary Teachers Recruitment

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button