অ্যামাজন দিচ্ছে ঘরে বসে আয় করার সুযোগ! ৩৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম – Amazon Work From Home
বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুসংবাদ। অ্যামাজন দিচ্ছে ঘরে বসে আয় করার সুযোগ! ৩৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম - Amazon Work From Home
Amazon Work From Home: বর্তমান ডিজিটাল যুগে, অনলাইন প্লাটফর্ম গুলির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। মানুষ অনলাইনের মাধ্যমেই কাজ করতে অধিক আগ্রহী। তাই amazon ই-কমার্স কোম্পানিতে বিরাট কাজের সুযোগ প্রদান করতে চলেছে। যেখানে ঘরে বসেই কাজ করে অনায়াসে ১৫,০০০ থেকে ৩৫,০০০ টাকা উপার্জন করতে পারবেন। Amazon এর Work From Home প্রজেক্টে অন্তর্গত এই কাজ প্রদান করা হবে। এখানে মূলত কাস্টমার সার্ভিস পরিষেবা, ডেটা এন্ট্রির কাজ, কনটেন্ট রিভিউ দেওয়া, সেলার সাপোর্ট দেওয়া, চ্যাট বা কল সাপোর্ট দেওয়া, ট্রান্সক্রিপশন/ডকুমেন্টেশন করা প্রভৃতি বিস্তারিত কাজ করতে হবে। উক্ত কাজ গুলি আপনারা ঘরে বসে মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন।
নিম্নে amazon কোম্পানির ওয়ার্ক ফ্রম হোম প্রজেক্ট অন্তর্গত বিস্তারিত তথ্য যথা – আবেদন যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র প্রভৃতি আলোচনা করা হলো।
সম্পর্কিত পোস্ট
অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু! টেট পাশ ও ডিএলএড থাকলে সুযোগ নিয়ে ফেলুন - Primary Teachers Recruitment
আবেদন যোগ্যতা :
Amazon এর Work From Home প্রজেক্টে কাজের মাধ্যমে আপনারা ঘরে বসে সর্বোচ্চ 35 হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে চাইলে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। তবে এখানে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে যথা-
- ১. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড থাকতে হবে।
- ২. আবেদনকারীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক অর্থাৎ বয়স ১৮ বছর থাকতে হবে।
- ৩. আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। কিছু পদের ক্ষেত্রে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
- ৪. আবেদনকারীকে অবশ্যই হিন্দি এবং ইংরেজি ভাষায় লিখতে এবং পড়তে থাকার দক্ষতা অর্জন করতে হবে।
- ৫. ল্যাপটপ/ডেস্কটপ ও হাই-স্পিড ইন্টারনেট কানেকশন থাকা চাই।
- ৬. কম্পিউটার স্কিল টাইপিং, বেসিক সফটওয়্যার, অনলাইন প্ল্যাটফর্মে কাজের ধারণা থাকতে হবে।
কাজ করে কত আয়ের সুযোগ রয়েছে :
আমাজন (Amazon) একটি বিশ্ববিখ্যাত ই-কমার্স এবং প্রযুক্তি কোম্পানি, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সিয়াটল, ওয়াশিংটনে অবস্থিত। এটি ১৯৯৪ সালে জেফ বেজোস (Jeff Bezos) প্রতিষ্ঠা করেন। প্রথমে এটি একটি অনলাইন বই বিক্রির ওয়েবসাইট হিসেবে শুরু হলেও, পরে ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেসে পরিণত হয়েছে। আমাজন বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারতসহ বহু দেশে কার্যক্রম চালাচ্ছে। সেই কোম্পানিতে ওয়ারফ্রম হোম এর মাধ্যমে কাজ করে অনায়াসে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা উপার্জন করতে পারবে। যে সমস্ত ফ্রেসার চাকরিপ্রার্থী রয়েছে তারাও কাজের মাধ্যমে অনায়াসের ন্যূনতম ১৫ হাজার টাকা উপার্জন করতে পারবেন।
আবেদন পদ্ধতি :
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, তার জন্য আবেদনকারী কে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটে Career Section খুলতে হবে। সার্চ বারে লিখতে হবে Work From Home বা Virtual Jobs। তার পরে এই তালিকা থেকে আপনার যোগ্যতা অনুযায়ী একটি পদের ওপর ক্লিক করুন। সেই উক্ত পদে ক্লিক করার পর এপ্লাই না ও অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম-ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর কিছু নথিপত্র আপলোড দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, ইমেইল আইডির মাধ্যমে আবেদনকারীরা ইন্টারভিউ এবং অনলাইন টেস্ট সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
প্রয়োজনীয় নথিপত্র :
Amazon এর Work From Home প্রজেক্টে আবেদন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করতে চান, তাদের নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন।
- ১. পরিচয় পত্র হিসেবে আবেদনকারীর আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- ২. শিক্ষাগত যোগ্যতার নথিপত্র হিসেবে ১০ম বা ১২ম পাশের সার্টিফিকেট।
- ৩. আবেদনকারীর সক্রিয় ব্যাংক পাসবুক (অ্যাকাউন্ট ডিটেইলস সহ)।
- ৪. সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
- ৫ সম্পূর্ণ ডিটেইলসহ আবেদনকারীর একটি রিজিউমে (Resume) থাকতে হবে।
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহকারি চাকরি প্রার্থীদের বাছায়ের পর তাদের ৫-১০ দিনের একটি Virtual Training দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। এই ভার্চুয়াল ট্রেনিংয়ে কাজের পদ্ধতি, সফটওয়্যার ব্যবহার, কাস্টমার হ্যান্ডলিং ইত্যাদি শেখানো হতে পারে। পরবর্তীকালে কোম্পানির নির্দেশ অনুযায়ী কাজ করে অনায়াসে লাভবান হতে পারবেন।