আঁধার নিয়ে ফের নয়া নিয়ম! না মানলে হবে এই সমস্যা, এখনই বিস্তারিত পড়ুন – Aadhaar Card Update 2025
Aadhaar Card Update 2025: ভারতীয় নাগরিক হিসেবে আধার কার্ড বাধ্যতামূলক, তবে আধার কার্ডের নিরাপত্তা জনিত কারণে সময়ের সাথে সাথে বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে থাকে। বর্তমানে আধার কার্ডের এমনই কিছু নতুন নিয়ম আসতে চলেছে। যার ফলে আধার কার্ডের সুরক্ষা আরো মজবুত হতে চলেছে। আধার কার্ডের নতুন এই নিয়ম লাগু করতে চলেছে ভারত সরকারের ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI।
এই নিয়মটি খুব শীঘ্রই লাগু হতে চলেছে। তাই সমস্ত আধার কার্ড ব্যবহারকারী নাগরিকদের জন্য উক্ত তথ্যটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা ভারতীয় আধার কার্ডের নতুন নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। নয়তো পরবর্তীকালে আধার কার্ড সংক্রান্ত আপডেটটি না জানা থাকলে সমস্যায় পড়তে পারেন।

আধার কার্ড কি?
আধার কার্ড হলো ভারতের সরকার কর্তৃক প্রদত্ত একটি ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিটি নম্বর, যা ভারতের নাগরিকদের পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। এটি UIDAI (Unique Identification Authority of India) নামের একটি সরকারি সংস্থা পরিচালনা করে। ভারত সরকারের বিভিন্ন সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। বর্তমানে ব্যাংক একাউন্ট থেকে শুরু করে, রেশন কার্ড, ভোটার কার্ড, এলপিজি গ্যাস কানেকশন আধার কার্ড সংযোগ করা হয়েছে। তাই ভারতীয় নাগরিক হিসেবে আধার কার্ডের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে সাম্প্রতিক আধার কার্ডের তথ্য কারচুপির অভিযোগ এসেছে। তাই ভারত সরকার আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করেছেন।
আধার কার্ড ব্যবহার:
ভারতীয়দের পরিচয় পত্র হিসেবে আধার কার্ডের গ্রহণযোগ্যতা অনেক বেশি। বর্তমানে নিত্য প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক। ভারতীয় নাগরিক হিসেবে আধার কার্ডের কিছু ব্যবহার নিম্নে আলোচনা করা হলো-
১. ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম বৈধ নথিপত্র হিসেবে আধার কার্ড বাধ্যতামূলক।
২. নতুন মোবাইল SIM রেজিস্ট্রেশন করতে আধার কার্ড প্রয়োজন।
৩. PAN কার্ড লিংকিং থেকে শুরু করে যাবতীয় কাজ আধার কার্ড এর মাধ্যমে সম্ভব।
৪. বিভিন্ন সরকারি নথি বা সেবায় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড গ্রহণযোগ্যতা বেশি।
আধার কার্ড নতুন নিয়ম:
আধার কার্ড সর্বত্র প্রয়োজন, এই আধার কার্ডের তথ্য শেয়ারের পর একাধিক ক্ষেত্রে তার কারচুপির অভিযোগ উঠেছে এসেছে। কোন হোটেল অথবা রেস্টুরেন্টে থাকতে গেলে অনেক সময় আধার কার্ডের ফটোকপি নেওয়া হয়। পরবর্তীকালে এই সমস্ত আধার কার্ডের নথি কারচুুপির অভিযোগ উঠেছে বারমবার। তাই এবার থেকে নতুন নিয়ম অনুসারে হোটেল, ইভেন্ট আয়োজক এবং এই জাতীয় জায়গাগুলিতে আধার কার্ডের ফটোকপি নেওয়া এবং রাখা পুরোপুরি বন্ধ করা হবে।
নয়া নিয়ম অনুযায়ী, কোনও সংস্থা যদি অফলাইনে আধার যাচাই করতে চায়, তবে তাকে ইউআইডিএআইতে রেজিস্টার করতে হবে। কেবল ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। এই বিষয়ে ইউআইডিএআইয়ের প্রধান ভুবনেশ কুমার জানিয়েছেন, এখন থেকে সমস্ত প্রতিষ্ঠানকে নিরাপদ এপিআইয়ের (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) মাধ্যমে কিউআর কোড এবং অ্যাপ-ভিত্তিক যাচাইকরণ ব্যবহার করতে হবে। এই অ্যাপের বিশেষত্ব হল প্রতিবার সেন্ট্রাল সার্ভার থেকে লাইভ কানেকশনের প্রয়োজন হবে না। এর মাধ্যমে বিমানবন্দর, খুচরো দোকান, ইভেন্ট ভেন্যুতে নেটওয়ার্কের সমস্যা ছাড়াই সহজেই আধার চেক করা যাবে। এছাড়া ও নতুন এই নিয়ম অনুসারে নেটওয়ার্ক সমস্যা অর্থাৎ সার্ভার ডাউনের কোন সমস্যা নেই। এর ফলে দীর্ঘদিন যাবত আধার কার্ডের তথ্য কারচুপির যে অভিযোগ সামনে এসেছিল তা অনেকাংশ কমতে চলেছে।