আধার নিয়ে সুসংবাদ! চালু করলো নতুন পরিষেবা, সুবিধা পাবেন কোটি কোটি মানুষ – Aadhaar Card New Update
আধার কার্ড নিয়ে নয়া পদক্ষেপ দপ্তরের। বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়ুন
Aadhaar Card New Update: ব্যাংক একাউন্ট থেকে শুরু করে যাবতীয় সরকারি কাজে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। যেকোনো সরকারি কাজে আধার কার্ডের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। আধার কার্ডের প্রয়োজনীয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এর সঙ্গে জড়িত একাধিক সমস্যাও দেখা দিয়েছে। আধার কার্ডের সঙ্গে জড়িত সমস্যা গুলি আধার সেন্টার ব্যতীত অন্য কোথাও সম্পূর্ণ করতে না পারায় বেশ সমস্যার সম্মুখিন হচ্ছেন। এই সমস্যা থেকে রেহাই পেতে ভারত সরকার ই-আধার মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে আধার আপডেট হবে খুব সহজেই। পাশাপাশি, কোনও ডক্যুমেন্ট দেওয়া, অল্প রদবদল করা যাবে খুব সহজেই। তাই আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা যথা- নাম, জন্ম তারিখ, ঠিকানা প্রভৃতি কোন ভুল থেকে থাকলে অতি সহজেই এখন ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট
রাজ্য সরকার দিচ্ছে 12,000 টাকা বৃত্তি! রাজ্যে নবম পাশ থেকে পাবেন সুযোগ - WB Govt New Scholarshipই-আধার মোবাইল অ্যাপ থেকে আসা ফিচারসমূহ:
ভারত সরকার গ্রাহকদের জন্য আধার পরিষেবা সুষ্ঠুভাবে প্রদান করার জন্য ই-আধার মোবাইল অ্যাপ চালু করেছেন। এই অ্যাপে আগামীতে গ্রাহকরা নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর ইত্যাদি আপডেট করতে পারবেন। এই আপডেট জন্য আপনাদের আদার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই ঘরে বসে স্মার্ট মোবাইল ফোন থেকে সরাসরি আপডেট গুলি সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটি AI, Face ID, QR কোড ভেরিফিকেশন ইত্যাদির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে বলে বলা হয়েছে। তবে বায়োমেট্রিক পরিবর্তন (উদাহরণস্বরূপ: আঙ্গুলের ছাপ বা আইরিস) করার ক্ষেত্রে গ্রাহকদের আধার সেন্টারে যাওয়া লাগতে পারে। বায়োমেট্রিক ব্যেতিত অন্যান্য কাজ গুলো ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন।
ই-আধার মোবাইল অ্যাপ কার্যপ্রণালী:
আধার কার্ড আপডেট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সম্পাদনের জন্য ভারত সরকার যে ই-আধার মোবাইল অ্যাপ চালু করেছেন, এই অ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ হয়ে যাবে সরকারি ডেটাবেসের সঙ্গে। এর ফলে আধারের আপডেট আগের তুলনায় অনেক দ্রুত হবে। আধার আপডেটের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে মোবাইল এপস কাজ সম্পন্ন করতে পারবেন এর ফলে দ্রুত কাজের পাশাপাশি ডেটা প্রাইভেসিও বাড়বে। ভারত সরকারের নতুন নিয়মে নতুন আধার তৈরি করতে কোনও টাকা লাগবে না। এই নিয়ম অনুযায়ী ৫ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড বের করতে লাগবে ৭৫ টাকা, পাশাপাশি ৫ বছরের উপরের শিশুদের আধার তৈরির জন্য লাগবে ১২৫ টাকা। এছাড়াও যারা বায়োমেট্রিক আপডেটের করতে চান তাদের বায়োমেট্রিক জন্য লাগবে ১২৫ টাকা।
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা:
ই-আধার মোবাইল অ্যাপ ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে, যেমন – শুধু অফিসিয়াল অফিশিয়াল অ্যাপ/পোর্টাল ব্যবহার করুন—নকল বা মিথ্যা অ্যাপ থেকে সাবধান থাকুন। আপনার মোবাইল নম্বর যদি পরিবর্তন হয়, তা যত দ্রুত সম্ভব আধারে আপডেট করুন যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। বায়োমেট্রিক লক/আনলক করার সময় বা তথ্য শেয়ার করার সময় নিরাপত্তার দিক থেকে সতর্ক থাকুন।
প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আমরা বিভিন্ন সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও ব্যবসা সম্পর্কে আইডিয়া দেওয়া হয়ে থাকে। যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়বেন।