ঘরে বসে বিনামূল্যে করুন আঁধার আপডেট! ফের সরকারের দারুণ পদক্ষেপ – Aadhaar Update free online 2025
ঘরে বসে বিনামূল্যে করুন আঁধার আপডেট! ফের সরকারের দারুণ পদক্ষেপ - Aadhaar Update free online 2025
Aadhaar Update free online 2025: বর্তমানে আধার কার্ড আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ব্যাংক, স্কুল-কলেজ, সরকারি পরিষেবা, রেশন কার্ড, গ্যাস সংযোগ কিংবা কোনো প্রকার সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হলে আধার কার্ড অত্যাবশ্যকীয় ডকুমেন্টস। কিন্তু অনেক সময় দেখা যায়, নানা কারণে আধার কার্ডে ভুল থেকে যায় বা তথ্য আপডেট করার প্রয়োজন হয়ে থাকে।
এই ভূল তথ্য আপডেট প্রক্রিয়া সাধারণত অনেকে ফি দিয়ে করিয়ে থাকেন অনেকে। তবে এবার কেন্দ্রীয় সরকারের অধীন UIDAI (Unique Identification Authority of India) নাগরিকদের জন্য দিল বিরাট স্বস্তির খবর খবর। UIDAI জানিয়ে দিয়েছে, ডেমোগ্রাফিক তথ্য অনলাইনে একেবারে বিনামূল্যে আপডেট করার সময়সীমা আরও এক বছর বাড়ানো হল।
সম্পর্কিত পোস্ট
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday Listকী কী তথ্য আপডেট করা যাবে ফ্রিতে?
এদিন UIDAI স্পষ্ট করে জানিয়েছে, বর্তমানে শুধুমাত্র ডেমোগ্রাফিক তথ্য আপডেট ফ্রিতে করা যাবে। এর মধ্যে রয়েছে:
- নাম
- ঠিকানা
- জন্ম তারিখ
- লিঙ্গ
নোট : এই চারটি তথ্য যদি আধার কার্ডে ভুল থেকে থাকে, তবে তা বিনামূল্যে সংশোধন করার সুযোগ পাবেন ভারতের নাগরিকরা। এর বাইরে অন্য কোনো তথ্য আপডেট করার ক্ষেত্রে নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে তা পে করতে হবে।
কখন পর্যন্ত ফ্রিতে করা যাবে আপডেট?
এদিন UIDAI জানিয়েছে, এই বিশেষ অফারটি ১৪ জুন ২০২৬ সাল পর্যন্ত প্রযোজ্য থাকবে। আগে সময়সীমা ছিল ১৪ জুন ২০২৫ পর্যন্ত, কিন্তু এবার তা এক বছর বাড়িয়ে ২০২৬ পর্যন্ত বাড়ানো হল। এরফলে এখনও যাদের আধার কার্ডে ভুল রয়েছে বা ঠিকানা পরিবর্তন করতে চান, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে চলেছে।
কোথা থেকে ও কীভাবে ফ্রিতে আপডেট করবেন?
ঘরে বসে অনলাইনে আঁধার আপডেট করার জন্য আপনাকে যেতে হবে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের ঠিকানা হল: myaadhaar.uidai.gov.in
এই পোর্টাল থেকেই নিম্নলিখিত ধাপ অবলম্বন করে আপনি অনায়াসে আধার আপডেট করতে পারবেন:
১. প্রথমে myAadhaar পোর্টালে লগইন করতে হবে আধার নম্বর ও OTP ব্যবহার করে।
২. এরপর লগইনের হলে “Update Demographics Data” অপশন সিলেক্ট করতে হবে।
৩. তারপর যেই তথ্য আপডেট করতে চান তা নির্বাচন করতে হবে।
৪. প্রয়োজনীয় প্রমাণপত্র যেমন ঠিকানার প্রমাণ (Electric Bill, Passport, Bank Statement ইত্যাদি) ও পরিচয়ের প্রমাণ স্ক্যান করে আপলোড করতে হবে।
৫. সবশেষে ফাইনাল সাবমিশন করে রেফারেন্স নম্বর সংরক্ষণ করে রাখতে হবে।
নোট :UIDAI সাধারণত ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপডেট প্রক্রিয়া সম্পন্ন করে।
বায়োমেট্রিক আপডেট করতে হলে কী করবেন?
অনলাইনে শুধুমাত্র ডেমোগ্রাফিক তথ্য আপডেট করা গেলেও বায়োমেট্রিক তথ্য (যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান ও ফটো) আপডেট করতে আপনাকে সরাসরি নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
এক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে, যেটি বর্তমানে প্রায় ৫০-১০০ টাকার মধ্যে হয়ে থাকে। UIDAI-র পরামর্শ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের প্রতি ১০ বছর অন্তর একবার বায়োমেট্রিক আপডেট করিয়ে নেওয়া দরকার। এতে ভবিষ্যতে আধারের নির্ভুলতা বজায় থাকবে এবং কোনো জটিলতাতে পরতে হবে না।
শিশুদের আধার আপডেটের নিয়ম কী?
শিশুদের ক্ষেত্রে নিয়মটি একটু আলাদা। শিশু জন্মের সময় বাল আধার তৈরি হয়, যেখানে সাধারণত বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। পরে:
- শিশুর ৫ বছর বয়সে প্রথম বায়োমেট্রিক আপডেট করতে হয়।
- ১৫ বছর বয়সে আবার বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক হয়।
নোট : এই দুই ধাপের মধ্যে বায়োমেট্রিক আপডেট না করলে পরবর্তী সময়ে আধার কার্ডটি ব্যবহারের ক্ষেত্রে অনেক কাজে অসামঞ্জস্য তৈরি করতে পারে। তাই সময়মতো এই আপডেট করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি ।
কেন আধার কার্ড আপডেট সময়মতো করা জরুরি?
অনেকেই আছে যারা ভাবেন, আধার কার্ডের ছোটখাটো ভুল থাকলেও তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। কিন্তু আধারের তথ্য সঠিক না থাকলে অনেক গুরুত্বপূর্ণ কাজে সমস্যা হতে পারে। যেমন:
- পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে
- ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা KYC প্রক্রিয়া সম্পন্ন করতে
- সরকারি প্রকল্পে ভর্তির জন্য আবেদন করতে
- আয়কর রিটার্ন ফাইলিংয়ে জটিলতা
- পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের কাজে সমস্যা
নোট :তাই আপনার আধার কার্ডের প্রতিটি তথ্য যেন হুবহু সঠিক থাকে সেটি নিশ্চিত করাই ভবিষ্যতে বড় জটিলতা থেকে মুক্তি দেবে।
যদি সমস্যা হয়, কার সঙ্গে যোগাযোগ করবেন?
আঁধার সংক্রান্ত কোনো সমস্যা বা বিভ্রান্তি হলে UIDAI-এর টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন: ১৯৪৭
এছাড়া অফিসিয়াল ইমেল: help@uidai.gov.in -এ মেল করেও আপনার সমস্যা জানাতে পারেন।
স্ক্যাম থেকে সতর্ক থাকুন
অনলাইনে আধার আপডেট করতে অনেক ভুয়ো ওয়েবসাইট বা প্রতারক সক্রিয় রয়েছে। তারা নানা ফাঁদে ফেলে সাধারণ মানুষের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে থাকে। তাই কেবলমাত্র UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আধার আপডেট করাবেন। মনে রাখবেন নিজের OTP, আধার নম্বর বা ব্যাংক তথ্য কখনোই কারও সঙ্গে শেয়ার করবেন না।