দাম মাত্র ২৮,০০০ টাকা! দূর্দান্ত ফিচারের এই ইলেক্ট্রনিক স্কুটার বাজার কাঁপাচ্ছে, দেখেনিন – Avon E Lite Electric Scooter 2025

Avon E lite electric scooter :  বর্তমানে আমাদের দেশ ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকে যাচ্ছে। ভারতের মার্কেটে বর্তমানে ইলেকট্রিক যানবাহনের অত্যন্ত চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। ভারতের মানুষ এখন চাই যাতে কম খরচে তারা যাতায়াত করতে পারে কেননা দেশে বর্তমানে তেলের দাম দ্রুত হারে বেড়েই চলেছে। ঠিক এমন সময় ভারতীয় বাসিন্দাদের জন্য দারুন এক সুসংবাদ নিয়ে আসা হল। কেননা এবার আপনি মাত্র কয়েক হাজার টাকা:  খরচ করে ইলেকট্রিক স্কুটি ঘরে নিয়ে আসতে পারেন।

Avon E lite electric scooter

সম্পর্কিত পোস্ট

আইটি সেক্টরে ৬৫ হাজার নতুন কর্মসংস্থান, ইনফোসিস ও ক্যাপজেমেনি দারুণ পদক্ষেপ - IT Sector Huge Vacancy 2025

আপনাদের জন্য অন্যতম ইলেকট্রিক স্কুটি কোম্পানি Avon E Lite নিয়ে এসেছে এক দুর্দান্ত লুকের অসাধারণ পারফরমেন্স এর সঙ্গে এই অভিনব স্কুটার। এক্ষেত্রে আপনি যেরকম কম দামে ঘরে আনতে পারছেন তার সঙ্গে থাকছে যাতায়াত খরচেও বিশাল সাশ্রয়। আপনি মাত্র ২৮ হাজার টাকার মধ্যে এই স্কুটার ঘরে আনতে পারবেন। যেখানে মার্কেটে প্রায় লক্ষাধিক টাকায় ইলেকট্রিক স্কুটার কেনা অসম্ভব সেখানে এই কোম্পানি এই টাকায় সমস্ত ফিচারস দিচ্ছে।

ইলেকট্রিক বাজারে  Avon E Lite এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর কম দাম, এর সহজ ব্যবহারযোগ্যতা এবং লাইসেন্সবিহীন চালানোর সুবিধা থাকছে এখানে। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পক্ষে রোজ অফিস যাতায়াত কিংবা ডেলিভারির কাজ করতে পেট্রোলচালিত গাড়ি চালানো একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় Avon E Lite একটি চমৎকার বিকল্প হতে পারে। এর দাম যেমন সাধ্যের মধ্যে, তেমনি এটি চালাতে লাইসেন্সেরও প্রয়োজন না হওয়ায় যেকোনো বয়সের মানুষ সহজেই ব্যবহার করতে পারবেন।

সব থেকে বড় কথা হল এই দামের মধ্যে এই স্কুটারের ডিজাইন যথেষ্ট আধুনিক এবং আকর্ষণীয়। তবে গোলাপি ও নীল—এই দুটি রঙে এই স্কুটারটি পাওয়া যাচ্ছে, যা বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয়তা বাড়িয়ে তুলছে।যারা প্রতিদিন স্কুল, কলেজ, অফিস অথবা কোচিংয়ে যাতায়াতের জন্য এই স্কুটার যথেষ্ট সুবিধাজনক হতে পারে।এর পাশাপাশি ডেলিভারি বয় কিংবা ছোট ব্যবসায়ীদের জন্যও এটি একটি কার্যকরী বাহন হতে পারে। স্কুটারটির হালকা ওজন, কম মেইনটেন্যান্স খরচ এবং পিছনে থাকা স্টোরেজ বক্সের কারণে ডেলিভারি সম্পর্কিত কাজের জন্যও এটি আদর্শ হতে পারে।

Avon E Lite-এ রয়েছে ২৩২ ওয়াটের BLDC মোটর ক্যাপাসিটি। এটি সম্পূর্ণ ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার এবং তিনটি মোডে চালানো যায়—ম্যানুয়াল, অ্যাসিস্টেড এবং ইলেকট্রিক। এই স্কুটারটি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় ৪ থেকে ৮ ঘণ্টা, এবং একবার ফুল চার্জ হলে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালাতে পারবেন। এটি মূলত শহরের ভিতরে ডেইলি কমিউটিংয়ের জন্যই বানানো হয়েছে, যেখানে অধিক গতি নয়, বরং স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও খরচ বাঁচানো বড় বিষয় হয়ে উঠেছে।

এদিকে ভারতের পরিবহন আইন অনুযায়ী, যেসব ইলেকট্রিক যানবাহনের সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘণ্টা বা তার নিচে এবং মোটরের ক্ষমতা ২৫০ ওয়াটের নিচে, সেগুলো চালাতে ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজনিয়তা নেই । আর Avon E Lite এই ক্যাটাগরিতেই পড়ে, ফলে লাইসেন্স ছাড়া চালাতে কোনো অসুবিধা হবে না। এটি নতুন চালকদের জন্য বিশেষ সুবিধাজনক হতে চলেছে, এমনকি যাদের বয়স ১৮ হয়নি বা এখনো লাইসেন্স করেননি, তারাও এটি ব্যবহার করতে পারবেন অনায়াসে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চার্জিং খরচও অত্যন্ত কম। প্রতিদিন গড়ে মাত্র ১-২ ইউনিট বিদ্যুৎেই এই স্কুটার ফুল চার্জ হয়ে থাকে। এর ফলে পেট্রোল চালিত গাড়ির তুলনায় প্রতিমাসে বেশ কিছু টাকা সাশ্রয় হয়। আর এই সাশ্রয় দীর্ঘমেয়াদে বড় আকার ধারণ করতে চলেছে। এর ফলে মধ্যবিত্ত পরিবারের জন্য এটি কেবল একটি যানবাহন নয়, বরং একটি বিনিয়োগও বটে।

পরিবেশ সচেতনতাও এখন সময়ের দাবি। Avon E Lite যেহেতু সম্পূর্ণ ইলেকট্রিক এবং ধোঁয়াহীন হওয়ায় এটি পরিবেশের উপর কোনো নেতিবাচক প্রভাবও ফেলায় না। ধোঁয়া এবং শব্দদূষণমুক্ত এই বাহন শহরাঞ্চলে দূষণ কমানোর লক্ষ্যে বড় ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যেসব এলাকায় ট্র্যাফিক বেশি এবং আপনি গাড়ির শব্দে অতিষ্ঠ, সেখানে এই ধরনের ই-স্কুটার ব্যবহারে পরিবেশ অনেকটাই শান্ত করতে পারে।

Avon ইলেক্ট্রিক স্কুটার -এর বিক্রয় পরবর্তী পরিষেবা নেটওয়ার্কও ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে ভারতের বাজারে। ভারতের অধিকাংশ বড় শহরে এবং জেলা শহরগুলিতে তাদের সার্ভিস সেন্টারও রয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই রক্ষণাবেক্ষণ ও সার্ভিস নিতে নিতে পারবেন। স্কুটারটি যেহেতু টেকসই ও কম যান্ত্রিক অংশ রয়েছে, তাই বারবার সার্ভিসিংয়েরও প্রয়োজন হয় না।

অনলাইন প্রোডাক্ট ডেলিভারি কর্মী ও ছোট ব্যবসায়ীদের জন্য Avon E Lite এক নতুন বিকল্প তৈরি করেছে। পিছনে থাকা স্টোরেজ বক্সে মালামাল বহন সহজ হয় এবং যেহেতু এর চালানোর খরচ কম, তাই কম বাজেটে ডেলিভারি সেবা চালানো সম্ভব হচ্ছে এবং সঞ্চয়ও ভালো হবে। বর্তমানে অনলাইন ডেলিভারির যে বিশাল চাহিদা তৈরি হয়েছে, সেখানে এই ধরনের ইলেকট্রিক স্কুটার সময়োপযোগী ও অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে ।

শুধু তাই নয়, এদিকে ভারতের কিছু রাজ্যে ইলেকট্রিক যানবাহনের উপর সরকারিভাবে ভর্তুকি ও কর ছাড়ের সুবিধাও দেওয়া হচ্ছে। যদিও Avon E Lite-এর দাম এমনিতেই অত্যন্ত কম করা হয়েছে, তবুও কিছু রাজ্যে অতিরিক্ত ডিসকাউন্ট বা কর মকুব পাওয়া যেতে পারে। এটি ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হতে পারে।

অন্যদিকে সেফ দিরক থেকেও Avon E Lite যথেষ্ট সুরক্ষিত একটি বাহন । এই স্কুটারটির গতি সীমিত এবং এতে রয়েছে সামনে ও পিছনে ড্রাম ব্রেক সুবিধা। এর ফলে ব্রেকিং সিস্টেম কার্যকর এবং হালকা ওজনের কারণে যেকোনো চালক সহজেই এটি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বয়স্ক মানুষদের ক্ষেত্রেও এটি একটি নিরাপদ ও সহজলভ্য বিকল্প হতে পারে।

পরিশেষে বলা যায়! ভারতের ইলেকট্রনিক জগতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে চলেছে। কেননা এক তো এর দাম কম অন্যদিকে লক্ষাধিক টাকার প্রিমিয়াম স্কুটারের সমস্ত পরিষেবা প্রায় এখানে থাকছে। তাই আপনি যদি এই ইলেক্ট্রনিক স্কুটার কিনতে আগ্রহী হব তাহলে নিকটবর্তী ডিলারশিপের কাছে যোগাযোগ করতে পারেন বা অনলাইনে আরও বিস্তারিত জেনে নিতে পারেন।

আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি। আপনি কেনার আগে আরও বিস্তারিত জেনে তারপর ক্রয় করবেন। কোনো রকম প্রতারণার হাতে পরবেন না। বর্তমানে বহু প্রতারক নানা ভাবে ছড়িয়ে রয়েছে। কেবল কোম্পানি ছাড়া টাকা কোথাও দেবেন না বা যথাযথ যাচাই করে তারপর পদক্ষেপ নিবেন।

আরও পড়ুন

সুখবর! পড়ুয়াদের দিচ্ছে ১০,০০০ হাজার টাকা, বিশেষ যাচাই পদ্ধতিতে আবেদন করুন - WB Taruner Swapna Prakalpo