বরোদা ব্যাংকে কর্মী নিচ্ছে, আবেদন করতে বিস্তারিত পড়ুন – Bank Of Baroda Job Recruitment

Bank Of Baroda Job Recruitment : এবার বেকার যুবক যুবতীদের জন্য ফের দারুণ সুসংবাদ। কেননা বেকার যুবক যুবতীদের জন্য কর্মখালি পূরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক অফ বরোদা। এবার বেকার যুবক যুবতীদের মূখে হাসি ফুটে। দীর্ঘদিন ধরে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছিলনা, এবার তাদের জন্য আর অপেক্ষা না। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন চাওয়া হয়েছে। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং এই ক্ষেত্রে সুযোগ নিতে চান? তাহলে এই খবরটি আপনাদের জন্য অবশ্যই সুযোগ হাতছাড়া না করে শেষ পর্যন্ত পড়ুন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো।

Bank Of Baroda job recruitment

শূন্য পদের নাম কি :

এক্ষেত্রে ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের নিয়োগ করা হবে ব্যাঙ্ক অফ বরোদার বিসি কোঅর্ডিনেটর পদে।

 

আবেদনকারীর যোগ্যতা সমূহ  :

  • এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো শাখায় গ্রাজুয়েট পাশ করলে আবেদন করা যাবে। যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিতে পারেন।
  • আগ্রহী প্রার্থীর আবেদন করার পূর্বে অবশ্যই তাদের বয়স সম্পর্কে। এক্ষেত্রে আবেদন জানাতে প্রার্থীদের সর্বাধিক বয়স থাকতে হবে ৬৫ বছর কিংবা তার নিচে।

 

কিভাবে আবেদন

EV Battery: ৫ মিনিটেই ফুল চার্জ, ৩০০০ কিমি রেঞ্জ! বাজারে আসছে হুয়াইয়ের ইভি ব্যাটারি

জানাতে পারবেন

সর্বপ্রথম আবেদন জানানোর পূর্বে প্রার্থীকে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। যদি যোগ্যতা এবং অভিজ্ঞতা পরিপূর্ণ করে তাহলে প্রার্থীরা এই আবেদনে অংশগ্রহণ নিতে পারেন। এর জন্য প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা অফিশিয়াল নোটিফিকেশ ডাউনলোড করতে হবে। তারপর পর থেকে সংশ্লিষ্ট নোটিশ থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং সেটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদন পত্র যথাযথভাবে পূরণ করার পর তার সঙ্গে প্রয়োজনে ডকুমেন্টগুলো দিয়ে অফলাইন মাধ্যমে আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে যা অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে।।

 

নিয়োগ পদ্ধতি 

যে সমস্ত প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে সফলভাবে আবেদন করবেন তাদেরকে

Para-teacher Salary Hike 2025: পার্শ্বশিক্ষকদের বেতন ৩৫-৪০ হাজার হওয়ার সম্ভাবনা, নতুন নাম সঙ্গে সহকারী শিক্ষকের সুবিধা

ব্যাঙ্ক অফ বরোদা সংশ্লিষ্ট নিয়োগ কমিটির দ্বারা যথাযথ পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশ ডাউনলোড করে দেখে নিতে পারেন।

পশ্চিমবঙ্গে ফের বাতিল লাখ লাখ রেশন কার্ড! আপনার টা আছে কী – WB Ration Card Update

আবেদনের তারিখ সমূহ : যে সমস্ত প্রার্থীরা অফলাইন মাধ্যমে আবেদন পত্রটি জমা করতে চাই তার আবেদন করার সুযোগ পাবেন ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসে নোটিশ থেকে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিবেন

Official Notification 
Official Website https://bankofbaroda.in/

BS Team

BS Team is a content writer in various niches, Likely Job,Scheme, Govt Announcement, Business Idea and Others. Forgive Us for any type of mistake in my Words. Please Follow Us Regularly.
Back to top button
Join Telegram Join WhatsApp