মহিলারা পাবেন মাসিক ৭,০০০ টাকা! সরকারের এই প্রকল্পের খোঁজ জানেন তো? – Government Scheme

Government Scheme : দেশের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ভারত সরকারের অন্যতম একটি প্রকল্প হল বিমা সখী যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ঘরে বসেই মহিলারা মাসিক ৭০০০ টাকা উপার্জন করতে পারবেন। যে সমস্ত মহিলারা ঘরের কাজের পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাদের জন্য বিমা সখী যোজনাটি খুবই সহায়ক। বিমা সখী যোজনায় আবেদনকারীরা ন্যূনতম যোগ্যতায় প্রকল্পে আবেদন জানাতে পারবেন। নিম্নে বিমা সখী যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

Government scheme

সম্পর্কিত পোস্ট

রাজ্যের সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ! কড়া বার্তা কমিশনের, না মানলে বিপদ- WB Govt Employees News

বিমা সখী যোজনার লক্ষ্য :

দেশের সার্বিক বিকাশের লক্ষ্যে সমস্ত স্তরের নারী-পুরুষেরা এগিয়ে আসলে দেশের প্রকৃত বিকাশ ঘটবে। আমাদের দেশে পুরুষদের তুলনায় যেহেতু নারীরা বেশ কিছু ক্ষেত্রে এখনো কিছুটা পিছিয়ে রয়েছে, তাই ভারত সরকার একাধিক প্রকল্পের মাধ্যমে নারীরা যাতে স্বনির্ভর হতে পারে তার প্রচেষ্টা চালাচ্ছেন। এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো বিমা সখী যোজনা। এই বিমা সখী যোজনার মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরতলীর মহিলাদের স্বনির্ভর করে তোলা। যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের কাজের পাশাপাশি পরিবারের কিছুটা চাহিদা পূরণ করতে পারেন। তাই এই প্রকল্পের মাধ্যমে ভারত সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের চাকরির সুযোগ করে দেওয়া এবং LIC এর এজেন্ট হিসাবে প্রশিক্ষণ দিয়ে তাদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে সাহায্য করা। এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বিমা সখী যোজনা বর্তমানে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে।

আবেদন যোগ্যতা :

বীমা সখী যোজনার জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে। ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে এই প্রকল্পের কাজ চলছে। তবে এই প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। এই যোগ্যতা গুলি যাদের রয়েছে একমাত্র তারাই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানতে পারবেন। এই যোগ্যতা গুলির মধ্যে অন্যতম হলো – বীমা সখি যোজনায় শুধুমাত্র মহিলারা আবেদন জানাতে পারবে। এছাড়াও আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এর পাশাপাশি আবেদনকারী মহিলার বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটস্থ এলআইসি অফিসে যোগাযোগ করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র :

বিমা সখি যোজনা আবেদনকারীর কিছু নথিপত্র প্রয়োজন রয়েছে। এই সামান্য কিছু নথিপত্র থাকলেই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে যেমন – আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড। জন্ম প্রমান পত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড। শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট প্রভৃতি। এছাড়াও আবেদনকারীর ব্যাংক একাউন্ট এবং সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো থাকা আবশ্যিক।

মাসিক বেতন :

যে সমস্ত মহিলারা সংসারের কাজ সামলে নিজের চাহিদা পূরণের লক্ষ্যে কিছু আর্থিক উপার্জন করতে চান তাদের জন্য এই প্রকল্পটি খুবই সহায়ক হতে পারে। কারণ এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ঘরে বসে বেশ কিছু আর্থিক উপার্জন করতে পারবেন। বীমা সখি যোজনায় আবেদনকারী প্রার্থীদের প্রথম বছর মাসিক ৭০০০ টাকা করে বেতন প্রদান করা হবে। দ্বিতীয় বছরে এই বেতন হয় ৬০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫০০০ টাকা হিসেবে দেওয়া হবে। এছাড়াও বেতনের পাশাপাশি অন্যান্য কিছু সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি :

বিমা সখী যোজনাটি ভারত সরকার যেহেতু এলআইসি সঙ্গে যৌথভাবে পরিচালিত করছে তাই বিমা সখী পদের জন্য আবেদনকারী প্রার্থীদের এলআইসি অফিসে গিয়ে আবেদন পত্র জমা করতে হবে। তাই আগ্রহী প্রার্থীরা বীমা সখি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে LIC এর নিকটস্থ অফিসে যোগাযোগ করতে পারেন।

বীমা সখী যোজনায় যারা নিযুক্ত হবেন তারা মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন । বিমা সখীদের মধ্যে যে যত অধিক পরিমাণে বীমা করতে পারবেন তাদের মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত বোনাস প্রদান করা হবে। এছাড়া বিমা সখীরা চাইলে ভবিষ্যতে LIC এর উচ্চতর পদেও আবেদন করতে পারবেন, যেমন – ADO (Apprentice Development Officer) পদে। তবে এই পদের জন্য স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। এখনো পর্যন্ত এই প্রকল্পে প্রচুর মহিলা নিযুক্ত হয়েছেন এবং তারা সফলভাবে কাজ করছেন। LIC নিজেই এই কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে নানা পদক্ষেপ নিচ্ছেন।

আরও পড়ুন

SBI দিচ্ছে ৫০,০০০ পর্যন্ত আশা স্কলারশিপ, ১৫ নভেম্বর শেষ তারিখ - SBI Asha Scholarship 2025

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button