আবাস যোজনায় মহিলাদের জন্য ফের সুসংবাদ! ফের কয়েক লাখ ঘর অনুমোদন – Central Govt Awas Yojna
Central Govt Awas Yojna : খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটি মানুষের মৌলিক চাহিদা। সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারগুলি খাদ্য, বস্ত্রের যোগান করলেও আর্থিক সমস্যার কারণে গৃহ নির্মাণ সম্ভব হয়ে ওঠে না। ভারতবর্ষের এখনো বহু পরিবার রয়েছে যাদের মাথা গোজার মত ন্যূনতম ছাদ উপলব্ধ নেই। তাই ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সমস্ত দুস্থ পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের অর্থ প্রদান করে থাকেন।

প্রতিবছর ভারত সরকার কয়েক লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের অর্থ প্রদান করে থাকেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পের আওতায় এই বছর দেশের ১০টি রাজ্যে ৩.৫৩ লক্ষ নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এর মধ্যে ২.৭৫ লক্ষ বাড়ি শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে। তাই আপনি যদি প্রধানমন্ত্রী আবার যোজনায় অন্তর্গত গৃহ না পেয়ে থাকেন তাহলে আগামীতে আপনার নামেও গৃহ আসতে চলেছে। নিম্নে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের অর্থ প্রদান সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন।
গৃহ নির্মাণে অর্থ প্রদান:
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) ভারতের একটি সরকারি আবাসন প্রকল্প, যা ২০১৫ সালে শুরু হয়। এর উদ্দেশ্য হল ভারতের গরীব ও মধ্যবিত্ত পরিবারকে তাদের নিজের বাড়ি পাওয়ার সুযোগ প্রদান করা। এই প্রকল্পটির মাধ্যমে ভারত সরকারের লক্ষ্য প্রতি নাগরিকের জন্য একটি বাড়ি নিশ্চিত করা। ২০২৪ সালের ১লা সেপ্টেম্বর থেকে PMAY-U 2.0 মিশন শুরু হয়। এই মিশনের ভারত সরকারের মূল উদ্দেশ্য হলো, ৫ বছরের মধ্যে দেশের ১ কোটি অতিরিক্ত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মাথার উপর আশ্রয়ের ছাদ তৈরি করে দেওয়া। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বর্তমান ভারত সরকার নিরন্তর কাজ করে চলেছে।
তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার ভারতবর্ষের দশটি রাজ্যকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে। এই রাজ্যগুলোর মধ্যে অন্যতম হলো-
অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, জন্মু ও কাশ্মীর, বিহার, হরিয়ানা, রাজস্থান, পুদুচেরি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা এবং উড়িষ্যা। গত শুক্রবার কেন্দ্রীয় আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, PMAY-U 2.0 প্রকল্পের আওতায় ৩,৫২,৯১৫টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।
মহিলাদের জন্য বিশেষ সুবিধা:
PMAY-U 2.0 প্রকল্পের আওতায় ৩,৫২,৯১৫টি নতুন বাড়ি নির্মাণের যে অনুমোদন প্রদান করা হয়েছে, এখানে মহিলাদের জন্য বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। অনুমোদিত বাড়ির মধ্যে ২.৭৫ লক্ষ বাড়ি এবার শুধুমাত্র মহিলাদের জন্যই বরাদ্দ করে রাখা হয়েছে। এর মধ্যে বিধবা, অবিবাহিত মহিলা এবং অন্যান্য বিশেষ পরিস্থিতির মহিলাদেরকেও অন্তর্ভুক্ত করে থাকছে। এছাড়াও ৯০টি বাড়ি তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ব্যক্তির জন্য বরাদ্দ করা হয়েছে। ৮০,৮৫০টি বাড়ি SC ক্যাটাগরি জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। ১৫,৯২৮টি বাড়ি ST ক্যাটাগরি মানুষের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে। ২,১২,৬০৩টি বাড়ি OBC ক্যাটাগরির আবেদনকারীদের জন্য বরাদ্দ করা হয়েছে।
Read More :মহিলা নয়,মেয়েদের জন্য ১৫০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার! দেখুন বিস্তারিত – WB Govt Kanya Scheme
তাই প্রয়োজন থাকা সত্ত্বেও যে সকল পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের অর্থ পাননি, তারা আগামীতে খুব দ্রুত পেতে চলেছেন। এছাড়া আপনার পরিবারে কোন মহিলা থেকে থাকলে তার নামে নতুন করে আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারেন। যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের বিশেষ সুযোগ দেয়া হয়েছে তাই আগামীতেও ভারত সরকার মহিলাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে একাধিক সুযোগ-সুবিধা প্রদান করতে চলেছে।
তাই আপনার পরিবারে কোন মহিলা থাকলে তার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত নথিভুক্ত করুন। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত পরবর্তী আপডেট প্রকাশিত হলে আপনাদের বিস্তারিত জানানো হবে।