ওবিসি নিয়ে ফের হাইকোর্টে নতুন কেস! শান্তি নেই রাজ্য সরকারের – WB OBC Court Case Update

WB OBC Court Case Update :সামনে ২০২৬ বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার চাইছে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। তবে বর্তমানে রাজ্যে ওবিসি সার্টিফিকেট দুর্নীতি মামলায় প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাই‌ রাজ্য সরকার বর্তমানে বেশ চাপের মধ্যে রয়েছে। তাই রাজ্য সরকার তড়িঘড়ি করে নিজেদের ভাবমূর্তি সচ্ছ করতে নতুন  নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। তাই নতুন সমীক্ষার মাধ্যমে ওবিসি সার্টিফিকেট পুনরায় গঠনের প্রস্তাব পেশ করেছেন।

সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারের সিদ্ধান্তের সিলমোহর প্রদান করা হলেও, বর্তমানে বিষয়টি নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। তাই রাজ্য সরকার চাইলেও বিষয়টি দুটো নিষ্পত্তি করতে পারছেন না। নিম্নে রাজ্য সরকারের তরফে ওবিসি মামলা সংক্রান্ত যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। WB OBC Court Case Update 

wb obc court case update

ওবিসি সার্টিফিকেট দুর্নীতির অভিযোগে ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলকে ঘিরে এক চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কলকাতা হাইকোর্টের রায় বলা হয়েছিল ২০১১ সাল থেকে শুরু করে রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। যার ফলে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু হাইকোর্টের এই অভিজিৎ সার্টিফিকেট পাটেল সংক্রান্ত নির্দেশ মানেনি রাজ্য সরকার। তাই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়।

গত মঙ্গলবার বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছে যে ওবিসি তালিকার মধ্যে কোন সম্প্রদায়দের অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে রাজ্য সরকার নতুন করে সমীক্ষা করছে। যার জন্য অন্তত তিনমাস সময় লাগতে পারে। সেই সময় আদালত রাজ্যের এই প্রস্তাবে মান্যতা দিয়েছে। এবং জানিয়েছে যে রাজ্য সরকার আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণ হতে যেহেতু তিন মাস সময় লাগবে তাই আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

 Read More :পূর্ব রেলে কলকাতা, হাওড়া সহ বিভিন্ন স্টেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ২৩ জেলা থেকে সুযোগ

রাজ্য সরকারের তরফে নতুন সমীক্ষার মাধ্যমে ওবিসি সার্টিফিকেট ভুল সংশোধন করতে চাইছে সরকার। ‌তবে এবার OBC সংরক্ষণের বিষয়ে নতুন করে রাজ্যে সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন জানান আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে OBC মামলা সংক্রান্ত বিষয়ে আরও একটি মামলা দায়ের করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়।

তার মামলায় বলা হয়েছে ওবিসি মামলা নিয়ে হাইকোর্টের নির্দেশ এখনো বাতিল করা হয়নি, বহাল রাখা হয়েছে তাই আগামীতে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা প্রসঙ্গে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, দ্রুত শুনানির আবেদন বিবেচনা করা হবে। তাই ওবিসি সার্টিফিকেট সমীক্ষা সঙ্গে সুপ্রিম কোর্ট অফিসে মামলার রায় সংক্রান্ত বিষয়ের কোন সংযোগ নেই, তাই যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টের ওবিসি মামলা সংক্রান্তি রায় ঘোষণা করা আর্জি জানিয়েছে। এই‌ ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে পরবর্তী আপডেট প্রকাশিত হলে আপনাদের জানানো হবে।

 Read More : মাত্র ৪ টাকায় ২ জিবি সহ আনলিমিটেড সুবিধা, দেখুন বিএসএন এর অফার – BSNL Recharge Offer

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button