সরকার দিচ্ছে Farmer Card! পাবে আর্থিক সুবিধা থেকে বহু প্রকল্পের সহায়তা ঘরে বসে – Digital Farmer ID Card 2025

সরকার দিচ্ছে ডিজিটাল ফার্মার আইডি কার্ড! বিনামূল্যে পাওয়া যাবে বহু সরকারি প্রকল্পের সুবিধা, দেখুন বিস্তারিত, এই প্রতিবেদনে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল, দেখেনিন

Farmer Card : এবার ভারত সরকার কর্তৃক ফের এক কৃষকদের জন্য ফের এক নতুন সুসংবাদ।কেননা ভারত সরকার কর্তৃক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতি কৃষক প্রতি ফার্মার আইডি কার্ড দেওয়ার জন্য। আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনারা কোন রকম ভাবে জমি থেকে থাকে তাহলে আপনি এই সুযোগ নিতে পারেন। এখানে শুধু কার্ড পাবেন না পাবেন অন্যান্য বিভিন্ন সুবিধা ও বিনামূল্যে সরকার কর্তৃক। তাই আপনি যদি একজন ভারতের কৃষক হয়ে থাকেন বা আপনার জমি থেকে থাকে তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন আরও বিস্তারিত জানতে। 

কৃষকদের জন্য ডিজিটাল পরিচয়ের যুগ শুরু

যদিও এর আগে কৃষকদের সরকারি প্রকল্পের সুবিধা নিতে আলাদা আলাদা ফর্ম, কাগজপত্র ও অফিসে ঘুরতে হতো। কিন্তু এখন সব কিছুই অনলাইনে একত্রিত করা হচ্ছে। ভারত সরকার কর্তৃক ডিজিটাল ফার্মার আইডি কার্ড চালুর ফলে একজন কৃষকের সমস্ত তথ্য—ব্যক্তিগত পরিচয়, জমির মালিকানা, ফসলের ধরন প্রকৃতি, ব্যাংক অ্যাকাউন্ট ও সরকারি প্রকল্পে অংশগ্রহণ—একটি ইউনিক আইডির মাধ্যমে সংযুক্ত করা থাকবে।

সম্পর্কিত পোস্ট

অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু! টেট পাশ ও ডিএলএড থাকলে সুযোগ নিয়ে ফেলুন - Primary Teachers Recruitment

জেনেনি Farmer ID Card কী?

Farmer ID Card হলো একটি সরকার অনুমোদিত ডিজিটাল পরিচয়পত্র যার মধ্যে কৃষকের সম্পূর্ণ তথ্য অনলাইনে সেভ করা থাকে। এটি Aadhaar Card-এর মতোই একটি ইউনিক কার্ড হয়ে থাকে , যা কৃষকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই কার্ডের সাহায্যে সরকার সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি বা অনুদান পাঠাতে পারে সরকার কর্তৃক।

এই কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে?

ডিজিটাল ফার্মার আইডি কার্ডের সাহায্যে একজন কৃষক নানা সরকারি প্রকল্পের সুবিধা নিতে পাবেন। যেমন—

  1. প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) যোজনার টাকা সরাসরি ব্যাংক একাউন্টে জমা দেওয়া হবে।
  2. ফসল বিমা, সার, বীজ ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি পাওয়া যাবে এর মাধ্যমে।
  3. জমির রেকর্ড ও ফসল সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে এর মাধ্যমে।
  4. কৃষি ঋণ ও Kisan Credit Card সুবিধা নিতে সহজ হয়ে থাকবে।
  5. সরকার কৃষকের উৎপাদন অনুযায়ী নীতিনির্ধারণে সঠিক তথ্য পাবে বলে মনে করা হচ্ছে।

কোন কোন রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে?

জানা যায়, ২০২৫ সালের মধ্যে প্রায় প্রতিটি রাজ্যে এই উদ্যোগ চালু হচ্ছে। কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই Farmer ID Card বিতরণ প্রক্রিয়াও শুরু হয়েছে।

রাজ্যের নামঅফিসিয়াল ওয়েবসাইট
উত্তরপ্রদেশupfr.agristack.gov.in
বিহারdbtagriculture.bihar.gov.in
মধ্যপ্রদেশmpkrishi.mp.gov.in
রাজস্থানagriculture.rajasthan.gov.in
পশ্চিমবঙ্গশীঘ্রই চালু হচ্ছে বলে জানা যায়

অনলাইনে Farmer ID Card করার ধাপভিত্তিক প্রক্রিয়া

বড় কথা হলো, যে কোনো কৃষক ঘরে বসেই সহজে এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি দেওয়া হলো:

ধাপ ১: রাজ্যভিত্তিক ওয়েবসাইটে যেতে হবে

অবশ্যই নিজের রাজ্যের কৃষি দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যেমন উত্তরপ্রদেশের জন্য upfr.agristack.gov.in

ধাপ ২: “Farmer Registration” অপশন বেছে নিতে হবে

ওয়েবসাইটে লগইন করার পর “Farmer Registration” বা “কৃষক রেজিস্ট্রেশন” বোতামে ক্লিক করতে হবে।

ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য পূরণ করুন

  1. আধার নম্বর
  2. মোবাইল নম্বর থাকতে হবে
  3. জেলা, ব্লক ও গ্রামের নাম
  4. ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
  5. জমির তথ্য (খতিয়ান ও দাগ নম্বর)

ধাপ ৪: প্রমাণপত্র আপলোড করুন

রেজিস্ট্রেশনের সময় নিচের নথিপত্র আপলোড করতে হবে:

প্রমাণপত্র সমূহপ্রয়োজন
আধার কার্ডপরিচয়ের প্রমাণ
জমির দলিল / খতিয়ানমালিকানা প্রমাণের জন্য
ব্যাংক পাসবুকঅর্থ লেনদেনের জন্য
পাসপোর্ট সাইজ ফটোরেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজন

ধাপ ৫: ফর্ম সাবমিট করতে হবে

এক্ষেত্রে সব তথ্য পূরণের পর Submit বাটনে ক্লিক করতে হবে। সফলভাবে আবেদন জমা দিলে একটি আবেদন নম্বর বা Acknowledgement Number পাবেন, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে।

Farmer ID Card কিভাবে ডাউনলোড করবেন?

তবে আবেদনের ৭-১৫ দিনের মধ্যে কার্ডটি ডাউনলোড করা যাবে। পদ্ধতিটি নিচে দেওয়া হলো:

  1. ওই একই ওয়েবসাইটে গিয়ে “Download ID Card” অপশনটি বেছে নিতে হবে।
  2. আবেদন নম্বর বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে হবে।
  3. OTP যাচাই করে কার্ডটি PDF আকারে ডাউনলোড করতে হবে।
  4. চাইলে প্রিন্ট কপি বের করে নিতে পারবেন আপনিও।

মোবাইল অ্যাপের মাধ্যমে ডাউনলোড প্রক্রিয়া

কিছু রাজ্য সরকার Android অ্যাপও চালু করেছে যাতে কৃষকরা মোবাইল থেকে সহজে কার্ড পেতে পারেন।

  • Google Play Store-এ গিয়ে সার্চ করতে হবে“Farmer Registry App” বা “Kisan Card App”।
  • অ্যাপটি ইনস্টল করে আধার ও মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
  • “Download Farmer ID” অপশন বেছে নিয়ে কার্ডটি ডাউনলোড করতে হবে।

কার্ডের ফি ও পরিষেবা খরচ

বেশিরভাগ রাজ্যে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তবে কিছু রাজ্যে প্রিন্ট ও সার্ভিস চার্জ হিসেবে ₹৩০ থেকে ₹৫০ পর্যন্ত নেওয়া হতে পারে তা আপনার উপর নির্ভর করে।

গুরুত্বপূর্ণ তথ্য

  1. Farmer ID Card ছাড়া এখন অধিকাংশ কৃষি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না বলে জানা যায় ।
  2. কার্ডে কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট কৃষি সহায়তা কেন্দ্রে (Krishi Sahayata Kendra) গিয়ে সংশোধন করতে হবে।
  3. প্রিন্ট করা কার্ড সব সরকারি কৃষি দফতরে বৈধ হতে পারে।

হেল্পলাইন নম্বর ও যোগাযোগ

রাজ্যহেল্পলাইন নম্বর
উত্তরপ্রদেশ1800-180-1551
বিহার1800-345-6195
পশ্চিমবঙ্গকৃষি সহায়তা কেন্দ্র
মধ্যপ্রদেশ0755-2558823

ভবিষ্যৎ পরিকল্পনা

জানা গিয়েছে, আগামী দিনে এই ফার্মার আইডি কার্ডের সঙ্গে যুক্ত হবে আরও একাধিক প্রকল্প বা যোজনার সুবিধাও। যেমন—PM-KISAN, KCC Loan, Soil Health Card, এবং Crop Insurance সুবিধা। পাশাপাশি QR কোডযুক্ত নতুন ডিজিটাল কার্ড চালু করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে, যা স্ক্যান করলেই কৃষকের জমি, ফসল ও ব্যাংক সম্পর্কিত তথ্য দেখা যাবে বলে অনুমান।

সর্বোপরি আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন এবং একজন কৃষক কিংবা জমির মালিক হয়ে থাকেন তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না। তবে এখনো যেহেতু পশ্চিমবঙ্গে এই প্রকল্প পুরোপুরি ভাবে চালু করা হয়নি তাই কিছুদিন অপেক্ষা করতে হবে এই প্রকল্প চালু হলে অবশ্যই আপনি এই সুযোগ নিতে পারবেন।এটি শুধু প্রকল্পের সুবিধার ক্ষেত্রে কাজে লাগবে না বরং একটি আইডি পত্র হিসেবেও কাজে লাগবে। চলুন তাহলে এই প্রকল্পের সুবিধা নিয়ে ফেলি।

আরও পড়ুন

অ্যামাজন দিচ্ছে ঘরে বসে আয় করার সুযোগ! ৩৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম - Amazon Work From Home

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button