মাত্র ৭০ টাকা জমা করে ৬ লক্ষ টাকা রিটার্ন, পোস্ট অফিসের স্কিম সম্পর্কে দেখুন – India Post Scheme
India Post Scheme : বাজারে অনেক রকম বিনিয়োগের মাধ্যম থাকলেও বেসরকারি বীমা সংস্থা সহ শেয়ার বাজারে বিনিয়োগে প্রচুর ঝুঁকি রয়েছে। কারণ এই সমস্ত বিনিয়োগ বাজারের ওঠা-পড়ার সঙ্গে যুক্ত, অতএব, এগুলো কখনোই ঝুঁকিমুক্ত নয়। তাই অর্থ বিনিয়োগের পর টাকা মার যাবার সম্ভাবনা রয়েছে।এই সকল দিক বিচার করে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে বিনিয়োগ যথেষ্ট বিশ্বাসযোগ্য।
এছাড়া ভারতীয় ডাক বিভাগ যেহেতু ভারত সরকারের সংস্থা তাই অর্থ কারচুপির কোন সম্ভাবনায় নেই বললেই চলে। তাই বর্তমানে সকলে ডাক বিভাগের ডিপোজিট স্কিম গুলি বেছে নিতে বেশ আগ্রহ প্রকাশ করছে। ভারতীয় ডাক বিভাগের এই জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল PPF স্কিম। এই স্কিমে বিনিয়োগকারীরা প্রতিদিন নূন্যতম ৭০ টাকা করে জমা করে ৬ লাখ টাকার বেশি পেতে পারেন।
ডাক বিভাগের এই প্রকল্পটিতে বিনিয়োগ কারীদের সর্বোচ্চ পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। পরবর্তীকালে এর সময়সীমা বাড়ানো যেতে পারে। তাই যারা অর্থ বিনিয়োগের সুরক্ষিত মাধ্যম খুঁজছেন তারা ডাক বিভাগের এই প্রকল্পে আবেদন জানাতে পারেন। নিম্নে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হলো। আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত থেকে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

পোস্ট অফিস PPF স্কিম:
পোস্ট অফিসের PPF স্কিম আপনাদের কম সময়ে অধিক ধনী করে তুলতে পারে। পোস্ট অফিসের এই PPF স্কিম ম্যাচিওর হতে ১৫ বছরের সময় নেয়। যা পরবর্তীকালে ৫-৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। পোস্ট অফিসের PPF স্কিমের সুদের হার এখন প্রতি বছরে ৭.১% হারে প্রদান করা হয়। কোন বিনিয়োগকারী পোস্ট অফিসের PPF স্কিমে যদি ৩.৭৫ লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে সর্বোচ্চ ৬.৭৮ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। এর জন্য প্রতিদিন মাত্র ৭০ টাকা করে সঞ্চয় করতে হবে। এই নূন্যতম বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে খুব সহজে লাখপতি হওয়া যেতে পারে।
বিনিয়োগের পরিমাণ এবং লাভের হার:
পোস্ট অফিস PPF স্কিমে বিনিয়োগ কারীরা যদি প্রতিদিন নূন্যতম ৭০ টাকা করে সঞ্চয় করেন তাহলে প্রতি বছরে প্রায় ২৫,০০০ টাকা সঞ্চয় করা সম্ভব। এই হিসেবে পোস্ট অফিসের PPF স্কিমে মোট বিনিয়োগ হবে ৩.৭৫ লাখ টাকা। প্রতি বছরে ৭.১% হারে সুদ প্রদান করা হলে ১৫ বছর পরে ম্যাচিউরিটির সময় মোট ৬.৭৮ লাখ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ পোস্ট অফিস PPF স্কিমে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৩,৭৫,০০০ টাকা। পোস্ট অফিসের PPF স্কিমে সুদ হিসাবে পাওয়া যাবে মোট ৩,০৩, ০৩৫ টাকা। সুদ ও আসল মিলিয়ে পোস্ট অফিসের PPF স্কিমে মোট ৬,৭৮,০৩৫ টাকা পাওয়া যাবে।
Read More : রাজ্যে ২ লক্ষ নতুন কর্মসংস্থান! কোন দপ্তরে কত শূন্যপদ দেখুন – CM Announced for 2 lakhs Vacancy
আবেদনের পদ্ধতি:
ভারতীয় ডাক বিভাগের PPF স্কিমে যারা আবেদন জানাতে চান তারা আবেদন জানানোর জন্য আপনার নিকটবর্তী ডাক বিভাগের শাখায় যোগাযোগ করুন। ডাক বিভাগ থেকে আবেদনের ফ্রমটি সংগ্রহ করে সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম, ঠিকানা সহ যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে তার সাথে প্রয়োজনীয় কিছু নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট স্থানে জমা করতে হবে।
আবেদন পত্র জমা করার কিছু দিনের মধ্যে আবেদন পত্রটি গৃহীত হবে। পরবর্তীকালে প্রকল্প অনুযায়ী নির্দিষ্ট সময় মতো মাসিক টাকা পোস্ট অফিসের জমা করতে হবে। এভাবেই সময়সীমা পূর্ণ হওয়ার পর জমা করা টাকার উপরে নির্দিষ্ট সুদ প্রদান করে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত লাভবান হতে পারবে।
ভারতের ডাক বিভাগের PPF স্কিম সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী ডাক বিভাগের শাখা যোগাযোগ করুন। সেখান থেকে আপনাদের ডাক বিভাগের যাবতীয় ফিক্সড ডিপোজিট প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
Read More : মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৫ এই তারিখে! কীভাবে চেক করবেন? দেখেনিন – WB Madhyamik Exam Result 2025