মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৫ এই তারিখে! কীভাবে চেক করবেন? দেখেনিন – WB Madhyamik Exam Result 2025
WB Madhyamik Exam Result 2025: আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষা ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শেষ হয় এবং তার পাশাপাশি অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতি মাসের ১৮ তারিখে শেষ হয়। এবার পরীক্ষার্থীদের মধ্যে একটাই প্রশ্ন জাগে কখন মাধ্যমিক কিম্বা উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর। আজকের প্রতিবেদনটি সেই সমস্ত পড়ুয়াদের জন্য এবং তাদের অভিভাবকদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিংবা মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে চাই এবং কিভাবে এই ফলাফল জানতে পারবেন বা কত মাধ্যমে এই ফলাফল জানতে পারবেন তার সম্পর্কে। আমরা এখানে ফলাফল প্রকাশ থেকে শুরু করে স্ক্রুটিনি সহ অন্যান্য বিষয় গুলি ধাপে ধাপে আলোচনা করছি।
Read More : Jio মাত্র 11 টাকায় দিচ্ছে 10GB ইন্টারনেট, IPL এর বিরাট অফার মিস করবেন না

সর্বপ্রথম আলোচনা করা যাক মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে :
পরীক্ষা শুরু হয় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে |
মাধ্যমিক পরীক্ষা শেষ হয় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে |
ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২০২৫ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহ |
মাধ্যমিক ২০২৫ পরীক্ষার কবে রেজাল্ট বেরোবে :
২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল আলোচনা করার পূর্বে আমরা ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে কিছু আলোচনা করব। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শেষ ১২ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ। এরপর ওই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২রা মে ২০২৪ তারিখ। অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় প্রায় ৭৯ দিন পরেই। সে দিক থেকে বিবেচনা করে দেখা যায় ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতে পারে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে রেজাল্ট বের করে তাই সম্ভাব্য তারিখ অনুযায়ী মে মাসের দ্বিতীয় সপ্তাহ অনুমান করা হচ্ছে।
তবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কে যে তথ্য দেওয়া হল তা পুরোপুরি অনুমান নির্ভর। কেননা কত বছরের পরীক্ষার ফলাফলের দিনক্ষণ অনুযায়ী বর্তমান পরীক্ষার ফলাফলের তারিখ অনুমান করা হচ্ছে। যেহেতু বিগত কয়েক বছরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রায় ৭৫ থেকে ৮০ দিনের মাথায় দেওয়া হচ্ছে তাই এই অনুমান অনেকটাই সম্ভাব্য বলে শিক্ষিত মহলে আলোচিত হচ্ছে।
এবার প্রশ্ন হল আপনি কিভাবে পরীক্ষার ফলাফল দেখবেন :
অনলাইনে ফলাফল দেখার জন্য মাধ্যমিক পড়ুয়াদের মধ্যশিক্ষার ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে চেক করতে হবে । নিচে ওয়েবসাইট গুলি দেওয়া হল যার মাধ্যমে মাধ্যমিক ২০২৫-এর ফলাফল দেখা যাবে—
নিচে ধাপে ধাপে ফলাফল চেক করার পদ্ধতি দেওয়া হল:
- প্রথমে এর মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট (wbresults.nic.in বা wbbse.wb.gov.in) ভিজিট করতে হবে।
- এর পর “Madhyamik Pariksha Result 2025” লিঙ্কে ক্লিক করতে হবে ।
- তারপর পড়ুয়ার রোল নম্বর ও জন্ম তারিখ ইন্টার করবেন ।
- এরপর নিচে “Submit” বা “Get Result” অপশনে ক্লিক করবেন।
- এরপর কিছুক্ষণ অপেক্ষার পর আপনার ফলাফল স্ক্রিনে দেখাবে, যা ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখতে পারবেন।
Read More : ১ এপ্রিল থেকে লক্ষীর ভান্ডার বন্ধ এই মহিলার, আপনি আছেন কী? – WB Lashmir Bhandar New Update
এছাড়াও SMS মাধ্যমে ফলাফল চেক করতে দেখুন
টাইপ করবেন : WB10 <Space> রোল নম্বর টাইপ কটে 5676750 বা 58888 নম্বরে পাঠাতে হবে।
এছাড়াও উপরোক্ত ওয়েবসাইটগুলি ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃ অনুমোদিত বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হবে যা নিচে দেওয়া হল
www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com, www.fastresult.in
Read More :ATM ব্যবসা করে ঘরে বসে আয় ৬০-৭০ হাজার টাকা! কীভাবে শুরু করবেন? দেখুন –

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.