Jio দিচ্ছে ৩৬৫ দিন ফ্রী পরিষেবা, মাত্র ২ টাকায় দৈনিক খরচ- Jio Unlimited Offer 2025

Jio Unlimited Offer 2025: মোবাইল গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে রিলায়েন্স জিও। যে সমস্ত গ্রাহকরা দ্রুত ইন্টারনেট পছন্দ করেন তারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন। ধীরে ধীরে টেলিকম কোম্পানিগুলি যে হারে তাদের রিচার্জের মূল্য বৃদ্ধি করে চলেছে তাতে গ্রাহকেরা বিকল্প কিছুর সন্ধান করছেন। যার ফলে জিওর মত কোম্পানি গুলি তাদের বিশ্বস্ততা হারাচ্ছে। তাই বর্রিতমানে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য নিয়ে এনেছেন আকর্ষণীয় অফার।

যেখানে মাত্র ৬০১ টাকার বার্ষিক গিফট ভাউচারের মাধ্যমে পেয়ে যাবেন আনলিমিটেড 5G ডাটা। এছাড়াও রয়েছে অন্যান্য আকর্সুষণীয় সুযোগ-সুবিধা। তাই আজকের প্রতিবেদনে রিলায়েন্স জিও কোম্পানির ৬০১ টাকার বার্ষিক গিটিউট ভাউচার সমন্ধিত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তাই আপনি একজন ইন্টারনেট ইউজার হলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রিলায়েন্স জিও 5G :

রিলায়েন্স জিও হলো ভারতের একটি টেলিকম কোম্পানি যা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অংশ। ২০১৬ সালে চালু হওয়ার পর তারা কম দামে 4G ডেটা ও আনলিমিটেড কলিং দিয়ে ভারতীয় টেলিকম মার্কেটকে বড় পরিবর্তন এনে দেয়। বর্তমানে তারা 4G, 5G, ব্রডব্যান্ড (JioFiber), OTT (JioCinema, JioTV) ইত্যাদি বিভিন্ন পরিষেবা প্রদান করে। কিছুদিন আগেই জিও তার প্ল্যানের বড়সড় পরিবর্তন করেছিলেন যার ফলে গ্রাহকের রিচার্জ প্লানের বেশ পরিবর্তনে এনেছে। রিচার্জ প্ল্যান গুলি পরিবর্তনের ফলে গ্রাহকদের অধিক মূল্যে রিচার্জ সম্পূর্ণ করতে হতো, তাই জিওগ্রাহকদের মনে হতাশার সঞ্চার করেছে। তবে বর্তমানে জিও ৬০১ টাকার ট্রু 5G গিফট ভাউচার চালু করেছেন যার মাধ্যমে গ্রাহকরা একাধিক সুবিধা পেতে পারেন।

কত টাকায় কী সুবিধা পাবেন ?

রিলায়েন্স জিও টেলিকম কর্পোরেশন জিওগ্রাহকদের জন্য মাত্র 601 টাকার ট্রু 5G গিফট ভাউচার ব্যবস্থা করেছেন। যা রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জিওর দ্রুত বর্ধনশীল 5G নেটওয়ার্কের এক বছরব্যাপী অ্যাক্সেস দেবে। এই সুযোগ জিওগ্রাহকেরা তাদের দৈনিক 4G ডেটা কোটার পরও এই সুবিধা পাবেন।

আবেদন যোগ্যতা :

জিও ৬০১ টাকার ট্রু 5G গিফট ভাউচার সুবিধা পেতে গেলে গ্রাহকদের সর্বপ্রথম একটি জিও রিচার্জ প্ল্যানে সাবস্ক্রাইব করতে হবে। এই জিও রিচার্জ প্ল্যানটি প্রতিদিন কমপক্ষে 1.5GB এর 4G ডেটা অফার করতে হবে। যা অনায়াসে জিও 199, 239, 299 এবং অন্যান্য জনপ্রিয় প্ল্যানগুলি প্রয়োজনীয়তা পূরণ করে। তবে যে সমস্ত জিওগ্রাহকরা প্রতিদিন ১ জিবি ডেটা বা ১,৮৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান ব্যবহার করছেন তারা এই অফারের জন্য যোগ্য হবেন না। শুধুমাত্র যে সমস্ত গ্রাহকেরা দৈনিক 1.5GB এর 4G ডেটা অথবা 199, 239, 299 টাকার প্লান ব্যবহার করছেন তারা এই সুবিধা পাবেন।

৬০১ টাকার ভাউচার পাবেন কিভাবে :

৬০১ টাকার ভাউচার সুবিধা পেতে জিওগ্রাহকদের সর্বপ্রথম MyJio অ্যাপের মাধ্যমে ভাউচারটি ক্রয় করতে হবে। জিও ভাউচার ক্রয়ের পর আপনি যাকে পাঠাবেন তা স্থির করে নিজের জন্য এটি রিডিম করুন অথবা প্রিয়জনের কাছে ট্রান্সফার করুন। এরপর মাই জিও অ্যাপের মাধ্যমে পুরো এক বছর ধরে Jio এর দ্রুত True 5G নেটওয়ার্ক উপভোগ করতে ভাউচারটি সক্রিয় করুন। প্লানটি সক্রিয় হলে গোটা বছর ধরে আপনারা প্লানের সুবিধা উপভোগ করতে পারবেন। ৬০১ True 5G গিফট ভাউচার এক বছরের জন্য হাই-স্পিড সংযোগ উপভোগ করার একটি আদর্শ উপায়। তাই যে সমস্ত গ্রাহকেরা হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে চান তাদের জন্য ৬০১ টাকার ভাউচাটি আদর্শ।

তবে ৬০১ টাকার ভাউচার‌ কেনার আগে অবশ্যই কোম্পানির প্রতিনিধির কাছে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। আপনার নিকটবর্তী জিও রিটেলার অথবা মাইজিও আপের সাহায্যে ৬০১ টাকার ভাউচার‌ সমন্ধিত বিস্তারিত তথ্য জেনে নিয়ে রিচার্জ করুন।

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button