মাত্র ১১ টাকায় আনলিমিটেট ইন্টারনেট দিচ্ছে জিও, এখনই সুবিধা নিয়ে ফেলুন – Jio Unlimited Recharge Plan

মাত্র ১১ টাকা রিচার্জ করে ১০ জিবি দৈনিক ইন্টারনেট ফ্রী, দেখুন সময়সাপেক্ষ

Jio Unlimited Recharge Plan : বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ছাড়াই সকলেই প্রায় অচল। যদিও প্রথমদিকে ইন্টারনেট সুবিধা দেওয়া হতো একদম বিনামূল্যে তবে ক্ষনে ক্ষনে বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে এসে গ্রাহকদের জন্য সীমাবদ্ধ করে দিয়েছে। গত কিছুদিন আগে ফের একবার নতুন করে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জের টাকা বৃদ্ধি করে। যার ফলে অনেকে ও প্রকাশ করলেও কোম্পানি গুলির তরফ থেকে কোন সাড়া দেওয়া হয়নি। তবে এবার ফের ইন্টারনেট চালানো খুবই সহজ করে দিচ্ছে ভারতের এক টেলিকম সংস্থা। এবার জলের দলে ইন্টারনেট পরিষেবা দিতে চলেছে এই টেলিকম সংস্থাটি।

jio unlimited recharge plan 2025

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য টানা ৩ দিনের ছুটি ঘোষণা — বিস্তারিত জানুন -WB August Holiday List

আসুন আজকের এই প্রতিবেদনে সেই প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যার মাধ্যমে আপনি দৈনিক আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ আমরা যে টেলিকম কোম্পানির কথা বলতে যাচ্ছি সেটা হল ভারতের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি অর্থাৎ রিলায়েন্স জিও। এই রিলায়েন্স জিওর তরফ থেকে বর্তমানে মাত্র ১১ টাকায় সারাদিন আনলিমিটেড ইন্টারনেট চালানোর সুবিধা দেওয়া হচ্ছে। তবে যদিও কোম্পানি আনলিমিটেড ইন্টারনেট দেওয়ার দাবি করে তবে এক্ষেত্রে সর্বাধিক ১০ জিবি পর্যন্ত ইন্টারনেট ডাটা প্রসেস করার সুবিধা দেওয়া হয়। তবে বর্তমানে মূল্য বৃদ্ধির সময়ে মাত্র ১১ টাকায় এমন সুবিধা পাওয়া খুবই দুর্লভ।

 

আসুন জিওর ১১ টাকা রিচার্জ প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত জানা যাক :

বর্তমানে ভারতের অন্যতম টেলিকম সংস্থাগুলির মধ্যে জিও হল সবচেয়ে সস্তা প্ল্যান প্রদানকারী সংস্থা। কেননা অন্যান্য টেলিকম সংস্থাগুলির সঙ্গে তুলনা করলে দেখা যাবে খুব স্বল্প টাকায় ভালো ভালো প্লেন লঞ্চ করেছে এই সংস্থা। কিন্তু বর্তমানে ভিডিও দেখা ও অন্যান্য হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করার ফলে দৈনিক ডেটা অনেকের অল্প সময়ে শেষ হয়ে যাই। ঠিক এই কথা মাথায় রেখে জিও টেলিকম সংস্থা কর্তৃক এমন এক অফার বা প্লান নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে মাত্র ১১ টাকা রিচার্জ করে হাই স্পিড ইন্টারনেট সর্বাধিক ১০ জিবি পর্যন্ত চালাতে পারেন। ইতিমধ্যেই এই প্ল্যানটি মাইজিও অ্যাপে লঞ্চ করা হয়েছে।

TSC-তে ৪২,০০০ হাজার কর্মী নিয়োগ অতিসত্বর, লাখ লাখ তরুণের মুখে হাসি

এই ১১ টাকা রিচার্জ প্লানের সম্পর্কে আরো কিছু তথ্য :

অনন্য কোম্পানিগুলির সঙ্গে তুলনা করে দেখা গেলে জিও কোম্পানি সাধারণত একটু বেশি পরিষেবা দিয়ে থাকে তাও আবার সে সমস্ত কোম্পানিগুলি থেকে অল্প মূল্যে। এবার জিওর মাত্র এগারো টাকা রিচার্জ সম্পর্কে অনেকেরই অজানা রয়েছে, যেহেতু মাত্র ১১ টাকায় জিও তরফে হাই স্পিড টাটা চালানোর অফার দেওয়া হচ্ছে তবে এক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। এক্ষেত্রে এই মাত্র এগারো টাকা রিচার্জ করে আপনি এক ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারেন। তবে যদিও কোম্পানি আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা দেওয়ার দাবি করেন তবে এক্ষেত্রে সর্বাধিক ১০ জিবি পর্যন্ত হাই স্পিড ইন্টারনেট সুবিধা দেওয়া হয় এবং পরে ৬৪ কেবি হিসেবে ইন্টারনেট চালানোর সুবিধা দেওয়া হয়।

 

এই রিচার্জ কিভাবে করা সম্ভব :

আপনি যদি জিওর গ্রাহক হয়ে থাকেন তাহলে এই রিচার্জের সুবিধা নিতে পারেন। এর জন্য আপনাকে মাই জিওর অ্যাপে যেতে হবে অথবা বিভিন্ন ধরনের ইউ পি আই পেমেন্ট অ্যাপের মাধ্যমে এ রিচার্জ করতে পারেন। এই রিচার্জ শুধুমাত্র জিওর প্রিপেড কাস্টমারদের জন্য। আপনি যদি জিওর প্রিপেইড কাস্টমার হয়ে থাকেন যেকোন পেমেন্ট অ্যাপ সংস্থা থেকে অথবা জিও স্টোরে গিয়ে এই রিচার্জ অতি সহজে করতে পারেন।

মাধ্যমিক রেজাল্ট প্রকাশে বিলম্ব! একাদশে ভর্তি নিয়ে অনিশ্চয়তা – WB Madhyamik Result 2025

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ ও টেট ফলাফল প্রকাশ নিয়ে সবুজ সংকেত! ২০১০ OBC নিয়ম অনুযায়ী? দেখুন বিস্তারিত - WB Primary Tet 2022-23

Bongo Sathi

Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.

Related Articles

Back to top button